/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *যাত্রীবাহী স্পেশাল ট্রেনে করে পাচার হচ্ছে গরু-মোষ* West Bengal Bangla
WestBengalBangla

Nov 18 2023, 15:50

*যাত্রীবাহী স্পেশাল ট্রেনে করে পাচার হচ্ছে গরু-মোষ*


 এসবি নিউজ ব্যুরো: যাত্রীবাহী স্পেশাল ট্রেনেও পাচার হচ্ছে গরু-মোষ। হাতেনাতে ধরা পড়ল রেল পুলিশের হাতে।বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল সড়ক পথের পরিবর্তে এখন রেল পথেই পাচার হচ্ছে গরু ও মোষ। কারণ সড়ক পথে বেড়েছে রাজ্য প্রশাসনের নজরদারি। তেমনি পুজোর মুখে চাঁদার জুলুম রয়েছে। এবারে ট্রেনে করেই পাচার হচ্ছিলো গরু ও মহিষ। 

শুক্রবার রাতে বানারহাট রেল স্টেশনে আচমকাই একটি দূরপাল্লার 05615 উদয়পুর গৌহাটি সদর স্পেশাল ট্রেনকে দাড় করায় শ্রীরাম সেনার দল। যেমনটা তাদের কাছে খবর ছিল ট্রেনে করে গরু ও মহিষ যাচ্ছে।যাত্রীবাহী ট্রেনে যাচ্ছে গরু আর মহিষ। তাও যাচ্ছে আসামের পথে। ট্রেন দার করাতেই উঠে আসে আসল ছবি। দরজা খুলতেই দেখা মেলে ভেতরে রয়েছে ১৯ টি গরু ও মোষ। যাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে যাত্রীবাহী ট্রেনে কি করে যাচ্ছে গরু ও মহিষ। একটি বগিতে ১০ টি মহিষ অথবা গরু যদি নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে ১৯ টি কেনো? তেমনি প্রশ্ন উঠছে গার্ডম্যান পর্যন্ত জানেন না কতগুলো গুরু মহিষ যাচ্ছে। তাহলে এগুলো কি পাচার করা হচ্ছিলো? পাচারের উদ্দেশেই কি সড়ক পথের বদলে গরু ও মহিষ পাচারকারিরা রেল পথকে বেছে নিচ্ছে? একই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল এবং শ্রীরাম সেনার সদস্যরা। 

যদিও স্টেশনে কর্তব্যরত রেল কর্মী আধিকারিকদের সাফাই বুকিং করেই সেগুলো পাঠানো হচ্ছিলো। যদি বুকিং করে আগ্নেয়াস্ত্র বা নেশা যত দ্রব্য পাঠানো হয় সেক্ষেত্রেও নজরদারি থাকবে না? এগুলো দেখার দায়িত্ব কার? বেশ কিছু প্রশ্ন উঠছে যার উত্তর অধরা। তবে রেলে করে এভাবে গবাদি পশু নিয়ে যাওয়া প্রকাশ্যে আশায় রিতিমত পাচারের কেন্দ্রের মদতেরও অভিযোগ উঠছে তৃণমূলের তরফ থেকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাটে।

WestBengalBangla

Nov 18 2023, 13:51

*দিল্লি থেকে কলকাতা ফিরলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার*


কলকাতা: একদিনের সফরে সেরে কলকাতা ফিরলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, গীতা জয়ন্তীর দিন শহরে আসারপ্রধানমন্ত্রী রাজি হয়েছেন।

ব্রিগেডে গীতা জয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গে বলেন, উনারা সমস্ত বিধায়কদের আমন্ত্রণ জানাবেন, মুখ্যমন্ত্রীও একজন বিধায়ক তাকেও আমন্ত্রণ জানানো হবে।আমডাঙার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে আগুন জ্বালানো প্রসঙ্গে বলেন, তৃণমূলের নেতারাই তৃণমূলের দ্বারা পরিচালিত প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছে না। এক কথায় মুখ্যমন্ত্রী ব্যর্থ তার দলের লোকেদেরই তার প্রশাসনের ওপর ভরসা নেই। এটা লজ্জার বিষয়।জয়নগরের আই সি বদল প্রসঙ্গে বলেন, আধিকারিকদের বদল করে কিছু হবে না সিস্টেম বদল করতে হবে।

