*আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব: মমতা*
পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়েছে হিংসা। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শাসক দলের বিরুদ্ধে উঠেছে হিংসার অভিযোগ। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে নির্বাচনে সকল অভিযোগ নিয়ে সরব হওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন মমতা।এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, 'আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!'সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।'
অন্যদিকে বুধবার নবান্ন থেকে ভাঙড়ের অশান্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিঁধলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, "ভাঙড়ে গন্ডগোল ছড়াল কীভাবে? ওখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। পুলিশ কীভাবে গুলিবিদ্ধ হল?" মনোনয়ন পর্ব থেকেই দফায়-দফায় অশান্তি হয়েছে ভাঙড়ে। এবার ভাঙড়ের অশান্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করলেন মমতা।শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি৷ পাশাপাশি, সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সরকারি সাহায্য দেওয়ার কথা বলেছেন মমতা ৷তৃণমূল সুপ্রিম জানান,' ভোট হিংসায় ১৯ জন মৃত। তার মধ্যে ১০-১২ জন আমাদেরই আছেন। ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন তৃণমূলের। বাকি ৩ অন্যান্যদের। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না।'
মমতা বুধবার নাম না করেই বিজেপিকে আক্রমণ করলেন৷ পাশাপাশি, তিনি বলেন, কেন বিজেপি ত্রিপুরার কথা বলছে না৷ সেখানে তো বেশিরভাগ আসনে মনোনয়ন দিতে পারেনি৷ কেন মণিপুরের হিংসার কথা বলা হচ্ছে না৷ কেন উত্তরপ্রদেশের মনোনয়ন দিতে পারেন না বিরোধীরা, কেন সেই ঘটনা ঘটে৷ আগে সেগুলো দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী৷





Jul 13 2023, 07:18
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.5k