/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *Historic success, 4 trillion dollars touched India's economy* West Bengal Bangla
WestBengalBangla

Nov 19 2023, 15:56

*Historic success, 4 trillion dollars touched India's economy*

Business 

 SBNB: Historic day. On Sunday (November 19), India crossed the $4 trillion milestone. Based on data provided by the International Monitory Fund, i.e., the IMF, the gross domestic product of different countries is shown online in 'real time'.

It was there that for the first time in history, India's GDP was seen to exceed US$ 4 trillion. As a result, India was only behind America, China and Japan and Germany in terms of GDP.By 2024, the Modi government has set a target of reaching 5 trillion US dollars in India's GDP. Economists believe that today's event is one of the milestones on that path.

WestBengalBangla

Nov 19 2023, 14:33

*রেলের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে: মমতা*


রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তিনি টুইট করে বলেন, রেলের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। রেলের ভাড়া বিমানের ভাড়ার থেকে বেশি বলেও তিনি অভিযোগ করেন। 

রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রেল যাত্রীদের ভাড়া অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে। কখনও কখনও সেই ভাড়া বিমান ভাড়াকে অতিক্রম করে যাচ্ছে। এভাবে ভাড়া বৃদ্ধি পেলে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথায় যাবেন?' পাশাপাশি তিনি ট্যুইটারে লেখেন, 'ভাড়া বৃদ্ধি রোধ ও কমাতে হবে! নিরাপত্তা এবং নিরাপত্তা বিষয়ক দিকে মনোযোগ দিতে হবে রেল মন্ত্রককে।' তিনি জানিয়েছেন, 'রেলমন্ত্রী থাকাকালীন আমি অ্যান্টি-কলিশন ডিভাইস এবং অন্যান্য দুর্ঘটনা বিরোধী ব্যবস্থা চালু করেছিলাম! ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনা এড়াতে কেন এগুলো ব্যবহার করা হচ্ছে না, অথচ জনবিরোধী ভাড়ার শাসন নিয়ন্ত্রণহীন চলছে?'

WestBengalBangla

Nov 19 2023, 13:50

*ODI ICC World Cup,2023*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 Final Match

WestBengalBangla

Nov 19 2023, 07:45

*ঘূর্ণিঝড়ের প্রভাব কমতেই বাংলায় শীতের আমেজ,জেনে নিন আজকের আবহাওয়া*

 ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করার পরেই তার প্রভাব কমতে শুরু করেছে। আর এবার বাংলায় এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানা গিয়েছে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই আবহাওয়া থাকবে শুষ্ক। অর্থাৎ, আগামী কয়েক দিন তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আর সেই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে দুর্যোগ কেটে যাওয়ার ফলে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমবে, আগামী দু’ থেকে তিন দিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমবে।

পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী পাঁচ থেকে ছ’ দিন আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেও আগামী দু থেকে তিন দিন ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

WestBengalBangla

Nov 19 2023, 07:42

*আজকের রাশিফল ১৯ই অক্টোবর (রবিবার)*


মেষ রাশিফল (Sunday, November 19, 2023)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। জীবনের ব্যাস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্ছাদের জন্য সময় বার করবেন।তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্ব তৈরি করে – একটি চিন্তা-চেতনামূলক বই পড়ুন এবং আপনার চিন্তাভাবনার উন্নতি করুন।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

বৃষভ রাশিফল (Sunday, November 19, 2023)

অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনও মন্দির পরিদর্শন করা, অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা।

প্রতিকার :- মাংস, মদ, হিংসা, অন্যকে কষ্ট দেওয়া, নিন্দা এইসব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য শুভ হবে।

মিথুন রাশিফল (Sunday, November 19, 2023)

আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একইসঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার জোর এবং আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে। বাড়ির একজন প্রবীণ সিনিয়র আজ আপনার সাথে কিছু জ্ঞান সরবরাহ করতে পারে। আপনি তাদের প্রচার পছন্দ করবেন এবং তাদের অনুসরণ করার চেষ্টা করবেন।

প্রতিকার :- ত্রিফলা বা তিন টি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

