/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ১৫ ই জুলাই ( শনিবার)* West Bengal Bangla
*আজকের রাশিফল ১৫ ই জুলাই ( শনিবার)*


মেষ: শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনি কিছু বিনিয়োগ বিকল্পে আপনার সঞ্চয় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন, যা অদূর ভবিষ্যতে আপনার আর্থিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে পারে।

বৃষ: সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। কিছু দিনের জন্য ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকে ব্যবসায় লাভের ক্ষেত্রে খুব বেশি আশা করা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি লোভের ফল ভালো হবে না।

মিথুন: বাস্তবধর্মী পরিকল্পনা করুন। আপনি অন্যদের সাথে ভদ্র আচরণ করবেন। আপনি গার্হস্থ্য বিষয়গুলিতে নিজেকে মনোনিবেশ করতে সক্ষম হবেন তবে আপনার স্ত্রীর কিছু অসুবিধা হতে পারে বা কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।

কর্কট: প্রিয়়জন খুশি রাখতে চেষ্টা করবে। বড়দের আশীর্বাদের সাহায্যে আপনি আপনার সিদ্ধান্তহীনতা নিয়ন্ত্রণ করতে পারবেন। শিশুদের স্বাস্থ্যের এখন উন্নতি হতে চলেছে। আপনার সহকর্মীরা আপনার কাজে সহায়ক হতে চলেছে, যা প্রকল্পের ক্ষেত্রে সাফল্যে পরিণত হতে পারে।

সিংহ: দুশ্চিন্তা উচ্চ রক্তচাপের কারণ হবে। আপনি আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার আশা করবেন। স্থানীয়রা দুগ্ধ, জল প্রকল্প, শস্য, হোম মেকার শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভাল পারফর্ম করতে পারে। পরিবারের পুরনো বিবাদ মিটে যাবে।  

কন্যা: বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। যে কাজটি কঠিন মনে হয়েছিল, তা সহজেই সম্পন্ন হবে। কাজের প্রতি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনার কাজের পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে। এর ফলে সকলের প্রশংসা পাবেন।

তুলা: বন্ধুর কারণে দিন আনন্দে কাটবে। আপনি দুঃখ বোধ করবেন। আপনার অতিরিক্ত কাজ আপনার গার্হস্থ্য জীবন প্রভাবিত করবে; পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছাবেন। এর ফলে কাছের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে।

বৃশ্চিক: স্ত্রীর সঙ্গে রোমান্সের সুযোগ রয়েছে। যা আপনার মনের শান্তিকে প্রভাবিত করতে পারে। আপনি কোন পরিস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। আপনি এমন অবস্থায় থাকবেন যে কোনো ধরনের ভালো পরামর্শ নিতে অস্বীকার করবেন।

ধনু: নতুন প্রকল্প শুরু হতে পারে। তবে দুঃখের মধ্যেও মাথা ঠান্ডা রাখা দরকার। অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে তর্ক করা এড়াতে হবে, অন্যথায় পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা ফাঁক থাকবে। অফিসে ব্যস্ততা থাকবে।

মকর: কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটতে পারে । আপনার অহং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ শূন্য সম্পদে পরিণত হতে পারে। এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে।

কুম্ভ: ব্যবসার কারণে অর্থ ব্যয় হতে পারে। মনকে স্থির রাখতে ধ্যান, যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। আজ আপনার সন্তানের জীবনে কিছুটা ভালো যাচ্ছে। আপনি পরিবার বা বন্ধুদের সাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মীন: সন্তানের কাজে গর্বিত হবেন। আপনি কিছু প্রত্নবস্তু, গৃহস্থালী সামগ্রী ক্রয় করতে অর্থ ব্যয় করবেন যা আপনার সামাজিক মর্যাদা উন্নত করতে পারে।

*তীব্র বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৭ টি জেলা, জেনে নিন আজকের আবহাওয়া*