মালদার বামনগোলার ঘটনা প্রসঙ্গে বলেন, এটা শুধুমাত্র মালদায় হয়েছে তা না, পশ্চিমবঙ্গের বহু জায়গায় এরকম আছে মানুষ বিচ্ছিন্ন হয়ে আছে। এমন অবস্থা যে রোগী নিয়ে যেতে গেলে মৃত্যু হবে এটা অস্বাভাবিক কোন ঘটনা নয়।

আমার সিটের ঘটনায় লালবাজার অভিযানের কর্মসূচি প্রসঙ্গে বলেন, এটা জেলার কর্মসূচি জেলা যদি জানায় তাহলে হবে।

মলয় ঘটককে দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ না দেওয়া প্রসঙ্গে বলেন, আইনমন্ত্রী যদি আইন না মানেন তাহলে তো মুশকিল। ইডির সামনে যাওয়া উচিত। 

জয়নগরে পিটিয়ে খুনের ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা এ প্রসঙ্গে বলেন, পরিবার সিবিআই চাইছে, আমরা পরিবারের পাশে রয়েছি। পরিবার যদি আইনি সহায়তা চায় আমরা আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি, আদালতে আসুক। ভোট হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়া প্রসঙ্গে বলেন, এগিয়ে বাংলা সরকার তাই চার মাস সময় লাগলো। বিশ্বভারতীর ফলক বিতর্কের মাঝেই রাজভবনের উত্তর গেট রবীন্দ্রনাথের নামে করা হবে এই প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথের নামে হলে কারো কোন ক্ষতি হবে না আশা করি।

ভারতীয় দলের অনুশীলনের পোশাক নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রেক্ষিতে বলেন, মুখ্যমন্ত্রী কি সবুজ করে দেবে না নীল সাদা করবেন। এতে মুখ্যমন্ত্রী বলার কি আছে উনি ওনার ভোটব্যাঙ্ক রোহিঙ্গা ভোট ব্যাঙ্কে সুড়সুড়ি দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন। 

২৪ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শহরে আসা প্রসঙ্গে বলেন, ওনার আসার সম্ভাবনা প্রবল। চলতি বছরে আর কোন কেন্দ্রীয় নেতৃত্ব আসবে কিনা সেই প্রসঙ্গে বলেন, নির্বাচন আসছে সবাই আসবে।

WestBengalBangla

Nov 18 2023, 12:52

*ছট পুজোয় কলকাতা কর্পোরেশন এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করল*


কলকাতা: আজ থেকে শুরু হল ঘাটে-ঘাটে ছট পুজো করা। হাইকোর্টের নির্দেশের পর বিগত ৩ বছর থেকে রবীন্দ্র সরোবর লেকে ছট পুজোর জন্য বন্ধ । এবার কলকাতা কর্পোরেশন এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা নির্দেশ দিয়েছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম।

তিনি জানিয়েছিলেন আর ঘাটে ঘাটে যেতে হবে না এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করলে তারা নিজেরই এলাকায় ছট পুজো করতে পারবে।মেয়র পরিষদ দেবাশিষ কুমার জানিয়েছেন , এবার বিভিন্ন এলাকায় ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে ১৫০ টি।

কলকাতা কর্পোরেশন কৃত্রিম জলাশয় ঘাট তৈরি করা আছে ১৫ টি। এই ১৫ টি জলাশয় কৃত্রিম ঘাট গুলোকে পুজো হয়ে যাওয়ার পর ভেঙে ফেলা হবে।

WestBengalBangla

Nov 18 2023, 12:15

*রাজভবনের নর্থ গেটে জুড়ছে কবিগুরুর নাম*


রাজভবনের নর্থ গেটের নামে এবার জুড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কবিগুরুকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে শুক্রবার রাজভবনের তরফে জানানো হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