কর্কট রাশিফল (Sunday, November 19, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনও জায়গায় যেতে পারেন। যদিও, আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন, তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন।

প্রতিকার :- কোনো গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেট এ রাখলে আপনার আর্থিক পরিস্থিতির ওপর তার ভালো প্রভাব দেখাবে। এতে আপনার আয়ের বৃদ্ধি হবে।

সিংহ রাশিফল (Sunday, November 19, 2023)

আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। আপনার তারকারা পূর্বাভাস দিয়েছেন যে আপনার সন্ধ্যায় আপনার বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে। তবে মনে রাখবেন, সংযম হল মূল বিষয়।

প্রতিকার :- কন্যা শিশুদের চকোলেট, দুধ, মিষ্টি এবং ট্রফি বিতরণ করুলে সংসারে সুখ বৃদ্ধি পায়।

কন্যা রাশিফল (Sunday, November 19, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত। প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম। আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভি তে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনও আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন।

প্রতিকার :- জীবনে সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন।

তুলা রাশিফল (Sunday, November 19, 2023)

একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টাল এর ছোট পুঁতি উপহার দিলে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে ও নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, November 19, 2023)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না। নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন।

ধনু রাশিফল (Sunday, November 19, 2023)

বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন। আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন; প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন না।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

মকর রাশিফল (Sunday, November 19, 2023)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। সারাটা দিন খুশী এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ, এবং এটি আজ আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে।

প্রতিকার :- নিয়মিত ১০৮দিন ধরে পা ছুঁয়ে শ্রদ্ধার সাথে বয়স্ক মহিলাকে প্রণাম করুন, আপনার পারিবারিক জীবন সুখময় হবে।

কুম্ভ রাশিফল (Sunday, November 19, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভাল ব্যবহার করুন। এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে, যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য। বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে – এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ।

প্রতিকার :- ওম নীলবর্নায়ে বিদ্যাহে সেহিকেয়ায় ধিম্হি তন্ন রাহু প্রচোদয়া – এই মন্ত্রটি রোজ ১১ বার জপ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

মীন রাশিফল (Sunday, November 19, 2023)

সামান্য জিনিসে মন দেবেন না। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার, এবং কিছু পানীয়; দিনটিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান। দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভাল প্রমাণ হতে পারে। এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি – এটি নিখরচায় এবং তবুও সর্বোত্তম অনুশীলন।

প্রতিকার :- ভাল স্বাস্থ্য অর্জন করতে, যেকোন রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।

WestBengalBangla

Nov 18 2023, 19:25

*গেরুয়া শিবিরের ভিত্তিহীন দাবিগুলির পর্দাফাঁস করল তৃণমূল কংগ্রেস: ‘মালদায় বিফল ট্রিপল ইঞ্জিন’, প্রাণ দিয়ে মূল্য চোকালেন এক নিরপরাধ তরুণী*


শনিবার বিজেপি নেতাদের তুলোধনা করল তৃণমূল কংগ্রেস। কারণ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রে উন্নয়নের বেহাল দশা এবং তাতে বিজেপির ভূমিকা আড়াল করতে মালদার দুর্ভাগ্যজনক ঘটনাটির অপব্যাখ্যা ও তাকে বিকৃত করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টভাবে জানান, বামনগোলায় রাস্তা নির্মাণের দায়িত্ব সম্পূর্ণভাবে বিজেপির উপরেই বর্তায়। কারণ, ওই এলাকার বিধায়ক এবং সাংসদরা বিজেপিরই সদস্য। এমনকী, কিছুদিন আগে পর্যন্ত ওই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতও বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হত।

একটি সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, ‘‘যেকোনও মৃত্যুই বেদনাদায়ক। কিন্তু, বেহাল রাস্তার জেরেই এই মৃত্যু ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা বিতর্কের বিষয়। আর যদি রাস্তার কারণেই এই ঘটনা ঘটে থাকে, তাহলেও আমাদের মাথায় রাখতে হবে, সেখানকার সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, এমনকী কিছুদিন আগে পর্যন্ত পঞ্চায়েতও বিজেপিরই ছিল। তাই, রাস্তা সংস্কারেরও দায়িত্ব বিজেপির।’’

কুণাল ঘোষ আরও বলেন, ‘‘সড়ক যোগাযোগব্যবস্থার জন্য রাজ্য সরকার যথাসম্ভব কাজ করেছে। এমনকী, রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্যের তরফে বিশেষ প্রকল্প পথশ্রী শুরু করা হয়েছে।’’ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, কেন স্থানীয় বিধায়ক ও সাংসদ তাঁদের তহবিল থেকে রাস্তার কাজের জন্য টাকা বরাদ্দ করেননি?

