/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *জোটের বৈঠক ভাল হয়েছে: মমতা* West Bengal Bangla
*জোটের বৈঠক ভাল হয়েছে: মমতা*


মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক থেকে বেরিয়ে অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জোটের বৈঠক ভাল হয়েছে।গঠনমূলক হয়েছে। এই বৈঠকের ফল ভাল হবে। তা আগামী দিনে দেশের জন্যও ভাল হবে।'এরপরই দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সাউন্ড বাইট' কিছুক্ষণের মধ্যেই নিজেদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে কংগ্রেস। উল্লেখ্য, আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব-সহ বিরোধী দলের তাবড়-তাবড় নেতারা। হাজির ছিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা।  অন্যদিকে জোট বৈঠকের পর অরবিন্দ কেজরীওয়াল তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের মোদী সরকারের দিকে।

কটাক্ষের সুরে কেজরীওয়াল বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী ১০ বছরের জন্য দেশ শাসনের ভার পেয়ে প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ করে ছেড়েছেন।’’ তার পরেই কেজরীওয়ালের সংযোজন, ‘‘তিনি (নরেন্দ্র মোদী) দেশের মানুষের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করেছেন। অর্থনীতি গোল্লায় গিয়েছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। এ বার ভারতের জনগণের কাছে সময় এসেছে হেস্তনেস্ত করার। এ জন্যই সমমনস্ক দলগুলি একসঙ্গে এসেছে।’’উল্লেখ্য, সবমিলিয়ে এদিন বিরোধী বৈঠকে প্রায় সবদলই ঐক্যমত পোষণ করেছেন বলে সূত্রের খবর।

আর্থিক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কৌস্তভ রায়


বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক শুরুর আগেই কলকাতায় ঘটে গেল এক বড় ঘটনা। বিজেপি বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে সোমবার মধ্য রাতে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী কৌস্তভ রায়কে গ্রেফতার করলো ইডি।কৌস্তভের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালায় ইডির আধিকারিকরা। 

কৌস্তভের কথা বার্তায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর ইডি সূত্রে। অন্যদিকে ইডি গ্রেফতার করার পাশাপাশি কৌস্তভ রায়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন অফিসাররা। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ তথ্য-নথি তাঁর কাছে ছিল না। এত টাকা কোথা থেকে আসছে?‌ তা জানতে চান তদন্তকারীরা। যার যুত্‍সই জবাব দিতে পারেননি এই ব্যবসায়ী। আগেও আর্থিক অনিয়ম নিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

এবারও একই অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে বলে ইডি সূত্রে খবর। জানা গেছে, কৌস্তভ রায়কে সোমবারই তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু তিনি চিঠি দিয়ে জানান সকালে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে বিকেলে তিনি ইডি দফতরে হাজিরা দেন। জানা গেছে, বিকেল ৪টে থেকে তাঁকে টানা জেরা করেন ইডি-র অফিসার। রাত ২টো নাগাদ গ্রেফতার করা হয়।

*দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন আজকের আবহাওয়া*


আবহাওয়ারে বিরাট পরিবর্তন। বর্ষা শুরুর পর থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছিল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।যার জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৮ ই জুলাই ( মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, July 18, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। এই রাশির ছোটো ব্যাবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে। তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

প্রতিকার :- সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন।

বৃষভ রাশিফল (Tuesday, July 18, 2023)

আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। আপনার পিতামাতার স্বাস্হ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন।

প্রতিকার :- অশ্বথ গাছের কাছে পাঁচটি হলুদ বর্ণের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের মধ্যে আন্তঃসম্পর্ক মজবুত হবে।

মিথুন রাশিফল (Tuesday, July 18, 2023)

অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন। আজ, আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে। এটি সত্যিই ভাল মনে হবে। আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন, আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনও ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট রাশিফল (Tuesday, July 18, 2023)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরো খারাপ করতে পারে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্বিয় আস্তে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।

