সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল
![]()
কলকাতা: সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল।ললিত ঝাঁ দীর্ঘদিন বৈধ নথি ছাড়াই কলকাতায়। কীভাবে? এবিষয়ে কি কলকাতা পুলিশ কোনো তদন্ত করছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,এই ব্যাপারে আমরা নজর রাখছি। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। আর যা যা প্রয়োজন, সেবিষয়েও সহযোগিতা করা হবে।
সংসদ হানার পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমরা খুব এলার্ট। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ন জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে চলব আমরা।
আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি। বড়দিন ও বর্ষবরণে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা থাকবে।





তমলুক : একদম ভরদুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে মাদকজাতীয় দ্রব্য শুকিয়ে একদম পুলিশের নাকের ডগায় এক মহিলার সোনার গহনা ছিনতাই করলো একদল দুষ্কৃতী।মহিলার বাড়ি তমলুকের ভান্ডারবেরিয়া গ্রামে।নাম আরতি মল্লিক।পেশায় সবজি ব্যবসায়ী এই মহিলা তমলুকের মেছো বাজারে সবজি বিক্রি করেন।সবজি বিক্রি করে তমলুকের হাসপাতাল মোড়ে নামেন ট্রেকার থেকে।
আর তখনি এক অপরিচিত তাকে এসে টাকার ব্যাগ কুড়িয়ে পাওয়ার কথা বললে তিনি সামনেই ট্রাফিক পুলিশ এর চৌকিতে জমা করতে বলেন, পেছনে আর একজন এসে বলেন তার টাকার ব্যাগ হারিয়ে গেছে, তার পেছনে আরো একজন তাকে বলেন কুড়িয়ে পাওয়া টাকা ভাগ্ করে নেওয়ার জন্যে, রাজি না হওয়ায় তার নাকে একটি মাদকের শিশি ধরলে নেশাগ্রস্থ হয়ে পড়েন আরতি দেবী, তাকে রাস্তার ধারে নিয়ে গিয়ে তার হাত থেকে সোনার বালা খুলে নেয় ছিনতাইকারীরা।নেশা মুক্ত হতেই সামনেই কর্তবরত ট্রাফিক ও সিভিককে বিষয়টি জানান। ঘটনায় রীতিমতো আতঙ্কে তমলুক বাসি



Dec 19 2023, 18:42
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k