*ভোটে হিংসা, নির্বাচন কমিশন ও বিএসএফের কাছে রিপোর্ট তলব আদালতের*
পঞ্চায়েত ভোটের অশান্তিতে বলি গিয়েছে একাধিক প্রাণ। আক্রান্ত হয়েছেন অনেকে। সোমবার তাঁদের জন্য ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনই এই মামলার শুনানিতে রাজ্যকে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
এদিন পঞ্চায়েতের অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোটের দিন যারা আহত হয়েছেন তাঁদের সু-চিকিত্সার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। নিহতদের সত্কারের জন্য তাঁদের পরিবারকে সাহায্য করতে হবে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অধীর চৌধুরী।
পঞ্চায়েত নির্বাচনে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ।একইসঙ্গে আগামীকাল রাজ্যকে হতাহত, চিকিৎসা, ক্ষতিপূরণ নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। পরিবারের হাতে অবিলম্বে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। শেষকৃত্যতে সাহায্য করতে হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । আগামীকাল হবে এই মামলার পরর্বতী শুনানি।
![]()





Jul 11 2023, 07:44
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.8k