প্রতিকার :- অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হামসা,জনার্ধন, নারায়ণ – বিষ্ণুর এই ৮ টি নাম জয় করুন, এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

সিংহ রাশিফল (Tuesday, July 18, 2023)

দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

কন্যা রাশিফল (Tuesday, July 18, 2023)

আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছুদূরই ভালো, কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভাল হবে বলে মনে হচ্ছে।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

তুলা রাশিফল (Tuesday, July 18, 2023)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে। আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন।

প্রতিকার :- আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টব এ সবুজ পাথর রাখুন, সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুম সবুজ টালি স্থাপন করুন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, July 18, 2023)

আজ আপনার জন্য খুব একটা উচ্চ-ক্ষমতাসম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- সবুজ পোশাকের উপাদান / ফ্যাব্রিক এবং বলা কিন্নর বা হিজড়েদেড় দান করে একটি সুষম, সুস্থ জীবন বজায় রাখা। কিন্নর রা সমাজের প্রান্তীয় বর্গ বা শ্রেণী, তাই তাদের সেবা করলে বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ধনু রাশিফল (Tuesday, July 18, 2023)

আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আজ বিশ্ব ধবংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না।

প্রতিকার :- তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে, গোলাপি কাপড়ে মুড়ে, পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময় নির্জন স্থানে মাটি চাপা দিলে গার্হস্থ্য জীবন সুখময় হবে।

মকর রাশিফল (Tuesday, July 18, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আপনি যাই করুন না কেন-আপনি আদেশকারী অবস্থানে থাকবেন। আজকে আপনি হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন।

প্রতিকার :- অর্থের আগমন কে অটুট রাখার জন্য বৃহস্পতিবার করে কোলা খাওয়া বন্ধ করুন।

কুম্ভ রাশিফল (Tuesday, July 18, 2023)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আজ আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এইরকম আচরণ আপনাকে তাই মনে ক্রাবে।

প্রতিকার :- নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে।

মীন রাশিফল (Tuesday, July 18, 2023)

সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোন প্রদত্ত সুযোগ আপনার সুবিধামত কাজে লাগাবেন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেন, আপনি আপনার সঙ্গীনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

প্রতিকার :- মদ খাওয়া মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে তাই মদ খাওয়া এড়িয়ে চলুন এবং সংসারে খুশি বাড়ান।

প্রেসিডেন্সি জেলে ফিরতেই গুরুত্বর অসুস্থ 'কালীঘাটের কাকু' , ,ভর্তি এসএসকেএম হাসপাতালে


অসুস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ।তিনি সোমবার সকাল থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন । সেই কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে ।

ইডি সূত্রে খবর, এ দিন সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করে অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র । তিনি তখন প্রেসিডেন্সি সংশোধনাগারে । প্রাথমিক পরীক্ষার পর জানা যায় যে তাঁর ব্লাড সুগার কমে গিয়েছে । সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ।হাসপাতাল সূত্রে খবর, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ইসিজি করার পরামর্শও দেওয়া হয়েছে। সদ্য প্রয়াত হন সুজয়ের স্ত্রী বাণী ভদ্র। স্ত্রীর মৃত্যুর সময় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন সুজয়। সেখানেই স্ত্রীর মৃত্যুর খবর পান। জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেনি কলকাতা হাই কোর্ট। তবে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য পরে প্যারোলের মেয়াদ আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হয়। তবে মুক্তি দিলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল 'কালীঘাটের কাকু'কে। ১৬ জুলাই পর্যন্ত ছিল তাঁর প্যারোলের মেয়াদ। ১৭ জুলাই ছিল প্রেসিডেন্সি জেলে ফেরার কথা। কিন্তু জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু।

