পুর দুর্নীতি মামলা সুপ্রিমকোর্ট থেকে প্রত্যাহার রাজ্যের
পুরনিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে নিল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সোমবার শীর্ষ আদালত থেকে সেই মামলাটি প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। মূলত, এই পুরনিয়োগ দুর্নীতির তথ্য উঠে আসে গত ১৯ মার্চ শিক্ষা নিয়োগের দুর্নীতিতে অয়ন শীলকে গ্রেফতারের পর। আর তাঁকে জেরা করতেই উঠে আসে পুরসভায় নিয়োগ সংক্রান্ত হাজারও দুর্নীতির তথ্য।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে অবশ্য শীর্ষ আদালতের নির্দেশেই সেই মামলার বেঞ্চ বদল হয়। এই মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন। তাতে অবশ্য রায়ে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। অর্থাৎ এই মামলায় দুটি কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই সমান্তরালভাবে তদন্ত করছে। মামলা চলাকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করে। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের আগেই রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসন্তুষ্ট হন। রাজ্যকে ফের প্রশ্নের মুখে পড়তে হয়। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে দেশের শীর্ষ আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।
![]()




Jul 03 2023, 14:45
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k