/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *সোমবার শুরু রাজ্যের বিধানসভার বাদল অধিবেশন* West Bengal Bangla
*সোমবার শুরু রাজ্যের বিধানসভার বাদল অধিবেশন*

আগামী সোমবারই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার বাদল অধিবেশন।সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন রাজ্যপাল। সূত্রের খবর শুক্রবার রাজ্যপাল পরিষদীয় মন্ত্রীর

সঙ্গে কথা বলার সময় জানতে চান, বিধানসভা অধিবেশন নিয়ে কেন এত তাড়াহুড়ো করছে রাজ্য সরকার।রাজ্যপালের প্রশ্নের উত্তরে পরিষদীয় মন্ত্রী জানান, এই অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে চলেছে। সেইজন্যই রাজ্য সরকার এই অধিবেশন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে।

জানা গেছে, পরিষদীয় মন্ত্রীর কথা শুনে তারপরই বাদল অধিবেশনে অনুমোদন দেন রাজ্যপাল।সিভি আনন্দ বোস এখন কেরলে রয়েছেন। সেখান থেকেই শুক্রবার বিকেলে শোভনদেবের সঙ্গে কথা হয় তাঁর। অধিবেশন শুরু নিয়ে মন্ত্রী শোভনদেব বলেন, " শুক্রবার বাদল অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করেই ২৪ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে।" শনিবার থেকেই সোমবারের বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ওই দিনই রাজ্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে মন্ত্রিসভার বৈঠক নবান্নে হবে।

*মমতা নির্মমতার প্রতীক: অনুরাগ ঠাকুর*

নারী নির্যাতন ইস্যুতে বিরোধী শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । এদিন তাঁর নিশানা ছিল রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনুরাগ ঠাকুর বলেন, 'মমতা নির্মমতার প্রতীক।এখানে মহিলাদের ওপর এত অত্যাচার করা হচ্ছে। কী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় দুজন মহিলাকে পিটিয়ে পিটিয়ে অর্ধ নগ্ন করা হয়েছে। এসবের আবার ভিডিও অবধি বানানো হচ্ছে।

কোথায় গেল মমতাজির ‘মমতা’? কোথায় গেল সরকার? কোথায় তদন্ত হচ্ছে? বাংলা থেকে শুরু করে বিহার, রাজস্থান, আরজেডি, তৃণমূল হোক বা কংগ্রেস, বিরোধী শাসিত রাজ্যগুলিকে মেয়েদের আক্রমণের ঘটনা বাড়ছে।‘যদিও নিশানার থেকে বাদ পড়েননি প্রিয়ঙ্কা গাঁধীও।

*আরও বাড়বে বৃষ্টি, জেলায় জেলায় জারি সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*


বিগত দু-তিন দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। যদিও এতে গরম কমার আশঙ্কা নেই। তবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর জেরে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড়সড় বদল হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ৷

আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস তরফে খবর, আগামী চার- পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। তবে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ২২শে জুলাই ( শনিবার)*


মেষ রাশিফল (Saturday, July 22, 2023)

কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। আজ, আপনার পিতা-মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন, তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন।

প্রতিকার :- ব্রোঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে।

বৃষভ রাশিফল (Saturday, July 22, 2023)

কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। এমনকি আপনার মূল্যবান পুরস্কার/উপহারও হয়তো উচ্ছল মুহুর্ত আনতে পারবে না, কারণ আপনার প্রেমিক/প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে। আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে নাহলে সময় নষ্ট হবে। আজ, আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে।আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিৎ।

প্রতিকার :- ১০ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন, তাদের ভালোবাসা ও আদর দিন, এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন।

মিথুন রাশিফল (Saturday, July 22, 2023)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে। নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন।

প্রতিকার :- তন্দুরি মিষ্টি রুটি গরিবদের বিতরণ করলে আর্থিক স্থিতি মজবুত হবে।

কর্কট রাশিফল (Saturday, July 22, 2023)

আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই- কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। সময়ের থেকে বড়ো কিছু নেই । এইজন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবন কে নমনীয় করার দরকারও পরে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয়। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন। আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই হতাশাবোধ করে যদিও, রাগ করা এড়ানো আপনার স্বার্থে।

প্রতিকার :- কুভাবনা থেকে মুক্ত থাকার জন্য সাধু সন্তদের সন্মান করুন।

সিংহ রাশিফল (Saturday, July 22, 2023)

যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন-অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। যে কোনও নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। অলীক কল্পনার পেছনে না ছুটে আরো বাস্তববাদী হবার চেষ্টা করুন- বন্ধুদের সঙ্গে সময় কাটান– এতে আপনার ভালোই হবে। আজ গভীর ভাবপূর্ণ ভালবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। প্রেম, চুম্বন, আলিঙ্গন, এবং মজা, আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন। সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক; আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ শুরু করতে পারেন।

প্রতিকার :- মাতা বা মাতৃ সম মহিলাদের সাথে বাজার করে তাদের খুশি রাখুন এবং তাদের বিশেষ মানুষ হবার অনুভূতি দিন।

কন্যা রাশিফল (Saturday, July 22, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন। বাচ্ছাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝায় যাই না সেটা আপনি আজকে নিজের বাচ্ছাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

তুলা রাশিফল (Saturday, July 22, 2023)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন। আজ যেকোন বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আলোকিত করতে পারে।

প্রতিকার :- শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, July 22, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সবকিছুতে সম্মত হতে পারবেন না- কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আজ, আপনার অর্ধাঙ্গীনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন। আপনি আজ কোনও বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন, তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে।

প্রতিকার :- কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

ধনু রাশিফল (Saturday, July 22, 2023)

আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। যৌন আবেদন আকাঙ্খিত ফল দেবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভাল।

প্রতিকার :- মানি প্লান্ট গাছে জল দিন।

মকর রাশিফল (Saturday, July 22, 2023)

প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে। আজ যেকোন বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আলোকিত করতে পারে।

প্রতিকার :- সাদা রঙের কাপড় ঘন ঘন পরিধান করলে তা আপনার জন্য আর্থিক উন্নতির পথ সুগম করবে।

কুম্ভ রাশিফল (Saturday, July 22, 2023)

আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিট-চ্যাট – এর চেয়ে ভাল আর কী হতে পারে? আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো।

প্রতিকার :- কোনো পাঁচ বছরের কন্যা কে সবুজ রঙের মিষ্টি প্রদান করলে পরিবারে সুখ ও শান্তি আসবে।

মীন রাশিফল (Saturday, July 22, 2023)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে। মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে। নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন, কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভাল সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ।

প্রতিকার :- ভগবান কৃষ্ণের পুজা করলে গৃহ খুশি, সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে।

*রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আর রাখা সম্ভব কিনা, তা কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট*


কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী আরো ৪ সপ্তাহে রাখা সম্ভব কিনা তা কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিরোধীদের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিভাগ্নানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। বিরোধীদের অভিযোগ, রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে তাই কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সমস্যা হবে।কেন্দ্রের আইনজীবী বলেন, এই ধরনের অনুষ্ঠান ছুটির দিন করা ভাল।তাহলে মানুষের সুবিধা হয়। প্রধান বিচারপতি বলেন, স্কুল সব বন্ধ?

মামলাকারীরা বলেন, না, অনেক স্কুলে পরীক্ষা চলছে। সমস্যায় পড়েছে ছাত্র ছাত্রীরা। এদিকে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হচ্ছে ২২ জুলাই। প্রধান বিচারপতির বক্তব্য, যেহেতু প্রথমে ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাই আর বাড়ানো হবে কিনা কেন্দ্র সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় কি না সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রের আইনজীবী আদালতকে আগামী সোমবার জানাবেন তাদের সিদ্ধান্তের কথা।

*নারী নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন লকেট*


বর্তমানে মণিপুরে নারী নির্যাতন নিয়ে উত্তপ্ত রাজনীতি। এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। এবার বাংলার মুখ্যমন্ত্রীর এই নির্যাতনের ঘটনায় সরব হওয়া নিয়ে মুখ খুললেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন দিল্লিতে বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে লকেট বলেন, "একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলায় । কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এইসব ঘটনা নিয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে আমরা কোথায় যাব, আমরাও তো মহিলা । আমরাও চাই আমাদের কেউ বাঁচাক । আমরাও এই দেশের মেয়ে । মণিপুরের মতো পশ্চিমবঙ্গও ভারতের অংশ ।"

এই কথা বলা সময় এদিন ভেঙে পড়েন লকেট, তাঁকে কার্যত কাঁদতেও দেখা যায় ।সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একের পর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । জেলা পরিষদ প্রার্থীকেও পুলিশের সামনে মারা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী নির্যাতনকে ছোট ঘটনা হিসেবে দেখেন । খুনের ঘটনাকে মুখ্যমন্ত্রী প্রেমের ঘটনা বলেন ।" তিনি জানান, প্রধানমন্ত্রী বুধবার মণিপুরের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। সব রাজ্যের জন্য বলেছেন। সব রাজ্যের আইন শৃঙ্খলা শক্ত হতে হবে।

*মণিপুরের ঘটনার সঙ্গে বাংলার তুলনা করলেন সুকান্ত মজুমদার*


 'মণিপুরের ঘটনা দুঃখজনক, বাংলায় কম যায় না', কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার সরকারকে আক্রমণ করে বললেন, 'ফারাক এটাই বাংলায় নারী নির্যাতনের ভিডিও নেই। মমতার পুলিশ নির্যাতনের ভিডিও করতে দেয় না। বিজেপি প্রার্থীর মাকে অপমান করা হয়েছে। বিজেপির মহিলা প্রার্থীর মাকে অপমানের কলরেকর্ড আছে'। এর পাশাপাশি আবার পাঁচলায় বিজেপির মহিলা কর্মীকে নগ্ন করে হেনস্থা করার অভিযোগ তুললেন সুকান্ত।

