সংসদের নিরাপত্তা নিয়ে সরব মমতা
![]()
একগুচ্ছ কর্মসূচী হাতে নিয়ে দিল্লি যাওয়ার আগে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, 'বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। জিএসটির টাকা এখান থেকে নিয়ে গিয়ে দেয় না। স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলেছে কেন্দ্র। সেটা করিনি বলে স্বাস্থ্য দফতরের টাকাও বন্ধ করে দিয়েছে। কে কী করবে, কী পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে। এই সব নিয়ে আওয়াজ তুলবো বলেই দিল্লি যাচ্ছি।‘
পাশাপাশি সংসদে নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ দিল্লি যাওয়ার আগে বলেন, ‘সংসদে যা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর। তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেরেককে সাসপেন্ড করে দিয়েছে। এই ঘটনার সঙ্গে বাংলার কোনও যোগ নেই। নিরপেক্ষ তদন্ত হোক। সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল। বাংলা অপরাধকে প্রশ্রয় দেয় না। বাংলাকে বদনাম করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।



শুধু সতীশ চন্দ্র সামন্ত নয় এর পাশাপাশি সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায় , প্রায় দু বছর টানা এই সরকার স্থায়িত্ব হয়েছিল।যা এক নজির বিহীন ঘটনা । পরাধীন ভারতে তৎকালীন সময়ে বাঙালির এই প্রথম জাতীয় সরকার তৈরি করার ঘটনা । গান্ধীজীর নির্দেশে ,১৯৪৪ সালে ৩১শে আগস্ট এই তাম্রলিপ্ত সরকারের পতন হয়েছিল। সেই সমস্ত ঘটনা প্রবাহ বর্তম প্রজন্মের কাজ তুলে ধরতে এবং তাঁদের স্মরণ করতে প্রতি বছর দিনটি মর্যাদার সাথে পালিত হয়। সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।

Dec 17 2023, 15:47
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k