রেল হকার ঘিরে উত্তেজনা জগদ্দল স্টেশনে

উত্তর ২৪ পরগনা: পূর্ব রেলের তরফে কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে। নোটিশ মোতাবেক সোমবার বেলায় জগদ্দল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ। যদিও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় স্টেশনের রেল হকাররা।
অভিযোগ, রেল প্রশাসনের সামনেই এক বন্ধ দোকানদার স্টেশনের বুকিং অফিসারকে হুমকি দেন। যদিও রেল হকার্স ইউনিয়নের কর্তারা এর তীব্র প্রতিবাদ জানান। এমনকি হকাররা তৎক্ষণাৎ হুমকি দেওয়া হকারকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন।
উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো বলেন, "রেল প্রশাসনের কাছে তারা দাবি রেখেছেন হকার ভাইদের লাইলেন্স দিয়ে রেল ভাড়া নিয়ে হকার ভাইদের জীবিকা সুনিশ্চিত করা হোক। তবে স্টেশনের বুকিং অফিসারকে হুমকির বিষয়ে তিনি পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিলেন।"


 
						






 
 
 


 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।। 
 

Dec 18 2023, 14:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k