এছাড়াও আরও দুটি ঘটনা আলিপুরদুয়ার এবং বীরভূমের দুটি পৃথক ঘটনায় মহিলাদের নগ্ন করে ঘোরানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনাগুলি নিয়ে কোন রাজনৈতিক যোগাযোগ নেই বলেও জানান তিনি। অন্যদিকে ২১শে জুলাই মঞ্চ থেকে মণিপুরের ঘটনা নিয়ে সরব হয়েছে শাসকদল। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে।' তবে, সুকান্ত মজুমদারের এই হেনস্থার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি শাসকদল।

*মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডে CID তদন্ত হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর*

৩৬ বছর আগে পুড়ে খাক হয়ে গিয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। সেই থেকে মুখে মুখে মঙ্গলাহাট হয়ে গিয়েছে পোড়া মঙ্গলাহাট। সেই পোড়া মঙ্গলাহাটে আবারও ভয়াবহ আগুন। পুড়ে ছাই প্রায় আড়াই হাজারের কাছাকাছি দোকান। এই ঘটনার পরই ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানের পরই সোজা সেখান থেকে মঙ্গলাহাটে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তিনি। মঙ্গলাহাট ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সিআইডি ঘটনার তদন্ত করতে দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেট ও সিআইডি মিলে তদন্ত করবে।’মমতা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানান, 'মমতা বলেন, “আমি ২-৩টে প্রস্তাব দিয়ে গিয়েছি। ওরা নিজেদের মধ্যে আলোচনা করবে। সকলে একমত হলে আমাকে জানাবে। আমি তিনটে জিনিস করতে পারি। ১. যদি দেখি জমিটা আমাদের আওতায় ভবন তৈরি করে দিতে পারি। ২. যদি জমিটা দেখি লিজের পর কারও নামে রিনিউ করা হয়নি, তাহলেও আমরা করে দিতে পারি। ৩. যদি দেখি জমিটা নিয়ে ডিসপুট আছে, তাহলে সাঁতরাগাছি বাইপাসের ধারে কিছু করা যেতে পারে।' উল্লেখ্য, ক্ষতিপূরণের পাশাপাশি তাঁদের জন্য যাতে ব্যবসার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়, সেই দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা।

*একুশে জুলাই মঞ্চ থেকে মণিপুরের হিংসায় নীরবতা পালন তৃণমূল সুপ্রিমোর*

পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে একুশের মঞ্চ থেকে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন,‘‘‘পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়। ভাঙড়, ডোমকল, ইসলামপুর। আর কোচবিহারে গন্ডগোল হয়েছে। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?’’ পঞ্চায়েত নির্বাচনে যাঁরা হিংসার বলি হয়েছেন, তাঁদের জন্য চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকা আটকানো নিয়ে বারংবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের টাকা আটকালেও ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ হবে না। ২১শের মঞ্চ থেকে মমতা জানালেন, এবার বাংলার সরকারের টাকাতেই ১০০ দিনের কাজ হবে, সেই পরিকল্পনা পাকা। সেই স্কিমের নাম হবে, ‘খেলা হবে’। অন্যদিকে, মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সুপ্রিম বললেন, 'মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে।'শুধু তাই নয়, মণিপুরে মুখ্যমন্ত্রীদের দল নিয়ে পরিদর্শনে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানান, তাঁর এই প্রসঙ্গে নিয়ে কথা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এদিকে নিজের ভাষণ শেষে মণিপুরের হিংসায় শোক প্রকাশ করে এক মিনিটের নীরবতা পালন করার আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একুশের জুলাই মঞ্চ থেকে "দিল্লি চলো"-র ডাক অভিষেকের

২১শে জুলাই মঞ্চ থেকে "দিল্লি চলো"-র ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে একশো দিনের টাকা আদায় করতে ২ অক্টোবর অর্থাৎ, গান্ধীর জন্মদিনে ‘দিল্লি চলো’র ডাক দিলেন অভিষেক। ২ অক্টোবর দিল্লিতে কৃষিভবন অভিযানে যাবেন বলে জানান তিনি। আগামী ৫ অগস্ট রাজ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথাও ঘোষণা করেন । মঞ্চে বক্তৃতা করার সময় তিনি বলেন, ‘‘যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করেছ। তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে তত শক্তিশালী হবে। ‘ইন্ডিয়া’কেও আটকানো যাবে না।’’এককথায় শহিদের মঞ্চে আগামীর বার্তা অভিষেকের। শুধু তাই নয় একুশের মঞ্চ থেকে মণিপুর ইস্যু নিয়ে সরব হলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশজুড়ে ডবল ইঞ্জিন সরকার মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ছেড়েছে। দু-মাস আগে যখন এটা হচ্ছিল তখন মোদী-অমিত শাহ কর্ণাটকে নির্বাচনী বক্তৃতা দিচ্ছিলেন। এখনও মণিপুরের ঘটনায় কেউ শাস্তি পায়নি।