আজ উত্তরবঙ্গের দুই জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার একই ভাবে বৃষ্টি হতে পারে ৩ জেলায়। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

*আজকের রাশিফল ১৫ ই জুলাই ( রবিবার)*


মেষ: শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনি কিছু বিনিয়োগ বিকল্পে আপনার সঞ্চয় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন, যা অদূর ভবিষ্যতে আপনার আর্থিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে পারে।

বৃষ: সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। কিছু দিনের জন্য ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকে ব্যবসায় লাভের ক্ষেত্রে খুব বেশি আশা করা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি লোভের ফল ভালো হবে না।

মিথুন: বাস্তবধর্মী পরিকল্পনা করুন। আপনি অন্যদের সাথে ভদ্র আচরণ করবেন। আপনি গার্হস্থ্য বিষয়গুলিতে নিজেকে মনোনিবেশ করতে সক্ষম হবেন তবে আপনার স্ত্রীর কিছু অসুবিধা হতে পারে বা কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।

কর্কট: প্রিয়়জন খুশি রাখতে চেষ্টা করবে। বড়দের আশীর্বাদের সাহায্যে আপনি আপনার সিদ্ধান্তহীনতা নিয়ন্ত্রণ করতে পারবেন। শিশুদের স্বাস্থ্যের এখন উন্নতি হতে চলেছে। আপনার সহকর্মীরা আপনার কাজে সহায়ক হতে চলেছে, যা প্রকল্পের ক্ষেত্রে সাফল্যে পরিণত হতে পারে।

সিংহ: দুশ্চিন্তা উচ্চ রক্তচাপের কারণ হবে। আপনি আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার আশা করবেন। স্থানীয়রা দুগ্ধ, জল প্রকল্প, শস্য, হোম মেকার শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভাল পারফর্ম করতে পারে। পরিবারের পুরনো বিবাদ মিটে যাবে।  

কন্যা: বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। যে কাজটি কঠিন মনে হয়েছিল, তা সহজেই সম্পন্ন হবে। কাজের প্রতি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনার কাজের পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে। এর ফলে সকলের প্রশংসা পাবেন।

তুলা: বন্ধুর কারণে দিন আনন্দে কাটবে। আপনি দুঃখ বোধ করবেন। আপনার অতিরিক্ত কাজ আপনার গার্হস্থ্য জীবন প্রভাবিত করবে; পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছাবেন। এর ফলে কাছের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে।

বৃশ্চিক: স্ত্রীর সঙ্গে রোমান্সের সুযোগ রয়েছে। যা আপনার মনের শান্তিকে প্রভাবিত করতে পারে। আপনি কোন পরিস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। আপনি এমন অবস্থায় থাকবেন যে কোনো ধরনের ভালো পরামর্শ নিতে অস্বীকার করবেন।

ধনু: নতুন প্রকল্প শুরু হতে পারে। তবে দুঃখের মধ্যেও মাথা ঠান্ডা রাখা দরকার। অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে তর্ক করা এড়াতে হবে, অন্যথায় পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা ফাঁক থাকবে। অফিসে ব্যস্ততা থাকবে।

মকর: কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটতে পারে । আপনার অহং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ শূন্য সম্পদে পরিণত হতে পারে। এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে।

কুম্ভ: ব্যবসার কারণে অর্থ ব্যয় হতে পারে। মনকে স্থির রাখতে ধ্যান, যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। আজ আপনার সন্তানের জীবনে কিছুটা ভালো যাচ্ছে। আপনি পরিবার বা বন্ধুদের সাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মীন: সন্তানের কাজে গর্বিত হবেন। আপনি কিছু প্রত্নবস্তু, গৃহস্থালী সামগ্রী ক্রয় করতে অর্থ ব্যয় করবেন যা আপনার সামাজিক মর্যাদা উন্নত করতে পারে।

*আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে অভিষেক*


 আজ শুক্রবার বিকেলে হঠাতই এসএসকেএম হাসপাতালে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন একাধিক তৃণমূল কর্মী। আর তাঁরা সকলেই নন্দীগ্রামের বাসিন্দা।এদিকে নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, SSKM-এর ট্রমা কেয়ার ইউনিটে ১৪ জন, আর উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন ১ জন। অন্যদিকে নন্দীগ্রামে 'আক্রান্ত' তৃণমূল। খবর পেয়েই তত্‍পর দলীয় নেতৃত্ব।

এদিন বয়াল, বিরুলিয়া-সহ নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী-সমর্থকদের খোঁজখবর নেন মন্ত্রী শশী পাঁজা এবং সঙ্গে ছিলেন কুণাল ঘোষ ও সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র।কুণালের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির দুষ্কৃতীরা গ্রামের পর গ্রামের তৃণমূলের কর্মী, সমর্থকদের ওপরে অকথ্য অত্যাচার শুরু করেছে। আক্রান্তের সংখ্যা শতাধিক। বহু মানুষ ঘরছাড়া। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি।

*যমুনার জল পৌঁছাল ঐতিহাসিক লালকেল্লায়, উদ্বিগ্ন প্রশাসন*


আরও ভয়ঙ্কর হচ্ছে দিল্লির বন্যা পরিস্থিতি । লাগাতার বাড়তে শুরু করেছে যমুনার জলস্তর । যমুনার বিভিন্ন প্রান্তে জলস্তর বিপদসীমা দিয়ে বইছে । রাজঘাটে জলপ্রবাহ দেখে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে । ITO-তে জলভর্তি হয়ে গিয়েছে । বর্তমানে যমুনার জল পৌঁছিয়েছে সুপ্রিম কোর্ট চত্বরে। বন্যা থেকে মানুষকে উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রীর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ।তবে, আশার কথা, ধীরে ধীরে জল নামছে যমুনার। এখনও অবশ্য অধিকাংশ নীচু এলাকাতেই ঘরবাড়ি, বাজার, রাস্তাঘাট, পর্যটনস্থল জলের তলায়। দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ। 

দিল্লি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি রেগুলেটর খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলেই যমুনার জল শহরের দিকে প্রবাহিত হয়েছে। এদিকে, দিল্লি সরকার জানিয়েছে, শহরে বন্যার জলের প্রবাহ বন্ধ করতে সেচ দফতরের ক্ষতিগ্রস্ত রেগুলেটরটি সারানোর চেষ্টা করা হচ্ছে। দফতরের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক কর্মী এই কাজে নিযুক্ত। মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই কাজের তদারকি করছেন। সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বারোটি দলকে ত্রাণ এবং উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে।এখনও পর্যন্ত ২০,০০০-এরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। বর্তমানে লাল কেল্লার কাছে ধমনী আউটার রিং রোড, বিশ্বকর্মা কলোনি, যমুনা বাজার, আইএসবিটি বাস টার্মিনাস, কাশ্মীরি গেট, শঙ্করাচার্য রোড, মজনু কা টিলা, বাটলা হাউস, কিরারি এবং কিংসওয়ে ক্যাম্প এখনও জলের নীচে। যমুনার জল পৌঁছে গিয়েছে ঐতিহাসিক লাল কেল্লার দেওয়ালেও। আপাতত লাল কেল্লার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির বন্যার প্রভাব পড়েছে গোটা উত্তর রেলওয়ের ট্রেন চলাতলে। এই শাখায়, সামনে ৬ দিনে প্রায় ৬০০টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি-শহদ্র লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। একথায় বন্যার জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লির প্রশাসন।

*৩ জেলায় জারি লাল সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*

আবহাওয়ার ভোলবদল!কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। তবে এর জেরে এখনই ভ্যাপসা গরম থেকে রেহাই নেই বলেই জানা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। এমনকি বাড়তে পারে তাপমাত্রা।অন্যদিকে উত্তরের চিত্রটা একেবারেই ভিন্ন। হাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। গতকাল ভোট গণনার দিনও বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের একাধিক জায়গায়। আজও সেই সম্ভাবনা রয়েছে।

