*Congress - BJP নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবাংশুর*
![]()
একাধিক রাজ্যে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। আর এই নিয়েই এবার আসরে নামল তৃণমূল। কংগ্রেস ও বিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য।
তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘দুঃখের বিষয়, উত্তর ভারতে কংগ্রেসের একটাও ডিকে শিবকুমার নেই। কংগ্রেস তৈরি করতে পারেনি। পারলেও ধরে রাখতে পারেনি। বহুক্ষেত্রে ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হব। শুধু ভোটের সময় জেগে উঠলে হবে না; সারা বছর মানুষের পাশে থাকতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপিকে বিজেপির ভাষায় লড়াই ফিরিয়ে দেওয়ার শক্তি আর কজনের আছে?’






Dec 03 2023, 17:21
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k