/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz চাকরি দেওয়ার নামে নগরোন্নয়ন দপ্তরে জালিয়াতি, গ্রেফতার ২ West Bengal Bangla
WestBengalBangla

Nov 23 2023, 13:44

চাকরি দেওয়ার নামে নগরোন্নয়ন দপ্তরে জালিয়াতি, গ্রেফতার ২

এবার জালিয়াতির অভিযোগ উঠলো নগরোন্নয়ন দপ্তরে । অভিযোগ উঠে এল চাকরি দেওয়ার নাম করে ৩৭ লক্ষ টাকা জালিয়াতির । এই ঘটনা প্রকাশ্যে আসতেই ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের পুলিশ। অভিযুক্তরা হলেন- সায়ন্তন দাস ও প্রকাশ বসু। জানা গিয়েছে, উত্তর কলকাতার দুই বোন সরকারি চাকরির জন্য পড়াশুনা করছিলেন। সেইসময় একটি নেমন্তন্ন বাড়িতে তাদের সঙ্গে আলাপ হয় প্রকাশ বসুর। সেই সময় প্রকাশ জানান তাদের দুই বোনকেই চাকরি করে দেবেন নগরোন্নয়ন দপ্তরে। তাঁর সঙ্গে নবান্নের খুব ভাল সম্পর্ক রয়েছে। তাই তাদের দুই বোনকে দিতে হবে না পরীক্ষা। তবে তাঁর বিনিময় প্রকাশকে দিতে হবে ৩৭ লক্ষ টাকা ।

তা শুনে দুই বোন কয়েক দফায় টাকা দিয়ে দেয় প্রকাশকে। এরপরেই প্রকাশ দুই তরুণীকে নগরোন্নয়ন দপ্তরের নিয়োগ পত্র দেন। তবে ওই দুই তরুণী ওই নিয়োগ পত্র নিয়ে নবান্নে নথি জমা দিতে গিয়ে জানতে পারে তাদের নিয়োগপত্রটি ভুয়ো। শুনে স্বাভাবিকভাবেই তাঁরা অবাক হন। এর পরই তাঁরা উত্তর কলকাতার জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন। এর তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগে প্রতারণা দমন শাখা। তদন্তের সময় পুলিশ জানতে পারে এই জালিয়াতিতে প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন সায়ন্তন দাস।

তিনিও সেই টাকার অংশীদারি। ইতিমধ্যেই প্রকাশ এবং সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন এই জালিয়াতি কাণ্ডে আরও ১ জন যুক্ত রয়েছেন । সেই পলাতক ব্যক্তিকে খোঁজা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

WestBengalBangla

Nov 23 2023, 10:59

*দলের MP-MLA হবো না,জানালেন কুণাল ঘোষ*

সারদাকাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। এগারো দফা তলব এবং জেরার পর ২০১৩ সালের ২৩ নভেম্বর কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল আইপিএস রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট। প্রায় তিন বছরের বন্দিদশা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখ্যপাত্র কুণাল ঘোষ।

এরপর কুণালের গ্রেফতারি সময়কাল কেটে গেছে ১০ বছর । তাই ২৩ নভেম্বরের পূর্ব ঘটনাকে রোমন্থন করলেন কুণাল ঘোষ। তিনি জানান, ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না।‘

পাশাপাশি কুণাল আরও জানান, ‘ আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব।গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর আগেও ভুলিনি, কোন দিনও ভুলব না।‘

WestBengalBangla

Nov 23 2023, 06:55

*রাজ্যজুড়ে শীতের আমেজ,জেনে নিন আজকের আবহাওয়া*


 ধীরে ধীরে বাড়ছে শীত। চলতি সপ্তাহেই বেশ ঠান্ডা পড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই শীতের আগমনী।কলকাতাতেও কিছুটা তাপমাত্রার পতন হয়েছে। ভোরের দিকে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে তিলোত্তমায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। 

উইকএন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। যা এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে। পূবালী অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এই ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

জোর বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরালায়। অন্ধ্রপ্রদেশ, কেরালের মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। যদিও এ রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা কোনও প্রভাব ফেলবে না। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস । 

WestBengalBangla

Nov 23 2023, 06:54

*আজকের রাশিফল ২ ৩শে অক্টোবর (বৃহস্পতিবার)*


 

মেষ রাশিফল (Thursday, November 23, 2023)

বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। প্রেমের জন্য ভালো দিন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যার্থ করতে পারেন। আপনার অর্ধাঙ্গীনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে। এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্য পাবার জন্য খাটের চার পায়াতে তামার পেরেক লাগান।

বৃষভ রাশিফল (Thursday, November 23, 2023)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। যে কোনও নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- বিছানার চার কোনায় তামার পেরেক লাগানো স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক।

মিথুন রাশিফল (Thursday, November 23, 2023)

যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন-অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে- কোন পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভাল কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম এবং সেবা করুন। পারিবারিক জীবন সুখ-শান্তিময় থাকবে।

কর্কট রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে- কোনো ফয়সালা করার আগে একটি সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখুন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

সিংহ রাশিফল (Thursday, November 23, 2023)

কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন, নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে। আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে- আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন।

প্রতিকার :- বিছানার চার পায়াতে রুপার পেরেক লাগালে ব্যবসা ও কাজের সব বাধা দূর হয়ে যাবে।

কন্যা রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে-কিন্তু যাঁরা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাঁদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।

প্রতিকার :- সফল ব্যবসায়িক এবং কর্ম জীবন পাবার জন্য গলায় রুপার হার পরুন।

তুলা রাশিফল (Thursday, November 23, 2023)

বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু গম, মুসুর ডাল, গুড়, ডালিয়া, লাল বস্ত্র এবং সিঁদুর দান করলে প্রেম জীবন সুন্দর হবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না। এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।

