/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কমিশনকে পাল্টা দিলেন সুকান্ত* West Bengal Bangla
WestBengalBangla

Jul 01 2023, 17:47

*বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কমিশনকে পাল্টা দিলেন সুকান্ত*


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নজরদারি, জনগণের আস্থা নির্মাণ, নাকা চেকিং এবং রাজনৈতিক সংঘর্ষকে প্রতিহত করার মতো কাজ করলেও কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে জানিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার কমিশনকে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাফ বলে দিলেন, ‘বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে’।

শনিবাসরীয় প্রচারে হাওড়ার শ্যামপুরে একটি রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সাংবাদিক সম্মেলনে এসে তাঁকে ফের একবার রাজ্য সরকারের সমালোচনায় সরব হতে দেখা যায়। কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে এদিন সুকান্ত বলেন, ‘বুথে কেন্দ্রীয় বাহিনী রাজ্য নির্বাচন কমিশন কেন রাখছে না, এটা আর আমার বলার প্রয়োজন নেই। বুথে ও ভোট গণনা কেন্দ্রে সমস্ত রকমভাবে ম্যানুপুলেশানের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে। যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বুথে আমরাই কেন্দ্রীয় বাহিনীর কাজ করব’।

এছাড়া, আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ১০০ দিনের কাজের বিষয়েও রাজ্যকে নিশানা করেন সুকান্ত মজুমদার।

WestBengalBangla

Jul 01 2023, 12:50

নির্বাচনের আগেই কোচবিহার পরিদর্শনে রাজ্যপাল


পঞ্চায়েত ভোটের আগে দফায়-দফায় উত্তপ্ত হচ্ছে কোচবিহারের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই জেলায় ভোট-হিংসার বলি হয়েছেন ২ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজেপি বিধায়করা। একইসঙ্গে তাঁর সঙ্গে দেখা করেছেন পঞ্চায়েত ভোটে দাঁড়ানো বেশ কয়েকজন সিপিএম, বিজেপি ও কংগ্রেসের প্রার্থী।

এবার কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা।  কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল। বললেন,  'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' । 

এদিন সকালে প্রথমে আক্রান্তদের হাসপাতালে দেখতে যান রাজ্যপাল। তাদের সাথে কোচবিহারে কথা বলেন তিনি। তারপর সেখান থেকেই দিনহাটার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে নিহত বিজেপি প্রার্থী প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে যান রাজ্যপাল। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রাজ্যপালও শোকজ্ঞাপন করেন।

একই সাথে তাদের কথা দেন যে, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কড়া শাস্তির ব্যবস্থা করবেন তিনি। অন্যদিকে এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, 'নির্বাচন ও নির্বাচনের পর যতে সাধারণ মানুষ বিপন্ন না হন, যাতে এখানে সাধারণ মানুষের মতামত প্রতিফতিলত হয় সেই কারণেই এসেছি। স্বাভাবিক জনজীবন যাতে ঠিকঠাক চলে রাজ্যপালের কাছে আর্জি জানাব। রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়ে যে সমস্ত জায়গায় হিংসা হচ্ছে উনি নিজে যাচ্ছেন। এখানে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠত হবে।'

WestBengalBangla

Jul 01 2023, 10:47

*চিকিৎসকরা সমাজকে শক্তি জোগায়,'ডক্টরস ডে' শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী*


ডাক্তারদের অমূল্য কাজের জন্য তাঁদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর ১ জুন জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম স্থপতি ডঃ বিধান চন্দ্র রায়ের সম্মানে মনোনীত করা হয়েছে। তাই ডক্টরস ডে নিয়ে আজ শনিবার বিশেষ টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, 'ডক্টরস ডে-তে আমি সমগ্র চিকিত্‍সকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমনকি সবচেয়ে অভূতপূর্ব সময়ের মধ্যেও, ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার সাহস, নিঃস্বার্থতা এবং স্থিতিস্থাপকতার উদাহরণ রেখেছেন।চিকিত্‍সকদের কাজ আমাদের সমাজকে আশা ও শক্তি জোগায়।'

ভারতে জাতীয় চিকিত্‍সক দিবস পালনের ইতিহাস, তাত্‍পর্য এবং এ বছর চিকিত্‍সক দিবসের থিম সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্বাস্থ্য পরিষেবায় চিকিত্‍সকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ডাঃ বিধান চন্দ্র রায়ের সম্মানে ১৯৯১ সালে ১ জুলাই ভারতে প্রথম জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। ডাঃ বি.সি. রায় ১৮৮২ সালে ১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে ১ জুলাই মারা যান।

ডঃ বিধান চন্দ্র রায় ছিলেন একজন সুপরিচিত ডাক্তার, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবক এবং রাজনীতিবিদ। তিনি ১৪ বছর (১৯৪৮- ১৯৬২) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান "ভারত রত্ন পুরষ্কার" পান। তিনি মানুষের সেবায় তাঁর জীবন উত্‍সর্গ করেছিলেন, এবং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিত্‍সক হিসেবেও কাজ করেছেন।বিশ্বের প্রথম ডাক্তার দিবস ১৯৩৩ সালের ৩০ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় শুরু হয়।চিকিত্সকের সম্মানে এই দিনটি প্রতিষ্ঠার ধারণাটি ইউডোরা ব্রাউন অ্যালমন্ড দিয়েছিলেন, যিনি ছিলেন ডাঃ চার্লস বি অ্যালমন্ডের স্ত্রী। ১৯৫৮ সালে ৩০ মার্চ ডক্টরস ডে রেজোলিউশন গৃহীত হয়।

