*ফের ঘূর্ণাবর্ত! বঙ্গে কমবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*
শীতের আমেজে ভরপুর ডিসেম্বর। কোথা ৫ কোথাও ১০। রাজ্য জুড়ে শীতের দাপটে কাবু সকলে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবার এন্ট্রি নিচ্ছে ঘূর্ণাবর্ত। তাই আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে৷ ফলে বাড়বে রাতের তাপমাত্রা। মৌসম ভবন জানিয়েছে, গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টিপাতে সম্ভাবনা আপাতত নেই।
আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।





আজ তার সমাপ্তি দিন। ট্যাবলো সজ্জিত করে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা,সকল শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহযোগে বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিক্রমা করে সারা এলাকায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভীড় করেন সাধারণ মানুষও।





Dec 21 2023, 07:38
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k