কুণাল ঘোষ বলেন, ‘‘ওরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। কিন্তু, এখানে তো ট্রিপল ইঞ্জিন ছিল। কারণ, সাংসদ, বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েত- সবই তাদের। তারা কেন রাস্তা সারাই করেনি? তারা তাদের ন্যূনতম দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আর সেই কারণেই ওই পথে অ্যাম্বুল্যান্স, এমনকী ই-রিকশা পর্যন্ত যাতায়াত করতে পারে না। এখন একজনের মৃত্যু হয়েছে। আর সঙ্গে সঙ্গে ওরা তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে চাইছে। কারণ, ওরা জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট চেয়েছিল।’’

ঘটনায় শোকপ্রকাশ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বিজেপির এই আক্রমণ আদতে তাদের কপটতার প্রতীক। ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি ভোট চেয়েছিল। তার উল্লেখ করে দেবাংশু ভট্টাচার্য বলেন, এই ঘটনা বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকারের নমুনা!

এক্স হ্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য লেখেন, ‘‘মালদার বামনগোলার হৃদয়বিদারক ঘটনাটি দেখে সত্যিই কষ্ট লাগছে! বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, পঞ্চায়েতও ছিল বিজেপির। এক্ষেত্রে কেবল ডবল নয়, ট্রিপল ইঞ্জিন বলা যায়! তিনটে ইঞ্জিন নিয়েই যারা ট্রেন খাদে ঢুকিয়ে দিয়েছে, তারা নাকি আবার রাজ্যে ক্ষমতার ইঞ্জিন চালনোর স্বপ্ন দেখে! রক্ষে করো রঘুবীর!’’

এই ঘটনা নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তার তীব্র সমালোচনা করে মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘‘রাজনৈতিক কারণেই এই ঘটনা নিয়ে ভিত্তিহীন কথা বলা হচ্ছে। বাংলা একমাত্র রাজ্য, যারা কেন্দ্রের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকার নানা খাতে টাকা আটকে রাখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক কাজগুলিকে আরও বেশি করে অগ্রাধিকার দিয়েছেন।’’

হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ায় ২৫ বছরের এক তরুণীর বেদনাদায়ক মৃত্যু হয়েছে। বিজেপির মতো বিরোধীরা এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই দায়ী করছে। তাদের বক্তব্য, রাজ্য সরকার নাকি গ্রামীণ এলাকায় সড়কের ন্যূনতম পরিকাঠামোই গড়ে তুলতে পারেনি!

__

WestBengalBangla

Nov 18 2023, 17:03

*Eoin Morgan: Winning a World Cup ‘an unparalleled feeling that reverberates through time’*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 

 

The pre-final Captains’ image with Rohit Sharma and Pat Cummins alongside the ICC Men’s Cricket World Cup Trophy at the iconic Adalaj Stepwell can be accessed rights-free from the ICC’s Online Media Zone.

Winning a World Cup is more than just lifting a trophy. It's an unparalleled feeling that reverberates through time, inspiring cricketers across borders and generations.

Having experienced this euphoria after the dramatic 2019 World Cup final at Lords, I can attest to the transformative power of such a moment.

Cricketing legends like Clive Lloyd, Kapil Dev, Allan Border, Imran Khan, Arjuna Ranatunga, Steve Waugh, Ricky Ponting, MS Dhoni, Michael Clarke, and their teams have etched their names in history, proudly acknowledging the sacrifices, dedication, and teamwork that define a championship campaign.