*যৌথ বিরোধী বৈঠকের প্রথমদিনেই থাকছেন না শরদ পাওয়ার*


এনসিপি প্রধান শরদ পাওয়ার আজ বেঙ্গালুরুতে যৌথ বিরোধী বৈঠকে অংশ নেবেন না। শরদ পাওয়ারের এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপি উপদলের মুখপাত্র নিশ্চিত করেছেন। আজ থেকে বেঙ্গালুরুতে দুদিনের বৈঠক শুরু হচ্ছে। তার আগেই এই খবর সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে তবে শরদ পাওয়ারের তরফে খেলা কি ঘুরিয়ে দেওয়া হল?তবে বিরোধী জোটের পক্ষেই নিজেদের সমর্থন জানিয়েছেন শরদ পাওয়ারের দল।

এনসিপি মুখপাত্র মহেশ ভারত তাপসের মতে, ১৭ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে শরদ পাওয়ার অংশ নেবেন না, তবে ১৮ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে শরদ পাওয়ার এবং সুপ্রিয়া যোগদান করবেন। এর আগে, ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিরোধী দলগুলির প্রথম বৈঠকে ১৫ টি দল অংশ নিয়েছিল। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটে বিরোধীদের ঐক্যবদ্ধ করার সলতে পাকাতে অন্যান্য বিরোধী নেতাদের মতো অগ্রণী ভূমিকা নিয়েছেন শরদ পাওয়ারও।

২৩ জুন পাটনার বৈঠকের পর, দ্বিতীয় বৈঠকের স্থান নির্ধারণ করা হয়ছিল হিমাচল প্রদেশে। কিন্তু শরদ পাওয়ারের সক্রিয়তায় বৈঠকের স্থান পরিবর্তন করে বেঙ্গালুরুতে স্থির করা হয়। আজকের বৈঠকে যদি বিরোধী জোট চূড়ান্ত হয়, তবে সেই জোটের নাম কী হবে, ২০২৪ সালের নির্বাচনী

প্রচার কেমন হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ভাঙ্গরের বিধায়ক


কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে।আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন তিনি। অভিযোগ ১৪৪ না থাকার সত্ত্বেও, ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিককে তার নিজের নির্বাচন ক্ষেত্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরদ্ধে।

নওশাদ এর আইনজীবী গোপা বিশ্বাসের দাবি পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে। তার প্রশ্ন ,কেনো পুলিশ তার বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।মামলার করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপের সিঙ্গেল বেঞ্চ।চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভবনা।

*প্রায় দুই ঘন্টা পর ব্যারাকপুরে উঠলো ট্রেন অবোরোধ*


ব্যারাকপুরে উঠে গেলো রেল অবরোধ। রেল কতৃপক্ষের প্রতিশ্রুতি তে উঠে গেলো অবরোধ। ২-৩ মাসের মধ্যে কাজ শুরু হবে ওভার ব্রীজের।আস্বস্ত হলেন রেল অবরোধ কারিরা।তবে তারা জানিয়েছেন যদি ২ মাসের মধ্যে কাজ না হয় তাহলে ফের তারা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবেন।

তবে এই মুহুর্তে শিয়ালদহ মেন শাখায় সব ট্রেইই দেরিতে চলছে।ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো ঘন্টা খানেক সময় লাগবে।

*বন্দে ভারত এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড*


ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। আর এবার সেই ঘটনা ঘটল বন্দে ভারত এক্সপ্রেসে। মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে।আগুন লাগার খবর সামনে আসতেই তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়।ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় সকল যাত্রীরায় সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়িই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে বন্দে ভারত।

জানা গেছে নিউ দিল্লির রানি কমলাপতি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে । কামরার ব্যাটারি বক্স থেকে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে গোটা কামরায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর বন্দে ভারত উদ্বোধনের পর থেকেই একের পর এক হামলা হয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের উপর। কখনও পাথর ছোড়া থেকে ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়া একের পর এক বিপত্তির সম্মুখীন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আগুন লাগল বন্দে ভারত এক্সপ্রেসের কামরায়।

*বঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সতর্কতা, জেনে নিন আজকের আবহাওয়া*


বর্ষা শুরু হয়েছে ঠিকই তবে দুই বঙ্গের চিত্রটা ভিন্ন। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম। যদিও গত কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

যার জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস।