*প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা বাসুদেব আচারিয়া*
প্রয়াত হলেন সিপিএমের বাঁকুড়ার ৯ বারের জয়ী সাংসদ বাসুদেব আচারিয়া। সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বাসুদেববাবু। এদিন দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাসুদেবের মৃত্যুর খবরের পরই সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান,’বাসুদেববাবুর কন্যা বিদেশে থাকেন । তাঁর সেকেন্দ্রাবাদে পৌঁছতে মঙ্গলবার হয়ে যাবে। তার পর সেখানেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।‘
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। টানা ৯ বার বিরোধীদের কাছ থেকে জয়লাভ করেছিলেন বাসুদেব। সিপিএম-এর সংগঠনে এ রাজ্যে বাসুদেব আচারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকলেও কদিন আগে পর্যন্ত দলের কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন সংহতি মঞ্চে একটি ভারতীয় জীবনবিমা নিগমের এজেন্টদের দ্বিবার্ষিক সম্মেলনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই তিনি রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকতেন। মৃত্যুর খবরে শোকাহত তাঁর পরিবার এবং দলের সহকর্মীরা। বাসুদেবের মৃত্যুতে শোকপ্রকাশ জানান হয়েছে সিপিএমের তরফ থেকে।

প্রয়াত হলেন সিপিএমের বাঁকুড়ার ৯ বারের জয়ী সাংসদ বাসুদেব আচারিয়া। সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বাসুদেববাবু। এদিন দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাসুদেবের মৃত্যুর খবরের পরই সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান,’বাসুদেববাবুর কন্যা বিদেশে থাকেন । তাঁর সেকেন্দ্রাবাদে পৌঁছতে মঙ্গলবার হয়ে যাবে। তার পর সেখানেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।‘

ফের ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আপ শালিমা-পুরী এক্সপ্রেসে। জানা গিয়েছে ,সোমবার সকাল পৌনে দশটা নাগাদ আন্দুল স্টেশন পার হওয়ার সময়ই আচমকাই দেখা যায় আগুনের শিখা। সেই শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে কিছু ক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন।
কালীপুজোর রাতে কলকাতা থেকে দূরবর্তী জেলা--রাজ্যের প্রায় সর্বত্রই দেদার চলল বাজির তাণ্ডব। উত্তর থেকে দক্ষিণ, শহরের কোনও প্রান্তই শব্দবাজির লড়াইয়ে পিছিয়ে পড়েনি। আলোর উৎসবের দিন বাজির তাণ্ডবের জেরে পুলিশের কাছে দায়ের হয়েছে বেশ কয়েকটি অভিযোগ।


আলোর উৎসব। তার মাঝে উঁকি দিচ্ছে বর্ষণের চিন্তা। রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে কিনা? সেই চিন্তায় নাজেহাল সাধারণ মানুষ। কেমন থাকবে আজ থেকে আবহাওয়া? জানুন বিস্তারে।
ইডি হেফাজতে রয়েছেন বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ফের তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বেরনোর পথে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন,’তিনি অত্যন্ত অসুস্থ। শরীর একদম ভালো নেই। আমি মরে যাব। আর বাঁচব না।‘

Nov 13 2023, 16:36
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.5k