 প্রসঙ্গত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক নিয়ে রিপোর্ট তলব করেছিল রাজভবন। শুক্রবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্বভারতীতে নতুন ফলক বসানো নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।ইউনেস্কোর তরফে সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে শান্তিনিকেতনকে। এই স্বীকৃতি প্রদানের খবর আসার পরেই একটি ফলক নিয়ে জোর বিতর্ক শুরু হয়। এবার সেই বির্তকের মাঝেই বদলে যাচ্ছে রাজভবনের গেটের নাম।

WestBengalBangla

Nov 18 2023, 11:56

*বিশেষ প্রতিবেদন*

 

 অজানা পল অ্যালুয়ার 

 অসীম পাল 

গত শতাব্দীর প্রথম দিকে পশ্চিমা সাহিত্যে নারীকে নির্বাসন দিয়ে যখন কাব্য চর্চা হচ্ছিল তখন কয়েকজন ফরাসি তরুণ কবি তীব্র প্রতিবাদ করে উঠলো। একদল মনে করতো নারীদের ভালোবাসা নিয়ে প্রেমের কবিতা লেখা হাস্যকর এবং যেহেতু এদের সংখ্যাগরিষ্ঠ ছিল প্রবল তাই সংখ্যালঘুদের প্রতিবাদ ধোপে টিকত না। তবু প্রতিবাদী দলটি হাল ছাড়ার পাত্র ছিল না। তারা নারীর রূপ-সৌন্দর্য আর রহস্য সিন্ধুর সন্ধানে ব্রতী ছিল।

সেই দলে ছিল পল এলুয়ার।

কৈশোরে ফুসফুসের অসুখে আক্রান্ত হন। তাই নিয়েই প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে যোগ দেন এবং বিষাক্ত গ্যাসে আরো অসুস্থ হয়ে পড়েন। 

তাঁর কাজ ছিল প্রতিদিন যুদ্ধক্ষেত্রে নিহত সৈনিকদের আত্মীয়দের চিঠি লিখে জানানো। দিনের বেলায় শয়ে শয়ে চিঠি লিখে সন্ধ্যায় নিহত সৈনিকদের লাশ কবরে দাফন করতে করতে একদিন পাগল হয়ে গেলেন। 

যুদ্ধ থেকে ফিরে এসে এক রাশিয়ান কন্যা হেলেনার কোমল হৃদয়ের সংস্পর্শে এসে সুস্থ হয়ে আবার কলম ধরেন এবং একদিন বিকেলবেলায় বন্ধু পিকাসোর সঙ্গে গিয়ে কম্যুনিস্ট পার্টিতে নাম লিখিয়ে এলেন।আজ তাঁর ৭২তম মৃত্যু দিবস। 

 ছবি: সৌজন্যে লেখক

WestBengalBangla

Nov 18 2023, 08:09

*দুপুর ৩ টি বাজলেই যানজটের আশঙ্কা? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৮ ই  নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে এদিন বেলা ৩টে ৩০ নাগাদ গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল আছে।যেখান ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিকেল ৪টে নাগাদ মণিন্দ্রচন্দ্র কলেজ থেকে খান্না ক্রসিং পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আজ আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Nov 18 2023, 08:08

*রাজ্যের ৩ জেলায় জারি কমলা সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*


 গতকালই সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতীয় মৌসম ভবন তরফে দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, বর্তমানে অতি গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার ভোররাতে মোংলা এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে সেই ঘূর্ণিঝড়। এরপর বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। সেইসময় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলাকে সতর্ক করেছে নবান্ন। নবান্নের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) কমলা অ্যালার্ট জারি করা হয়েছে।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু জায়গায়। শনিবার পর্যন্ত সাগরে মত্‍স্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে নবান্ন। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Nov 18 2023, 08:07

*আজকের রাশিফল ১৮ই অক্টোবর (শনিবার)*


মেষ রাশিফল (Saturday, November 18, 2023)

যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন–তাহলে আরো বেশি সময় বাচ্চাদের সাথে কাটান। তাদের উষ্ণ আলিঙ্গন/আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন। এটা আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে। এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে। আজ, আপনার বাবা বা বড় ভাই যে কোনও ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে। তাঁর কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন।

