সংসদে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার
কলকাতা: সংসদে হামলার পরিপ্রেক্ষিতে লোক সভা এবং রাজ্য সভায় চলছে উত্তেজনা । গতকাল ১৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।যার মধ্যে একজন সাংসদ সদনে ছিলেন না। তাকেও সাসপেন্ড করা হয়েছে। দেশে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী নীরব রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুযোগ পেলেই অনেক কথা বলেন। পাস দিলেন কে বিজেপির সাংসদ প্রতাপ সিমহা ।
স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব নেবেন না কেন? প্রধানমন্ত্রী নীরব থাকবেন কেন? আর যারা প্রতিবাদ করছেন তাদের কে সাসপেন্ড করা হচ্ছে। ২০০১ একটা বিশাল ঘটনা ঘটেছিল। একই ভাবে ৩০০ জন নিরাপত্তা রক্ষী থাকার কথা ছিল। সেই জায়গায় ১৭৫ জন মাত্র নিরাপত্তা রক্ষী ছিলেন কেন।তার তদন্ত প্রয়োজন। আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তারা বিষয় টা কে অন্য দিকে ঘুরে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
আমদের দাবি বিজেপি সাংসদ কে পদত্যাগ করতে হবে। আর তার পদ বাতিল করতে হবে বা সংসদ থেকে তাকে বহিষ্কার করতে হবে বলে দাবি শশী পাঁজা। আমরা দাবি করছি প্রতাপ সিমহা কে কেনো বহিষ্কার করা হবে না? শুধু বিরোধী দের দুই কক্ষের অধ্যক্ষ শুধু সান্তনা দিচ্ছেন বিরোধী দের। এত টাকা দিয়ে নতুন নিরাপত্তা ব্যবস্থা । তার মানে কোটি কোটি টাকা খরচ করে নতুন ,সংসদ ভবন করা হয়েছে। তার মানে ডাহা ফেল করেছে বিজেপি সরকার।
আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা দাবি করছি। মহুয়া মৈত্র কে আপনারা জাতীয় নিরাপত্তা নিয়ে আপনারা বহিষ্কার করেছেন । আমরা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রী কে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী কে জবাবদিহি করতে হবে আর অভিযুক্ত বিজেপির সাংসদ প্রতাপ সীমহা কে বহিষ্কৃত করতে হবে বলে অভিযোগ করেন শশী পাঁজা।
পশ্চিমবঙ্গে কোথাও অসহযোগিতা করা হচ্ছে না। আমাদের ও বিএসএফ যে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এই সব বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কেন্দ্র। এটাই তো বড় গাফিলতি তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার কে নিতে হবে। কেনো স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করবেন না। এটা দেশের জাতীয় নিরাপত্তার বিষয়। এটা কি অজুহাত হতে পারে।
অমিত মালব্য কে ট্রোল পার্টি সর্দার বলে কটাক্ষ শশী পাঁজা। বিজেপি দায়িত্ব এড়ানো চেষ্টা করছে। সেখানে কি লজিক আছে? আমরা রাজনীতিক ব্যাক্তিত্ব অনেকের সঙ্গে ছবি তুলে থাকি তার মানে কি তাপস রায়ের সঙ্গে সেই ওঝার সঙ্গে সম্পর্কে আছে? আসলে ট্রল পার্টি মূল বিষয় থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব ট্রল করছে তারা।
Dec 15 2023, 18:28