/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ভোটে হিংসা, নির্বাচন কমিশন ও বিএসএফের কাছে রিপোর্ট তলব আদালতের* West Bengal Bangla
*ভোটে হিংসা, নির্বাচন কমিশন ও বিএসএফের কাছে রিপোর্ট তলব আদালতের*


পঞ্চায়েত ভোটের অশান্তিতে বলি গিয়েছে একাধিক প্রাণ। আক্রান্ত হয়েছেন অনেকে। সোমবার তাঁদের জন্য ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনই এই মামলার শুনানিতে রাজ্যকে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 

এদিন পঞ্চায়েতের অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোটের দিন যারা আহত হয়েছেন তাঁদের সু-চিকিত্‍সার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। নিহতদের সত্‍কারের জন্য তাঁদের পরিবারকে সাহায্য করতে হবে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অধীর চৌধুরী। 

পঞ্চায়েত নির্বাচনে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ।একইসঙ্গে আগামীকাল রাজ্যকে হতাহত, চিকিৎসা, ক্ষতিপূরণ নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। পরিবারের হাতে অবিলম্বে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। শেষকৃত্যতে সাহায্য করতে হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । আগামীকাল হবে এই মামলার পরর্বতী শুনানি।

*নিয়োগ দুর্নীতি কান্ডে সুপ্রিমকোর্টে ধাক্কা অভিষেকের*


নিয়োগ দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর পাশাপাশি এবার ইডিও জেরা করতে পারবে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে, সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা সোমবার বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

গত ৮ জুন নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেককে তলব করে ইডি। ১৩ জুন হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। তবে তার আগে থেকেই রক্ষাকবচ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলার রায়ে অভিষেককে ইডি জেরা করতে পারবে বলে জানান বিচারপতি সিনহা। এর পর সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ করেন অভিষেক। সোমবার হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে ছাত্র এবং যুব তৃণমূলের এক সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদের অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তলকে আদালতে পেশ করা হয় এবং আদালতে ঢোকার মুখে কুন্তল দাবি করেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর উপর এর জন্য ‘চাপ’ সৃষ্টি করছে বলে থানায় চিঠি ও দিয়েছিলেন কুন্তল। এই চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেছিলেন, দরকারে অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। পরে অবশ্য ঘটনাক্রমে সেই মামলার এজলাস নদল হয়েছে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কাছে। তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই রাখেন। সাথেই অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও নির্দেশ দেন। এরপরই এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আজ সেই মামলার শুনানিতেই বড় রায় দিল শীর্ষ আদালত।

*রাজ্যসভায় ভোটার তালিকা প্রকাশ তৃণমূলের*


পঞ্চায়েত ভোটের মাঝেই বিরাট ঘোষণা করল তৃণমূল। আগামী রাজ্যসভা নির্বাচনে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারাইক এবং সাকেত গোখলেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। জুলাই ও অগস্ট মাসেই রাজ্যসভার একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে।আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দু শেখর রায় অবসর নিতে চলেছেন। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুখেন্দু শেখর রায়কে পুনরায় প্রার্থী করা হলেও, বাদ পড়েছেন সুস্মিতা দেব, প্রদীপ ভট্টাচার্য ও শান্তা ছেত্রী।

ইতিমধ্যেই তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, 'আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাই ও সাকেত গোখলের নাম নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁরা যেন জনগণের সেবা করার জন্য তাঁদের নিবেদনে অটল থাকেন এবং তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সওয়াল করেন। আমরা সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।'

পুনঃনির্বাচন শুরু জেলার ৬টি ব্লকের ১৪ টি বুথে


বীরভূম:- গত ৮ ই জুলাই রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে ছাপ্পা ভোট ও সন্ত্রাসের অভিযোগ তোলা হয়।যার পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বিভিন্ন স্থানে পুনঃনির্বাচনের দিন ঘোষণা করেন১০ই জুলাই ।