প্রতিকার :- সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে।

বৃষভ রাশিফল (Saturday, November 18, 2023)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। এটি ভালভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে, আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। অতএব, আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। বাচ্চারা আপনার মনোযোগ বেশী করে চাইবে- আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আরও নিখরচায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আজ আরও বেশি ঝামেলা করতে পারে। ইতিবাচক বই পড়ুন, কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন।

প্রতিকার :- বাড়িতে গোলাপ গাছ লাগান এবং সেটির যত্ন করুন, এতে আপনি নতুন জীবনী শক্তি পাবেন।

মিথুন রাশিফল (Saturday, November 18, 2023)

ব্যস্ত কাজের সূচী আপনাকে খিটখিটে করে তুলতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আজকের সাথে তার সাথে দেখা করার চেয়ে নিজের ভালবাসা মিস করা ভাল, কারণ বৈঠকটি শেষ পর্যায়ে আসতে পারে।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

কর্কট রাশিফল (Saturday, November 18, 2023)

আপনার স্বাস্হ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ।আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না। আজ আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনি আপনার সামাজিক বাধ্যবাধকতাগুলি পূরণ করতে পারেন।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

সিংহ রাশিফল (Saturday, November 18, 2023)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার কাজ হবে আরাম করা- কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ- সাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভাল হবে বলে মনে হচ্ছে। কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন।

কন্যা রাশিফল (Saturday, November 18, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। সামাজিক জীবনেও অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সঙ্কোচও সরে যাবে। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজ, আপনি দু: খিত থাকবেন এবং এই মেজাজের পিছনে কারণটিও জানতে পারবেন না।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রসস্থ করবে।

তুলা রাশিফল (Saturday, November 18, 2023)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন- এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার সময় ব্যয় করবেন না, বরং একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন – এটি আপনাকে আরও ভাল কথোপকথনে পরিণত হতে সহায়তা করবে।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন ও ধার্মিক পথে চলুন এর ফলে জীবনে আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশিফল (Saturday, November 18, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনও সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন।

প্রতিকার :- দই ও মুধু দান করলে এবং সেবন করলে তা আপনার জন্য আর্থিক সঙ্গতির রাস্তা প্রশস্ত করবে।

ধনু রাশিফল (Saturday, November 18, 2023)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। ভালোবাসার জন্য উৎসাহময় দিন- সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন। আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভাল।

প্রতিকার :- কখনো ভ্রুন হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না বা এমন কারো ক্ষতি করবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতি জীবনের প্রতীক, তাই নতুন কোনো জীবন সৃষ্টির সম্ভাবনাকে সন্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে।

মকর রাশিফল (Saturday, November 18, 2023)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আজ আপনার জীবন সঙ্গীনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দারুন কিছু করবেন। নিজের সাথে চিকিত্সা করা একটি ভাল ধারণা এবং আপনি একটি দীর্ঘ সপ্তাহ পরে এটি প্রাপ্য। আপনি যদি আপনার বন্ধুদের বন্ধুদের পদক্ষেপে যেতে দেন তবে আপনি এটি আরও উপভোগ করতে পারেন

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে এদের মধ্যে।

কুম্ভ রাশিফল (Saturday, November 18, 2023)

যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন-অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। যাত্রা পথে কোনো সুন্দর ব্যাক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে।

প্রতিকার :- প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য ঘরে রাখলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

মীন রাশিফল (Saturday, November 18, 2023)

বয়স্করা তাঁদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। আপনি দীর্ঘসময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন অসাধারন করে তুলতে পকেটে একটি সুগন্ধিত রুমাল রাখুন।

