*পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের ডেপুটেশন*

তমলুক: অন্তদয় যোজনা- আবাস যোজনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণ, মানবিক ভাতা বাড়ানো, বাসে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের রাজ্য যুগ্ম আহ্বায়ক সৈকত কুমার কর এবং জেলা আহ্বায়ক সুব্রত ভৌমিকের নেতৃত্বে প্রতিবন্ধীরা নিমতৌড়ি বাস স্ট্যান্ড থেকে জেলাশাসক দপ্তরে মিছিল করে যায়।

সেখানে বিক্ষোভ সভা করে এবং জেলা শাসককে স্মারকলিপি প্রদান করে। সৈকত বাবু বলেন রাজ্যজুড়ে প্রতিবন্ধীদের নানান দাবি নিয়ে বিশেষত মর্যাদার সাথে বাঁচার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। আজকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে আমরা প্রতিবন্ধীদের জীবনের মৌলিক সমস্যা গুলো নিয়ে অভিযোগ জানাচ্ছি। ব্যবস্থা না গ্রহণ হলে আরো সংগঠিত বৃহত্তর আন্দোলন হবে।


 
						



 
 
 



 
 
 

 

Dec 19 2023, 16:34
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.2k