সেই হিসেবে বীরভূম জেলার ছটি ব্লকের ১৪ টি বুথ রয়েছে পুনর্নির্বাচনের জন্য। যার মধ্যে খয়রাসোল ব্লকে রয়েছে তিনটি বুথ। আজ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে তিনটি বুথে সেই পুনঃ নির্বাচন পর্ব,শুরু হয়েছে সকাল সাতটা থেকে। ময়নাডাল, মাটিয়ালা ও জামরান্দ এই তিনটে বুথে ভোট পর্ব চলছে নিঃশব্দে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর টহল এবং বুথে অবস্থান লক্ষণীয়।

রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে যথেষ্ট।

*ছিঁটেফোটা বৃষ্টিতে থাকবে ভ্যাপসা গরম! জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণবঙ্গের মানুষজন কার্যত আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে। ভারী বর্ষার মধ্যে দু এক ফোঁটা ঝড়লেও তা আবহাওয়াকে ঠান্ডা করতে অক্ষম। এর উপর দোসর হয়েছে সূর্যের প্রখর তেজ। মাঝে মধ্যেই প্রবল গরম রীতিমতো গলদঘর্ম করছে পশ্চিমবঙ্গবাসীর। অপরদিকে বৃষ্টির কমতি নেই উত্তরবঙ্গ জুড়ে। কিন্তু বর্ষার শুরু থেকেই বৃষ্টি হাত কৃপণ দক্ষিণবঙ্গের প্রতি। আর কবে হবে হবে বৃষ্টি? কবেই বা দাপট দেখাতে শুরু করবে বর্ষা? এর উত্তর দিতে পারছে আলিপুর আবহাওয়া দফতরও।

আপাতত এই রকম খামখেয়ালি আবহাওয়ার মধ্যেই বঙ্গবাসীকে থাকতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।তবে আশার কথা হল, এই প্রখর গরমের মধ্যেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে মানুষকে। তবে মুষলধারে বৃষ্টির সেই কি আদৌও পাবে দক্ষিণবঙ্গের মানুষ, তা নিশ্চিত করে বলতে পারে নি মৌসুম ভবন। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১০ ই জুলাই ( সোমবার)*


মেষ:আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আপনার সন্তান বা বাড়ির বড়দের সাথে সম্পর্কিত পুরানো স্বাস্থ্য সমস্যাগুলি এখন সমাধান হয়ে যাবে। ব্যবসায়িক ও সামাজিক জীবনে বিবাদ মীমাংসার ক্ষেত্রে আপনি আপনার উপস্থিত বুদ্ধি ব্যবহার করবেন

বৃষ: আত্মবিশ্বাসের অভাব থাকবে। নিজের কাজে ব্যস্ত থাকবেন। প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভ করার অবস্থানে থাকবেন। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনাকে সুবিধা প্রদান করবে।

মিথুন:পরিবারের সাথে থাকুন। আপনার যোগাযোগ ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারে। ভাইবোনের সমস্যা মিটে যেতে পারে। আপনি একটি ধর্মীয় স্থান বা সম্প্রদায়ের জন্য একটি ছোট পরিমাণ দান করবেন

কর্কট: বেপরোয়া আচরণে সমস্যা হবে। ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন, দলের সদস্যদের পূর্ণ সমর্থন পেতে পারেন। নতুন সুযোগের ক্ষেত্রে আপনার সময় সহায়ক প্রমাণিত হবে।

সিংহ: ভাবনা চিন্তা করে মতামত দিন। গৃহস্থালির কাজ এবং সন্তানদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি বাচ্চাদের শিক্ষার পরিপ্রেক্ষিতে কিছু ছোট ভ্রমণের আশা করবেন। সন্তানের স্বাস্থ্য আপনাকে বিরক্ত করবে।