WestBengalBangla

Nov 17 2023, 18:33

*জগদ্ধাত্রী পুজো নিয়ে মন্ত্রীদের সর্তক করলেন মুখ্যমন্ত্রী*


ফরাসডাঙা চন্দননগরের বুকে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। রীতিমত উত্‍সবের আমেজ এখন সেখানে। পাড়ায় পাড়ায় আলোর বন্যা। নতুন জামাকাপড় পড়ে অনেকেই সপরিবারে বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন। একের পর এক মন্ডপে শুক্রবার সন্ধ্যা থেকেই জনস্রোত বয়ে চলেছে। এই আবহে এদিন কলকাতা থেকেই চন্দননগরের ৬টি সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়, এদিন তিনি জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চন্দননগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে হুগলি জেলার মন্ত্রীদের এই পুজোর সময়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব হলেও চন্দননগরের বুকে জগদ্ধাত্রী পুজোই মূল আকর্ষণ। দুর্গাপুজোর দশমীর দিনের পরেও তুলনামূলকভাবে সেই অর্থে বিষাদের সুর লক্ষ্য করা যায় না এই শহরের মানুষদের মধ্যে। বরঞ্চ তাঁরা তখন টগবগ করে ফোটেন দুর্গাপুজোর ১ মাস বাদে অনুষ্ঠিত হওয়া জগদ্ধাত্রী পুজোর জন্য, যা চন্দননগরের বুকে ৪ দিন ধরে পালিত হয়। একই সঙ্গে হুগলি জেলারই রিষড়াতেও জগদ্ধাত্রী পুজো হয় ৪ দিন ধরে। তবে তা শুরু হয় নবমীর দিন থেকে ও চলে দ্বাদশী পর্যন্ত। চন্দননগর ও রিষড়া দুই শহরেই চলতি বছর ও বিগত কয়েক বছরে সাম্প্রদায়িক সংঘর্ষের নজির রয়েছে। যদিও তা জগদ্ধাত্রী পুজোর সময় হয়নি। হয়েছে রামনবমীর সময়ে। 

তবুও রাজ্যের গোয়েন্দা বাহিনীর কাছে খবর এসেছে এবারেরে এই পুজোর মধ্যেই এই দুই শহরেই কেউ কেউ অশান্তি বাঁধানোর ছক কষতে পারে। আর তাই এদিন এই দিকে নজর রাখার জন্য হুগলির মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলির মন্ত্রীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেদিকেই নজর রাখতে হবে সকলকে। ছটপুজোয় নির্দিষ্ট অঞ্চলে থাকতে হবে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে হবে। ঘাট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারে ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো রবিবার পড়েছে। তাই রবিবারের বদলে সোমবার অর্থাত্‍ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে।

WestBengalBangla

Nov 17 2023, 10:30

*দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার*

 কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ঘটনা প্রসঙ্গে বলেন, বিগত কয়েকদিন ধরে দেখছি যেভাবে পুলিশ রাজ্য সরকারের আস্কারাতে এ ধরনের কাজ করছে। হিউম্যান রাইটস বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই, যেখানে অ্যাকশন নেওয়ার কথা সেখানে কিছু হচ্ছে না। তৃণমূলের দুপক্ষ মারামারি করছে একপক্ষ আরেক পক্ষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে ।পুলিশ ওখানে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে কারণ যারা করছেন তারা তৃণমূল। 

বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর নামের ফলক বিতর্কে বলেন, প্রধানমন্ত্রী এইভাবে তার নাম কোথায় থাকুক সেটা চান না, উনি এই চিন্তা ভাবনায় বিশ্বাস করেন না, স্বাভাবিকভাবে যে নির্দেশ এসেছে তাতে আমার মনে হয় কিছু লোক যারা অন্ধ বিরোধিতা করে প্রধানমন্ত্রীর,তাদের চোখ খুলে দেবে এই ঘটনা। 

আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা প্রসঙ্গে বলেন, যে ভাবে পয়সা কামিয়েছে বা কামানোর চেষ্টা চলছে স্বাভাবিকভাবে সেখানে ভাগাভাগির সমস্যা হয়ে গিয়েছে, ভাগাভাগি সমস্যা হলেই বোমাবাজি হবে, তৃণমূল মানেই তো বোম, বোম মানেই তৃণমূল।

জয়নগরের ঘটনা গ্রেফতারি প্রসঙ্গে বলেন, জয়নগরে যে ঘটনা ঘটেছে তাতে কে জড়িত এখনো পর্যন্ত পরিষ্কার নয় কারণ একজনকে পিটিয়ে মারা হয়েছে খুন করে পালানোর পথে তার স্ত্রী বলছে স্বামী তৃণমূল করত। স্বাভাবিকভাবে তৃণমূল করেছে এরমধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিপিএম আছে, তা তৃণমূল ও সিপিএমকে ঠিক করতে হবে। আমরা এর মধ্যে নেই, প্রথমদিকে আমাদের নাম জানানোর চেষ্টা করা হয়েছিল সফল হয়নি।