The scene is set for a blockbuster event at the Narendra Modi Stadium in Ahmedabad, the 130,000-seater venue which witnessed the tournament opener, and will stage the climactic clash between hosts India and the seasoned Australian side.

Both captains took part in the traditional pre-final photo on Saturday at the historic Adalaj Stepwell in Ahmedabad and will no doubt have a range of emotions swirling as they head into Sunday’s showdown.

While the day itself promises to be an awesome spectacle, the true essence of the event lies in the cricketing prowess that both teams bring to the pitch.

India, unbeaten in all ten matches, has been a revelation in this tournament. With Virat Kohli leading the run charts and Mohammed Shami as the leading wicket-taker, the team's performance has been nothing short of incredible.

However, what sets this Indian side apart is the influence of captain Rohit Sharma. Since the T20 World Cup semi-final defeat in Adelaide against England last year, Rohit has spearheaded a shift in the team's batting approach.

No longer content with merely accumulating runs, India now embrace an intimidating, aggressive style of play under his leadership.

Rohit's personal transformation is evident in his strike rate, soaring from a career average of 102 to an impressive 124 in this World Cup. The question now is whether India can maintain this mindset and apply the same methodology in the final.

Australia, a team with a rich history of five World Cup victories and eight final appearances, entered the tournament with a stumble, facing two early losses.

However, as we have seen time and time again, how you start is not as important as how you finish. Winning eight consecutive matches Pat Cummins and his team have done this and are now on the home straight.

Overcoming challenges like the absence of key players – Glenn Maxwell due to concussion and Mitch Marsh for personal reasons – showcased their resilience.

As the only team capable of halting India's unbeaten streak, Australia's ability to perform under pressure is their hallmark. Their well-drilled team, developed across all three formats, exudes a belief and confidence unique to their cricketing culture.

Emotions will run high on the final day, with Australia embracing the underdog label and India carrying the weight of 1.3 billion fans on their shoulders.

Australia's sense of opportunity, fuelled by their proven ability to perform under pressure, makes them formidable opponents.

India, having harnessed the support of their fans throughout the tournament, face the challenge of converting that energy into performance without succumbing to the pressure.

As the players take the field, the culmination of hard work, dedication and sacrifice will unfold. The final is not just a match, it's an opportunity to create a lasting legacy, a moment that will inspire generations of cricketers and fans worldwide.

May the best team seize this historic opportunity and leave an indelible mark on the rich tapestry of cricketing history.

 Pic Courtesy by: ICC*

WestBengalBangla

Nov 18 2023, 16:13

*প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানের সাংবাদিক সম্মেলন*


 এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির শিল্পসমিতিপাড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন সুদূর রাজস্থান মাউন্ট আবু থেকে আগত প্রফেসার ড: ই ভি স্বামীনাথন ভাইজি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "বর্তমানে যে ডিজিটাল দুনিয়া মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার তৈরি হয়েছে সেগুলো মানুষের সুখ এবং শান্তির জন্য তৈরি করা হয়েছে। এটা বিজ্ঞানের খুব সুন্দর এই টেকনোলজি আমাদের ভালোবেসে গ্রহণ করার পাশাপাশি সঠিক কাজে ব্যবহার করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে এগুলো যেন আমাদের নেশায় পরিণত না হয়। আমাদের মানসিক এবং শারীরিক অসুবিধা সম্মুখীন না হয় সেদিকটাও আমাদের মনে রাখতে হবে। এর জন্য রাজযোগের মাধ্যমে আমাদের মনের শক্তি বৃদ্ধি পায়। সেই কারণেই রাত যোগের অভ্যাস করতে হবে আমাদের। রাজয়োগের অভ্যাস করতে হবে সকলকে।"

জলপাইগুড়িবাসীর জন্য 

প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখা দ্বারা আয়োজিত রবিবার ও সোমবার দুদিন ব্যাপী রাজযোগ শিক্ষা শিবিরে Sony TV, Aastha channel, এবং zee Jagran টিভি চ্যানেলের নিয়মিত বিশেষ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বহুল পুরস্কারে সম্মানিত ব্রহ্মাকুমার ড: ই ভি স্বামীনাথন রাজযোগ শিক্ষার মধ্যে দিয়ে উচ্চতর এবং সুখী আনন্দময় জীবন যাপনের কলা বিষয়ের উপরে তার বহুমূল্যবান বক্তব্য পরিবেশন করবেন জলপাইগুড়ির রবীন্দ্রভবনে।

