/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *সাংসদ পদ খারিজ নিয়ে বিস্ফোরক মহুয়া* West Bengal Bangla
*সাংসদ পদ খারিজ নিয়ে বিস্ফোরক মহুয়া*

সকলের আশঙ্কাই সত্যি হল, লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই সাংস পদ খোয়ালেন মহুয়া মৈত্র। এদিকে এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই বহিষ্কৃত সাংসদ। আজ মহুয়া সাংসদের বাইরে বলেন, 'কালই হয়তো বাড়িতে সিবিআই যাবে। আগামী ৬ মাস হেনস্থা করা হবে। নারী বিদ্বেষী মনোভাব মোদী সরকারের। কথা বলার অনুমতি না দিয়েই এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আদানিকে বাঁচাতে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে উপহার বা টাকা নেওয়ার কোনও প্রমাণ পায়নি সরকার।'

মহুয়া মৈত্র আরও বলেন, 'আজ আমার সাংসদ পদ খারিজ হয়েছে।আগামী ছয় মাস আমাকে হেনস্তা করা হবে। বিজেপি সাংসদ বলে রমেশ বিধুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বিরোধী সাংসদ বলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

WestBengalBangla

সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান

সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান
সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান
৩৩ হাজার মানুষের পাশে থাকার বার্তা মমতার

উত্তরবঙ্গ সফরে গিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ বলেন, ‘৩৩ হাজার মানুষ যাতে উপকৃত হন তার ব্যবস্থা করা হচ্ছে। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে। বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে। কৃষকদেরও আর্থিক সাহায্য করা হবে। কার্শিয়াং-এ ১২০০ জনকে পাট্টা দেওয়া হল। আরও নামের তালিকা করা হচ্ছে। ২৪ হাজার কোটির লগ্নি করা হবে উত্তরবঙ্গে। জিটিএকে আরও ৭৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের জন্য।‘

মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে পাহাড়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, 'কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার।' শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে ভোট প্রলোভনার কথা অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।

মহুয়া মৈত্র নিয়ে মুখ খুললেন মমতা

উপহারের বিনিময়ে প্রশ্ন মামলায় সাংসদ পদ খুইয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, ‘গণতন্ত্রের সাথে লড়তে পারে না বিজেপি। মহুয়া মৈত্রকে যেভাবে হেনস্থা করা হল তাতে এটাই প্রমাণিত, কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মহুয়ার পাশে দল ছিল, আছে, থাকবে। বিজেপি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে। ভোটে হারাতে না পেরে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হল। ইন্ডিয়া জোটকে অনেক ধন্যবাদ মহুয়ার পাশে এভাবে দাঁড়ানোর জন্য। এই ঘটনা দেখে আমি মর্মাহত।'

*সাংসদ পদ খারিজ মহুয়া মৈত্রের*

হল না শেষ রক্ষা, সংসদ থেকে বহিষ্কৃত করা হল মহুয়া মৈত্রকে । এথিক্স কমিটির রিপোর্ট পড়ার পর মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন স্পিকার ওম বিড়লা।

উত্তরবঙ্গ সফরে সেরে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: উত্তরবঙ্গ সফরে সেরে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ সফরে সেরে শহরে ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

*Chile, Brazil,Colombia-Paraguay in Messi's group in Copa America Cup*

Sports News

USA : 2024 is a double bang for football fans. Two of the best competitions in international football will take place in 2024. A few days ago, UEFA announced the group format of Euro-2024. This time CONMEBOL has announced the group format of Copa America-2024. Copa America will be held in the United States next year. A total of 16 teams will participate in this mega event. Each team is divided into 4 groups.The 2016 Copa America was held in the United States. There, Argentina's dream of winning the Copa America was shattered by losing to Chile. Argentina is in the same group with Chile this time. And this time the Copa America will be in the United States again.

Pic Courtesy by: Copa America website

খুনের ঘটনায় এখনো এফআইআর দায়ের না হাওয়া বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: পশ্চিম মেদিনীপুরে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনো এফআইআর দায়ের না হাওয়া বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, পুলিশ এই খুনের অভিযোগে ধর্তব্য যোগ্য কোনো অপরাধ খুঁজে পেলেন না।বিরক্ত বিচারপতি রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিচারপতি।

অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রকে খুন করা হয়েছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয়। এরপরেই দুবার পুলিশ কর্মীরা বাড়িতে এসে তৃণমূলে যোগদানের জন্য শাসিয়ে যায় বলে অভিযোগ।

পরিবারের দাবি, খুনের পরের দিন পুলিশকর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় এবং শ্রীকান্ত পাত্রের মৃত্যু দুর্ঘটনার কারণে হয়েছে বলে জানায়। এখনো পর্যন্ত কোন এফআইআর দায়ের হয়নি বলে দাবি করা হয়েছে। রাজ্যের দাবি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন এসডিপিও।

মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কন্দল

সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। চলল বেপরোয়া বোমাবাজি-ইটবৃষ্টি। গুলি চালানোরও অভিযোগ ওঠে। শুক্রবার সকাল থেকে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুতি থানার বিশাল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। 

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম ও তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে এলাকায় ক্ষমতা দখলের লড়াই রয়েছে। এর আগেও নানান কারণে দু’পক্ষের মধ্যে অশান্তি হয়।

 বৃহস্পতিবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকেই বোমাবাজি শুরু হয়। এলাকায় গুলিও চলে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে এলাকার পরিস্থিতি।

বুকে ব্যাথার জেরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হল "কালীঘাটের কাকু" কে

সাতসকালে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি এসএসকেএম হাসপাতালে। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে শুক্রবার সকালে হাজির হয় ইডি আধিকারিকরা।

ওয়ার্ডের বাইরে অপেক্ষায় কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ইএসআই হাসপাতালের মেডিকেল অফিসার। ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তাঁকে নিয়ে যাওয়া হবে ইএসআই হাসপাতালে।

সব প্রস্তুতি সারা। কিন্তু দেখা নেই ‘কাকু’র। হাসপাতাল সূত্রে খবর, রাত থেকে আবার বুকে ব্যাথা শুরু হয়েছে সুজয়কৃষ্ণের। রাতেই কেবিন থেকে তাঁকে স্থানান্তর করা হয়েছে কার্ডিওলজির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।