এরজেরে বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ ই জুলাই ( শুক্রবার)*


মেষ: খেলাধুলো আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। আপনার খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত কাজ নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে পিঠের ব্যথা সম্পর্কিত সমস্যার যত্ন নেওয়া দরকার। ব্যবসার ক্ষেত্রে একটি নতুন অংশীদারিত্ব পেতে পারেন।

বৃষ: নির্ভীক মতামত বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সকলের সাহায্য পাবেন। প্রতিপক্ষ এবং লুকানো শত্রুদের উপর বিজয়ী হবেন। প্রেমিক দম্পতি তাদের ভাল মুহূর্ত উপভোগ করতে সক্ষম হবে।

মিথুন: কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার বর্তমান চাকরিতে প্রয়োজনীয় পরিবর্তন আশা করতে পারেন। চাকরিপ্রার্থীরা সঠিক চাকরি পেতে সক্ষম হবেন। আপনাকে অহংকার এড়াতে হবে।

কর্কট: সঞ্চয় বাড়বে, বড় কাজ পেতে পারেন। ধৈর্যের অভাবে আপনার আচরণে অভদ্রতা দেখা যাবে। কারো সাথে কথা বলার সময় সংযত থাকুন। প্রেমিকরা অর্থহীন বিষয়ে তর্ক করবেন না। অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেবে।

সিংহ: জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। ঘরোয়া ও প্রেম জীবনে তর্ক এড়িয়ে চলতে হবে। প্রেমিকদের সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতেও পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্যা: ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সন্তানদের শিক্ষার ফলাফল অনুকূল হবে। পারিবারিক জীবন উপভোগ করবেন। সঙ্গীর সাথে অহংকার এবং অভদ্রতা এড়াতে হবে। ব্যবসায় অংশীদারের সাথে বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা: জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। না হলে এটি আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। প্রেমময় দম্পতি তাদের আনন্দের মুহূর্ত উপভোগ করবে।

বৃশ্চিক: স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। অবিবাহিতরা তাদের পছন্দের জীবনসঙ্গীর সাথে দেখা করার আশা করতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু পুরষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: বিশ্রী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা এবং লাভের ক্ষেত্রে আপনি যথেষ্ট সুযোগ পাওয়ার আশা করতে পারেন। আপনি আপনার স্ট্যাটাস বাড়ানোর জন্য আপনার সামাজিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবেন।

মকর: পুরনো বিনিয়োগ থেকে লাভ করতে পারেন। বিবাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন। আপনার গলা বা জিহ্বা এবং পেটের সমস্যাও থাকতে পারে। প্রেমিক দম্পতিরা বিবাহের ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন।

কুম্ভ: আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। গার্হস্থ্য জীবনের ক্ষেত্রে, আপনি সম্পর্কের মধ্যে বিবাদ মেটাতে সফল হবেন। আপনি পরিবারের সদস্যের বিবাহের ক্ষেত্রে কিছু ভাল খবর পেতে পারেন।

মীন: কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। ছাত্র এবং চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনের দিক থেকে ভালো খবর পেতে পারেন। পিতামাতার যত্ন নিতে হবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার গুরুজন বা উপদেষ্টার সাথে পরামর্শ করুন।

*ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১০*


নিজস্ব প্রতিনিধি: ১৪৪ ধারা জারি হওয়ার পরেও ভাঙড়ে যেন সন্ত্রাস থামার নামই নিচ্ছে না। ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড় । ভাঙড়ে বোমা বিস্ফোরণ আহত হল ১০ জন। জানা গিয়েছে, চালতাবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকলেই আইএসএফ কর্মী। এদিকে বাসন্তী হাইওয়ের কাঁটাতোলায় আহতদের আটকালো পুলিশ। বাসন্তী হাইওয়ে দিয়ে আহতদের চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এবিষয়ে বিষয়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “আমার কাছে এখনও এরকম কোনও খবর নেই। তারপরও বলব আইনের ঊর্ধ্বে কেউ নয়। বোমাবারুদ বিহীন রাজনীতিই আমাদের লক্ষ্য। কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। আরও একটা বিষয় বলা হচ্ছে, বোমা বাঁঁধতে গিয়ে ঝলসে গিয়েছে। তা বাঁধতে গিয়ে ঝলসে গিয়েছে, নাকি বোমা মারা হয়েছে তাতে ঝলসেছে তাও দেখা দরকার।”

উল্লেখ্য, ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট পর্ব মিটে যাওয়ার পরও, দফায় দফায় অশান্তি ছড়িয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়৷ মনোনয়ন পর্বেই ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের৷ ভোটের দিন মোটের উপরে কম ঘটনাবহুল থাকলেও গণনার দিন থেকে ফের উত্তপ্ত ভাঙড়। লাগাতার সংঘর্ষের জেরে ভাঙড়ে জারি হয়েছিল ১৪৪ ধারা।

*শুরু হচ্ছে কাউন্টডাউন, এগিয়ে আসছে চন্দ্রযান-৩-এর উত্‍ক্ষেপণের সময়*


প্রায় চার বছর পর ব্যর্থতার স্মৃতিকে ভুলিয়ে ফের একবার চন্দ্রযান-৩ মিশনের জন্য কোমর বেঁধে তৈরি ইসরো। শুক্রবার, ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন চন্দ্রযান-৩ উত্‍ক্ষেপণ করতে প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে বিশ্বের তিন দেশ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।

চন্দ্রযান-৩ মিশন সফল হলে তালিকায় চতুর্থ স্থানে নাম তুলে নেবে ভারত। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উত্‍ক্ষেপণের আগে বৃহস্পতিবারই শুরু হচ্ছে কাউন্টডাউন।। বুধবার ইসরোর তরফে টুইট করে বলা হয়েছে "মিশন প্রস্তুতির পর্যালোচনা সম্পন্ন হয়েছে। রকেট উত্‍ক্ষেপণ ছাড়পত্র দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার শুরু হচ্ছে কাউন্টডাউন।" ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের সময় বিগড়ে যায়। শেষ লগ্নে ব্যর্থ হয় অভিযান। এবারের চন্দ্রযান-৩ একটি ফলো আপ মিশন, জানিয়েছে ইসরো।

ফের পঞ্চায়েত নির্বাচন, ১৫টি বুথে হবে ভোটগ্রহণ


হাওড়া সাঁকরাইলের ১৫টি সহ রাজ্যের মোট ২০টি বুথে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশনার। এইসব বুথে জিতেছে তৃণমূল। কিন্তু ভোটের দিন এই ২০টি বুথেই ভোট লুঠ, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। এরপরই বিডিও-র রিপোর্টের ভিত্তিতে সাঁকরাইলের ১৫টি সহ উত্তর ২৪ পরগনার হাবড়া-২ ও সিঙ্গুরে আবারও পঞ্চায়েত ভোটের নির্দেশ দিলেন কমিশনার রাজীব সিনহা।

যে ২০টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল- হাওড়ার সাঁরকাইলের মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মি মহল শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। উত্তর ২৪ পরগনার হাবড়ার-২ ব্লকের চারটি বুথ ও সিঙ্গুরের একটি বুথ। তবে কবে এই নির্বাচন হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি কমিশন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে বুথ ধরে ধরে বিরোধীদের যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে নড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, হাইকোর্ট শুধু কমিশনকে দায়ী করছে না, বিডিও ও ভোট কর্মীদের কাছেও কৈফিয়ত তলব করছে। তাই স্বচ্ছতা প্রমাণের জন্য কমিশনের এই অবস্থান নেওয়া ছাড়া উপায় ছিল না।