*পশ্চিমবাংলায় বিজেপি আসলে সমস্যা দূর হবে- শুভেন্দু*
ভগবানপুর: চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক অশ্ব ডিম্ব ছাড়া কিছুই নয় বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যা তৈরি করেছে চোর মমতার সরকারের মন্ত্রী চোর পার্থ। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা করছেন তা লোক দেখানো। সমস্যার সমাধান তখনি হবে যখন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে।
সোমবার সন্ধ্যায় ভগবানপুরে মেলার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
মুর্শিদাবাদে শিশুর মৃত্যু, কৃষকদের আত্মহত্যা, চাকরি প্রার্থীদের সাথে শিক্ষা মন্ত্রীর বৈঠক নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি এই মেলা নিয়ে হাইকোর্ট এ জয় পেল মেলা কমিটি। রাজ্যের পুলিশ পারমিশন না দেওয়ার ফলে হাইকোর্ট গিয়ে পারমিশন করতে হয় মেলা কমিটিকে, তাতে জয়ী হয় মেলা কমিটির। তাঁর পরেই এই মেলার উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বছর শেষে ভগবানপুরবাসী পেল নতুন মেলা।
২০২৩ থেকেই নতুনভাবে শুভারম্ভ হল ভগবানপুর উৎসব। বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প কৃষিমেলা সহ নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন নিত্যদিন নানান অনুষ্ঠান থাকছে এই মেলার মূল মঞ্চে।
পাশাপাশি এই মেলায় বিভিন্ন শীতবস্ত্র থেকে শুরু করে কৃষিভিত্তিক জিনিস হস্তশিল্পের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হবে এই মেলায়। পাশাপাশি কৃষির উপর থাকবে বিভিন্ন প্রদর্শনী। ১১ দিন ধরে চলবে এই মেলা ও উৎসব । মেলার মূল মঞ্চে নিত্যদিন থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। লোক শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত ছৌ নাচ,ও আদিবাসী নৃত্য থাকছে এই মেলায়। উদ্বোধনের প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিলো দেখার মতো।।
Dec 11 2023, 22:25