কন্যা: বকেয়া অর্থ আদায় হতে পারে। আপনার জীবনীশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি বেশি থাকবে আজ। আপনি সঠিক পরিকল্পনা করতে এবং কার্যকরভাবে তাদের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। আপনাকে অর্থ ব্যয় এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা:আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিশৃঙ্খল থাকবে। আপনি একঘেয়েমি এবং দু: খিত বোধ করতে পারে. ঘুমের অভাবের কারণে আপনি অস্থির থাকবেন, যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে

বৃশ্চিক: আচমকা সিদ্ধান্ত নেবেন না। মনের শান্তি পেতে কোনও আধ্যাত্মিক জায়গায় যাওয়ার কথা বিবেচনা করবেন। কঠিন পরিস্থিতি সামাল দিতে বড়দের আশীর্বাদে দিক খুঁজে পাবেন।

ধনু: জীবনের উজ্জ্বল দিকটি দেখুন। আপনি আপনার পেশাদার যোগাযোগ বাড়বে। অদূর ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত হোন। আপনার কাজে নতুন পরিকল্পনার বাস্তবায়ন হতে পারে

মকর: ভুল সিদ্ধান্ত মানসিক চাপ বাড়াবে। ব্যবসা এবং কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকবেণ। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসবে। যার ফলে আপনি সময়মতো পারিবারিক অনুষ্ঠানে পৌঁছাতে পারবেন না।

কুম্ভ: অযথা খরচ করবেন না। আজ অসহায় মানুষকে সাহায্য করবেন। আপনি নিজেকে বিশ্লেষণ করতে সক্ষম হবেন এবং পারিবারিক প্রেক্ষাপটে ভুলগুলো বের করার চেষ্টা করবেন। এতে পরিবারে শান্তি আসবে

মীন: ব্যবসায়ী দের প্রচুর লাভ হবে। আপনি দুঃখ পেতে পারেন। পরিস্থিতি আপনাকে সংবেদনশীল এবং আবেগপ্রবণ করে তুলতে পারে। কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। 

*দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম, জেনে নিন আজকের আবহাওয়া*


বিগত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আরও ২-৩ দিন হবে বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা।

দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১০ জুলাই পর্যন্ত এই পূর্বাভাস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৯ ই জুলাই ( রবিবার)*


মেষ: অর্থ সংরক্ষণের চেষ্টা করুন। গার্হস্থ্য জীবন উপভোগ করবেন। অহংকার এড়াতে হবে। ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যা সমাধানের সম্ভাবনা। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেনl

বৃষ​: পরিবার আর্থিক সহায়তা করবে। কর্মজীবন উন্নত করার জন্য উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতরা সত্যিকারের জীবনসঙ্গী পেতে পারেন। পরিবারে নতুন সন্তানের সুসংবাদ পেতে পারেনl

মিথুন: মানসিক শান্তি থাকবে। দম্পতিরা সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। আপনার বর্তমান চাকরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন। চাকরিপ্রার্থীরা একটি নতুন চাকরি পেতে পারেনl

কর্কট: ব্যস্ততার ফলে মেজাজ হারাতে পারেন। আপনি আপনার কাজ উপভোগ করতে পারবেন না, যা আপনার বর্তমান প্রকল্পকে বিলম্বিত করতে পারে। কর্মক্ষত্রে সাফল্য আসবেl

সিংহ: সত্যতা যাচাই করে কাজ করুন। ভাইবোনের সাহায্যে নতুন উদ্যোগের পরিকল্পনা। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনাও থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করবেl

কন্যা: সহকর্মীদের সহায়তা পাবেন। আজ কার্যকর ভাবে আপনার কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাস আপনাকে খুব নিয়মতান্ত্রিক উপায়ে কঠোর পরিশ্রম করতে সাহায্য করতে পারেl

তুলা: আজ খুশিতে ভরা ভালো দিন। আপনার ভাই এবং বোন সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখার জন্য, ব্যক্তিগত জীবনে অহংকার পরিহার করুনl