খোদ মেয়রের ওয়ার্ডে রেশন দুর্নীতি প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে এটা একটা বিরাট চক্র। পশ্চিমবঙ্গের সব থেকে বড় চক্র হচ্ছে রেশন ডিলারদের ডিউ-র চক্র। রেশন নিতে গেলে আপনার স্লিপে ডিউ লিখে দেবে মাল আসেনি বলে, এই যে মাল আসেনি গল্প এই মালটা যায় কোথায়? এই যে মালটা ২০ থেকে ৪০ শতাংশ বাকিবুরদের মত লোকেরা পৌঁছে দিত তৃণমূলের কাছে।

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া এখন কিছু নেই। মাল কামাই করে কে কত ঝাড়বে এ নিয়ে চলছে, এমন ভাবে ঝাড়ছে মনে হচ্ছে এবারই শেষ, সেটা বুঝে গেছে তারা।

মহুয়া মৈত্রকে পদ দেওয়া প্রসঙ্গে বলেন, এথিক্স কমিটি যে সুপারিশ করেছে সেটা স্পিকারের কাছে গিয়েছে, তিনি সিদ্ধান্ত নেবেন। স্বাভাবিকভাবে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটুকুই বলতে চাই যে গড়িত অপরাধ একজন সাংসদ বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেটা প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হলে সেই পদ খারিজ হয়ে যাওয়া উচিত। দল এমনিতেই টিকিট দেবে না আমার কাছে যা খবর রয়েছে, মহুয়া মৈত্র চাইছে এই বিতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার, যাতে টিকিট পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ তার সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, ১ লক্ষ গীতা পাঠের যে প্রোগ্রাম, সনাতন ধর্মের মঠ মন্দিরে তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে তাদের প্রতিনিধিদের নিয়ে আমি যাচ্ছি। আগামী ২৪ শে ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন ১ লক্ষ মানুষের মাঝে প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকেন সেই উদ্দেশ্যে আজকে দিল্লি যাত্রা।

ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে আজ ভোট সেই প্রসঙ্গে বলেন, অবশ্যই আমরা পাঁচটা রাজ্যে ভালো ফল করব।

পানিট্যাংকিতে গ্রেফতার হয়েছে পাকিস্তানি নাগরিক আই এস আই বা পাকিস্তানি গুপ্তচর হতে পারে সেই প্রসঙ্গে বলেন, সে তো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সব থেকে বড় কথা যেভাবে এনআইএ বনগাঁ এলাকা থেকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে বলে গ্রেফতার করেছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা চক্রান্ত চলছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার জনবিন্যাস পরিবর্তন করে দেওয়ার জন্য সে ক্ষেত্রে তৃণমূল পরিচালিত প্রশাসন এই সমস্ত উগ্রপন্থী সংগঠনকে সাহায্য করছে কোথাও প্রত্যক্ষ ভাবে আবার কোথাও পরোক্ষ ভাবে।

২০১৯ এর মত সিপিএমের ভোটের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি তৃণমূলের এই মন্তব্য প্রসঙ্গে বলেন, সিপিএমের ভোট তৃণমূলের ভোট বিজেপির ভোট বলে কিছু হয় না, ভোট হয় জনগণের। জনগণের একটা অংশ পার্টির আদর্শ ও কর্মসূচি দেখে ভোট দেয়। এখানে একসময় সিপিএমের কর্মপন্থা দেখে কাজ দেখে ভোট দিয়েছিলেন তারাই আবার তৃণমূলকে ভোট দিয়েছে তবে না তৃণমূল জিতেছে। স্বাভাবিক ভাবেই ভোটাররা প্রধানমন্ত্রীর কাজ দেখে উন্নয়ন দেখে প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের ৬ কোটি ১ লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদি ফ্রিতে রেশন দেবে মানুষ কাকে ভোট দেবে নরেন্দ্র মোদীকে ভোট দেবে।