*সাংসদ পদ খারিজ নিয়ে বিস্ফোরক মহুয়া*
![]()
সকলের আশঙ্কাই সত্যি হল, লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই সাংস পদ খোয়ালেন মহুয়া মৈত্র। এদিকে এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই বহিষ্কৃত সাংসদ। আজ মহুয়া সাংসদের বাইরে বলেন, 'কালই হয়তো বাড়িতে সিবিআই যাবে। আগামী ৬ মাস হেনস্থা করা হবে। নারী বিদ্বেষী মনোভাব মোদী সরকারের। কথা বলার অনুমতি না দিয়েই এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আদানিকে বাঁচাতে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে উপহার বা টাকা নেওয়ার কোনও প্রমাণ পায়নি সরকার।'
মহুয়া মৈত্র আরও বলেন, 'আজ আমার সাংসদ পদ খারিজ হয়েছে।আগামী ছয় মাস আমাকে হেনস্তা করা হবে। বিজেপি সাংসদ বলে রমেশ বিধুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বিরোধী সাংসদ বলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'



Dec 08 2023, 17:07
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k