WestBengalBangla

Nov 18 2023, 15:53

*মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো তৃনমূল*


 এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিরোধী কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো তৃনমূল কংগ্রেস। শনিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সামশেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা ইয়াসমিন এবং সহিদুল আলম। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিপিআইএম, কংগ্রেস ও নির্দলের প্রতীকের প্রতিদ্বন্দ্বি ১০ জন প্রার্থী নেতা সহ বেশ কিছু কর্মী সমর্থক।

নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ব্লক সভাপতি শহিদুল ইসলাম, কাঞ্চনতলা অঞ্চল সভাপতি দেলোয়ার হোসেন, কাঞ্চনতলা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ইসমাইল, ডাক্তার বারিক সহ ব্লক ও অঞ্চলের একাধিক নেতা নেতৃত্ব। এদিকে ফের একবার বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকায়।

WestBengalBangla

Nov 18 2023, 15:50

*যাত্রীবাহী স্পেশাল ট্রেনে করে পাচার হচ্ছে গরু-মোষ*


 এসবি নিউজ ব্যুরো: যাত্রীবাহী স্পেশাল ট্রেনেও পাচার হচ্ছে গরু-মোষ। হাতেনাতে ধরা পড়ল রেল পুলিশের হাতে।বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল সড়ক পথের পরিবর্তে এখন রেল পথেই পাচার হচ্ছে গরু ও মোষ। কারণ সড়ক পথে বেড়েছে রাজ্য প্রশাসনের নজরদারি। তেমনি পুজোর মুখে চাঁদার জুলুম রয়েছে। এবারে ট্রেনে করেই পাচার হচ্ছিলো গরু ও মহিষ। 

শুক্রবার রাতে বানারহাট রেল স্টেশনে আচমকাই একটি দূরপাল্লার 05615 উদয়পুর গৌহাটি সদর স্পেশাল ট্রেনকে দাড় করায় শ্রীরাম সেনার দল। যেমনটা তাদের কাছে খবর ছিল ট্রেনে করে গরু ও মহিষ যাচ্ছে।যাত্রীবাহী ট্রেনে যাচ্ছে গরু আর মহিষ। তাও যাচ্ছে আসামের পথে। ট্রেন দার করাতেই উঠে আসে আসল ছবি। দরজা খুলতেই দেখা মেলে ভেতরে রয়েছে ১৯ টি গরু ও মোষ। যাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে যাত্রীবাহী ট্রেনে কি করে যাচ্ছে গরু ও মহিষ। একটি বগিতে ১০ টি মহিষ অথবা গরু যদি নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে ১৯ টি কেনো? তেমনি প্রশ্ন উঠছে গার্ডম্যান পর্যন্ত জানেন না কতগুলো গুরু মহিষ যাচ্ছে। তাহলে এগুলো কি পাচার করা হচ্ছিলো? পাচারের উদ্দেশেই কি সড়ক পথের বদলে গরু ও মহিষ পাচারকারিরা রেল পথকে বেছে নিচ্ছে? একই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল এবং শ্রীরাম সেনার সদস্যরা। 

যদিও স্টেশনে কর্তব্যরত রেল কর্মী আধিকারিকদের সাফাই বুকিং করেই সেগুলো পাঠানো হচ্ছিলো। যদি বুকিং করে আগ্নেয়াস্ত্র বা নেশা যত দ্রব্য পাঠানো হয় সেক্ষেত্রেও নজরদারি থাকবে না? এগুলো দেখার দায়িত্ব কার? বেশ কিছু প্রশ্ন উঠছে যার উত্তর অধরা। তবে রেলে করে এভাবে গবাদি পশু নিয়ে যাওয়া প্রকাশ্যে আশায় রিতিমত পাচারের কেন্দ্রের মদতেরও অভিযোগ উঠছে তৃণমূলের তরফ থেকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাটে।