*বাঁকুড়া পৌরসভার সামনে বিক্ষোভ বিজেপির*
বাঁকুড়াঃ 'বিতর্কিত' জায়গায় বাঁকুড়া পৌরসভা সরকারী প্রকল্পে বাড়ি তৈরীর অনুমতি দেওয়ায় শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলেকে প্রতিবেশীর খুন হতে হয়েছে, অভিযোগ তুলে ও পৌরপ্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামলো বিজেপি। সোমবার দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে শহরে মিছিল করে বাঁকুড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়।
প্রসঙ্গত, অতি সম্প্রতি শহরের নতুনচটি এলাকায় বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন প্রাক্তন শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলে। পরে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই খুনের ঘটনার পিছনে পৌরসভার তরফে 'বিতর্কিত' জমিতে বাড়ি তৈরীর অনুমতি দেওয়াকেই দাবি করেন। অবিলম্বে ওই খুনের ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পৌরপ্রধানের 'পদত্যাগ' দাবি করেন।
একই সঙ্গে এদিন পুলিশকেও একহাত নেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অনুমতি থাকা সত্বেও 'দলদাস' পুলিশ তাঁদের কর্মসূচীতে বাধা দিয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, 'আমরা ক্ষমতায় এলে আপনাদের সেদিন ভালো দিন যাবেনা'।
যদিও বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে পৌরসভার তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


 
						





 উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।
উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা। 

 



 
 
 

Dec 18 2023, 16:02
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k