*শীতের সময় ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে*

এসবি নিউজ ব্যুরো: শীতের সময় হাসপাতলে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে । রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে সামনে পেয়ে এমনটাই অভিযোগ করলেন রোগী ও তার আত্মীয়রা। সাথে সাথেই বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
সোমবার হঠাৎই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান । সেখানে দেখা যায় মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যান কে পেয়ে অভিযোগ করেন যে এই শীতের সময় তাদের কোন রকম কম্বল দেওয়া হচ্ছে না ।
শুধু কম্বলই নয় এছাড়াও পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তারা বলে অভিযোগ করেন । সাথে সাথেই চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি । এ বিষয়ে দ্রুত বৈঠক করে সমস্যা গুলোর সমাধানের কথা জানিয়েছেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।


 
						




 



 
 
 


 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।। 
Dec 18 2023, 15:01
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k