অনেক বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট
বীরভূম:-গনতন্ত্র উৎসব অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেছে। উৎসবের মেজাজ নিয়ে বুথে বুথে লাইনে দাড়ানোর ভীড় লক্ষ্য করা গেছে।নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত একদফায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ৮ ই জুলাই। বিরোধী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর আবেদন থাকলেও সমস্ত বুথে দেওয়া হয়নি।
![]()








Jul 08 2023, 12:19
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k