দীর্ঘ প্রতীক্ষার অবসান! ধর্মের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের শান্তিপুর পেলো স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংক

নদীয়া : ধর্মপ্রাণ নদীয়ার মন্দির নগরী শান্তিপুর। শিক্ষায় দীক্ষায় বহু প্রাচীনকাল থেকেই বিশ্বের দরবারে প্রশংসিত ভাঙ্গারাস তাঁত শাড়ি সহ আরো বেশ কিছু বিষয়ে জনপ্রিয়। তবে স্বাধীনতার পরবর্তী সময়ের পর থেকে বহু প্রাচীন শহর সেই অর্থে যোগাযোগ কিংবা পরিকাঠামো খুব বেশি উন্নয়ন লক্ষ্য করা যায়নি এযাবৎকাল। সম্প্রতি গতবছর রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তিপুরে এসে হেরিটেজ ঘোষণার পর থেকে জেলা প্রশাসন জেলা পরিষদ মহকুমা শাসক ব্লক অফিস পুরসভা বিধায়কের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যটন সংক্রান্ত শহর সাজিয়ে তোলার এবং যোগাযোগ মাধ্যম হিসেবে নানান পরিকল্পনা।
তবে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপদানের পরিকল্পনা অবশ্য ধারাবাহিকতা । তবে এর পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর আবেদনের কথা সকলের জানা। তবে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের জোরালো আবেদনও অস্বীকার করা যায় না ।
তবে নদিয়া জেলা ব্যাপী সামাজিক বিভিন্ন সংগঠনের মত অনুযায়ী শান্তিপুরে রক্তদান শিবিরের সংখ্যা জেলার মধ্যে অন্যতম। প্রায় সারা বছরই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল এমনকি সচেতন নাগরিকরা পরিবার সদস্যদের জন্মদিন বিবাহ কিংবা যেকোনো শুভ অনুষ্ঠান অথবা পরিবার সদস্যর মৃত্যুর স্মৃতি হিসেবে রক্তদানের অনুষ্ঠান করিয়ে থাকেন মাঝেমধ্যেই। সেক্ষেত্রে কাছাকাছি বলতে নবদ্বীপ অথবা কৃষ্ণনগর ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ দলকে আসতে হয় শান্তিপুরে। আবার শান্তিপুরের মানুষের রক্তের প্রয়োজনে ছুটে যেতে হয় সেখানেই। তবে এবার সে দুর্ভোগের পরিসমাপ্তি ঘটলো।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড কালেকশন ইউনিট চালুর জন্য পুরাতন একটি ভবন সংস্কার এবং নতুন র্নির্মাণকার্যের কাজ শুরু হল আজ থেকে। শুভ সূচনায় উপস্থিত ছিলেন, শান্তিপুরের বিধায়ক তথা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং রানাঘাট মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ব্রজ কিশোর গোস্বামীগোস্বামী, হাসপাতাল সুপারিন্টেন্ট ডক্টর তারক বর্মন সহ হাসপাতালে বিভিন্ন আধিকারিকগণ।
সূত্রের খবর অনুযায়ী জানা যায় নদীয়া জেলার মধ্যে মহকুমা হাসপাতাল হিসেবে রানাঘাট জেলা সদর হিসেবে কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে তেহটটো এবং নবদ্বীপে এই ব্লাড ব্যাংক থাকলেও বিগত বেশ কয়েক বছরের মধ্যে শান্তিপুরে এই প্রথম অনুমোদন।
তবে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে সম্পূর্ণ কাজ শেষ হতে প্রায় লেগে যেতে পারে এক বছর। নির্মাণকার্যের জন্য ব্যয় বরাদ্দ ৬০ লক্ষ টাকার কাজ শুরু হল আজ থেকে এরপর বিদ্যুৎ তারপর বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত যন্ত্রপাতি এবং উপকরণ এভাবেই পর্যায়ক্রমে চলবে বেশ কয়েকটি ধাপ। তবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অধীনস্থ হলেও বিষয়টি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে জেলা স্বাস্থ্য দপ্তর। এই জন্য আসবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী ডাক্তারও। তবে শুধু ব্লাড ব্যাংক নয় একই সাথে সদ্যজাত শিশুদের দশটি এসএনসিইউ বেডের পরিকাঠামো এবং লেবার রুম এক্সটেনশন।
হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন বলেন, এর আগেও এস এনসি ইউ একটি বেড এবং ব্লাড স্টোরেজ ইউনিট হিসেবে অন্য ব্লাড ব্যাংক থেকে অল্প সংখ্যক ব্লাড প্যাকেট রেডি রাখা হতো অপারেশনের প্রয়োজন ভিত্তিক। তবে এবার শিশুদের এস এন সি ইউ দশটি বেড এবং সম্পূর্ণ পরিকাঠামগতভাবে ব্লাড ব্যাংক চালু হলে উপকৃত হবে বহু মানুষ।
অনেকেই তাদের প্রয়োজন মতন রক্ত দিয়ে যেতে পারবেন হাসপাতালে এসেই, অন্যদিকে রক্ত গ্রহীতা তাদের পরিবার সদস্যদের যেকোনো এক ইউনিট রক্তের বদলে পেয়ে যাবেন তার প্রয়োজন ভিত্তিক গ্রুপের রক্ত। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে বোঝায় সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার থাকা,পরিকাঠামগত উন্নয়ন এবং পরিষেবা যা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে সমগ্র প্রক্রিয়া সমস্ত হতে লাগবে বেশ কিছু সময়।
রক্তদানের শিবির হিসাবে শান্তিপুরের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি। জানান এখন থেকে তাদের আর কষ্ট করতে হবে না শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় সংগৃহীত হবে যেকোনো রক্তদানের আয়োজন। তবে শুধু শান্তিপুর নয় ব্লাড ব্যাংকের ওপর অধিকার আশেপাশের বিভিন্ন জেলারও। রক্তের গ্রুপ অনুযায়ী বিভিন্ন ব্লাড ব্যাংক প্রয়োজন ভিত্তিক আদান প্রদান চলতে থাকবে।


Dec 20 2023, 14:19
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k