প্রতিকার :- সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

ধনু রাশিফল (Thursday, November 23, 2023)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। কোন বিদেশী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। আপনার সাহসের ফলে ভালবাসায় জয় হবে। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে।

প্রতিকার :- সাপ ও সাঁপুরে দেড় প্রতি দয়াশীল হলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

মকর রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ ক্রাবেন।

প্রতিকার :- নিজের সহোদরের প্রতি সদ্ভাব রাখবেন এবং কটু কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে।

কুম্ভ রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। যে কোন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

প্রতিকার :- সূর্য দেবতাকে সকালে লাল ফুল নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি ঘটবে।

মীন রাশিফল (Thursday, November 23, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। যে কোন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুনে বৃদ্ধি পাবে।

WestBengalBangla

Nov 22 2023, 17:20

*শিল্পপতিদের গলা টিপে ধরা হচ্ছে: মমতা*

বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্রে এক দলের সরকার, রাজ্যে এক দলের সরকার। এজেন্সি দিয়ে গলা টিপে ধরা হচ্ছে। শিল্পপতিদের গলা টিপে ধরা হচ্ছে। করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের উপর'।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে কেন্দ্রকে চরম আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মোদির ডিজিটাল ভারতের মডেলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'ক্যাশলেস ইকোনোমি কর্মসংস্থান তৈরি করতে পারে না'।

WestBengalBangla

Nov 22 2023, 17:19

ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে:মমতা

আজ সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই মোদি সরকারকে আক্রমণ করলেন তিনি। দাবি করলেন যে ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে অথচ বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। শুধু লেদার শিল্পেই ১০ লক্ষ কর্মসংস্থান বাংলায়, দাবি মুখ্যমন্ত্রী।

তিনি বলেন যে রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। সৃজনশীলতা আমাদের ভিশন', বললেন মুখ্যমন্ত্রী।

WestBengalBangla

Nov 22 2023, 11:50

গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে:শুভেন্দু

গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে দুই জন তৃণমূল নেতা খুন হয়েছে। দুই জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতি রাজ্যের নিয়ম-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ সক্ষম হলেও বাকি ঘটনাগুলোতে পুলিশ এখনও কোনও সুরাহা করতে পারেনি। এই পরিস্থিতি বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনায় রাজ্য সরকরকে কাঠগোড়ায় রেখেছে।

বুধবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইটে বলেন, 'নিত্যদিন গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গে এখন অতি সাধারণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি খুন ও শুটআউটের ঘটনা থেকেই এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্বন্ধে ধারণা করা যায়। এ এক বড় উদ্বেগের বিষয়। খুন, ডাকাতি, নারী নির্যাতন, রাজনৈতিক হত্যা, ধর্ষণ করে হত্যা; এমনকি নাবালিকাও ছাড় পায় না, এমন ঘটনা রাজ্যে নিত্য-নৈমিত্তিক ঘটছে। গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তারা যত্রতত্র যথেচ্ছা যেন 'ফাঁকা মাঠে গোল' দিচ্ছে।'

পাশাপাশি তিনি মন্তব্য করেন, 'এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে বড় কারন হল, দুষ্কৃতী দমন যাঁদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁরা এখন উর্দি ছেড়ে পুলিশ মন্ত্রীর বাড়ির ভৃত্যের কাজ করতে ব্যস্ত।

মানসিকতা দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশকর্মীরা পুলিশ মন্ত্রীর বাড়ির কালী পুজোয় খাবারের প্যাকেট তৈরি ও বিতরণ করছে !!!'

জয়নগরের তৃণমূল নেতাকে খুনের ঘটনার কিনারা পুলিশ করতে পারলেও কোলাঘাটে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার রাতে এক স্বর্ণব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের দাবি, পরিচিত কোনও ব্যক্তি এর নেপথ্যে রয়েছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার জগদ্দলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

WestBengalBangla

Nov 22 2023, 11:48

ফের আত্মহত্যা, ব্যাহত মেট্রো চলাচল

সপ্তাহের কর্মব্যস্ত দিনের আজ তৃতীয় দিন। সকাল থেকেই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে মানুষ। কারোর অফিস টাইম তো কারোর স্কুল-কলেজ। আর এই সবের মাঝে ফের একবার সমস্যায় পড়লেন মেট্রো যাত্রীরা। ফের আত্মহত্যার জেরে ব্যাহত মেট্রো চলাচল।

এদিন সকাল ১০.০৪ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে ডাউন লাইনে মেট্রো মহানায়ক উত্তম কুমারের দিকে যাত্রা শুরু করলে, তখনই ঝাঁপ মারেন এক ব্যক্তি। তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় মেট্রো। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।

এই মুহুর্তে জানা যাচ্ছে, ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চলাচল করছে মেট্রো। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, তা বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। ফলে অফিস টাইমে বেশ সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা।

WestBengalBangla

Nov 22 2023, 09:28

*Sports News* *Photo Gallery* *India vs Qatar*, *2023* *Pic: Sanjay Hazra* *(khabar kolkata).*

WestBengalBangla

Nov 22 2023, 09:25

*India lost after 15 matches at home*

Sports News

Khabar kolkata: India's unbeaten run at home stopped. Sunil Chhetri played great football this year. Champion in three international tournaments at home. However, overseas performance was not good. India was unbeaten in 15 matches at home. The undefeated title could not be retained. India beat Kuwait 1-0 in an away match in the World Cup qualifiers. The Blue Tigers were confident after winning the away match against Kuwait. However, India could not win against strong Qatar at home.India lost to Qatar by 0-3.

Pic: Sanjay Hazra (Khabar kolkata).