বৃশ্চিক: ভালোবাসা ইতিবাচক হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে। অস্থিরতা থাকবে, যা আপনাকে অস্বস্তি বোধ করাবে। অনর্থক কাজে আপনার মূল্যবান সময় নষ্ট হবেl

ধনু: প্রত্যাশাপূরণ না হলে হতাশ হবেন না। প্রেমময় দম্পতিরা সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনতে তর্ক এড়াতে চেষ্টা করুন। শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় শর্টকাট এড়াতে হবেl

মকর: সন্তানের জন্য গর্বিত হতে পারেন। মেধা এবং সম্পত্তি অর্জনে আপনার সময় ব্যয় করতে পারেন। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে আপনার কর্মজীবন উন্নত করবেl

কুম্ভ: অযথা তর্ক করবেন না। প্রেমিকদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা দরকার। লড়াই করার জন্য প্রস্তুত থাকবেন, যা আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যেতে সক্ষম হবেl

মীন: কঠোর পরিশ্রমের ফল পাবেন আজ। পরিস্থিতি নেতিবাচক হবে। কাজে মনোনিবেশ করতে পারবেন না, ধৈর্য হ্রাস পেতে পারেl ধার্মীক স্থানে সময় দিনl

ছাপ্পা ভোটের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান


বীরভূম:- চুরি ছিনতাই যাদের জন্মগত অধিকার তারা আজ গণতন্ত্রকে হত্যা করে চলেছে প্রতিনিয়ত বলে বিজেপির রামপুরহাট শহর কমিটির অভিযোগ ৷আরো বলেন যে, সারা রাজ্যের লজ্জা এই গণতন্ত্র ৷ তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নামে গণতন্ত্র আজ উলঙ্গ, দিকে দিকে মানুষ খুন, বুথে বুথে বিরোধী প্রার্থীদের ও এজেন্টদের ভোটদান কেন্দ্রে বসতে বাধা, ছাপ্পা ভোট, ব্যালট বক্স চুরি যা ইতিহাস হয়ে রইলো ৷

ভুয়ো কন্ট্রোল রুম খুলে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে আজ রামপুরহাট এস.ডি.ও অফিসের সামনে সদর দরজায় তালা মেরে রামপুরহাট শহর বিজেপি ও জেলা নেতৃত্ব ধর্ণা অবস্থানে বসেন বলে বিজেপির পক্ষ থেকে জানা যায়। এর বিচার প্রশাসনের কাছে অবিলম্বে চাই বলে আওয়াজ তোলে বিজেপি নেতৃত্ব।

ভোট গ্রহণ কেন্দ্রের পাশে ভীড় জমাতে থাকা জনতাকে সরাতে বন্দুক উচিয়ে তাড়া পুলিশের


বীরভূম:- আজ ৮ই জুলাই সারা রাজ্যব্যাপী এক দফায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এক দফা থেকে তিন দফায় ভোট করানোর জল্পনা নিয়ে চলল দীর্ঘ টানা পড়েন। শেষ পর্যন্ত এক দফাতেই রফা ভোট গ্রহণ করার। দ্বিতীয়ত বিরোধী দলের পক্ষে আবেদন ছিল কেন্দ্র বাহিনী ছাড়া ভোট করানো যাবে না। শেষমেষ কিছু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ও সিভিক দিয়েই মূলত ভোট পর্ব শুরু হয়েছে।

অনেক বুথে একজন সিভিক এবং একজন রাজ্য পুলিশ থাকায় ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এইরূপ একটা চিত্র দেখা যায় খয়রাসোল ব্লকের কমলপুর- থামতাড়া বুথে।একজন মাত্র রাজ্য পুলিশ বন্দুকধারী লাইন সামলাতে ব্যাস্ত।এদিকে জনতা উৎসাহ নিয়ে একেবারে ভোট কেন্দ্রের কাছে চলে আসায় প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। যার প্রেক্ষিতে ভীড় সামলাতে পুলিশকে শেষ পর্যন্ত বন্দুক উঁচিয়ে জনতাকে তাড়া করতে দেখা যায়।