WestBengalBangla

Jul 01 2023, 07:32

*ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, জারি কমলা সর্তকতা জেনে নিন আজকের আবহাওয়া*


শুক্রবারের পর শনিবারও রাজ্যের একাধিক জায়গায় ভারী ঝড়বৃষ্টি হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতার কিছু অংশে। আবহাওয়া দফতর তরফে ইতিমধ্যেই এই মর্মে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়টা প্রত্যেককেই নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সর্তকতা। এসব বাদে বাকি জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত কমবে। ফলে ফের তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

Jul 01 2023, 07:29

*আজকের রাশিফল ১ লা জুলাই ( শনিবার)*


মেষ: বিপদে বন্ধুদের সহায়তায় পাবেন। জুয়া বা নেশার দ্রব্যের জন্য অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেবে না। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকায় আজ অবসর সময়েও কাজ করতে হতে পারে।

​বৃষ: পুরনো বিনিয়োগ থেকে লাভ করবেন । আজ জমি বিক্রি সংক্রান্ত ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। জমিতে বিনিয়োগও লাভজনক হবে। নতুন কিছু শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো।

​মিথুন: আইনি জটিলতা কেটে যাবে। আপনার দয়ালু স্বভাব আজ সকলের খুশির কারণ হবে কিন্তু অতিরিক্ত খরচ আপনার আর্থিক অবস্থা সঙ্গিন করে দিতে পারে। বিবাহিত জীবনে আপস করতে হতে পারে। আজ সমস্ত কাজে সাফল্য পাবেন।

​কর্কট: আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে আজ হাঁটাহাঁটি করতে পারেন। আর্থিক বিষয় নিয়ে স্ত্রীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। পরিবারের মানুষদের নিয়েও কিছু সমস্যায় পড়তে পারেন।

​সিংহ: প্রচেষ্টায় সফল হতে পারেন। আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। সুযোগসন্ধানী আত্মীয় বা বন্ধুদের এড়িয়ে চলুন। কেউ উত্যক্ত করলে মেজাজ হারাবেন না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

​কন্যা: পারিবারিক অশান্তি মিটে যাবে। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস বেশি দেখা যাবে। পরবর্তী সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পরিবারের মানুষদের সাথে আলোচনা করুন। অবসর সময় একান্তে কাটানোর চেষ্টা করুন।

​তুলা: খরচ না কমালে মুশকিলে পড়বেন। শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চা করতে হবে। তাড়াহুড়ো করে কোনও খরচ করবেন না। প্রয়োজন বুঝে তবেই খরচ করুন। অবসর সময়ে নিজের মনের মত কাজ করলে শান্তি আসবে মনে।

​বৃশ্চিক: মানসিক শান্তি নষ্ট করবেন না। আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হওয়ার অনেক কাজ সহজ হয়ে যাবে। পরিবারের গুরুজনদের সহায়তায় অনেক সুবিধা হবে। ভ্রমণ আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে।

​ধনু: জমিবাড়িতে বিনিয়োগ লাভজনক হবে। আজ আপনি জীবনকে উপভোগ করবেন। স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা হতে পারে। বাইরের কারোর ব্যাপারে নিজেকে জড়াবেন না। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে জরুরী উপদেশ পেতে পারেন।

​মকর: স্ত্রীর প্রতি যত্নবান হোন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। ব্যবসার উন্নতির জন্য অনেক খরচ হতে পারে। দূরের আত্মীয়ের থেকে কোনও ভালো খবর আসতে পারে। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।

​কুম্ভ: জীবনে প্রেম আসতে পারে। এটি আপনার অসুস্থতার কারণ হতে পারে। পরিবারের সাথে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন।

​মীন: ​সন্তানকে সময় দিন । হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া আপনার চিন্তার কারণ হবে। অতিরিক্ত খাওয়াদাওয়া আপনার শরীরের ক্ষতি করতে পারে। নিয়মিত শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখুন। একান্তে কিছুটা সময় কাটান।

WestBengalBangla

Jun 30 2023, 23:34

*১১ঘণ্টা জেরার পর অবশেষে ইডির দফতর থেকে বেরোলেন সায়নী*


নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় ১১ ঘণ্টা ইডির জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তার পর থেকে তাঁকে দফায় দফায় তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। এদিন রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘আমাকে কয়েকটা বেসিক ডকুমেন্ট নিয়ে ডাকা হয়েছিল। আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আমাকে আবার ডাকবেন। কিছু নথির বিস্তারিত জমা দিতে হবে। আমাকে ১০০ বার ডাকলে আমি ১০০ বার আসব। আমাকে ২৪ ঘণ্টা জেরা করলেও আমি সহযোগিতা করব’।

তবে কুন্তলের সঙ্গে তাঁর লেনদেনের প্রসঙ্গ এড়িয়েছেন সায়নী। ইঙ্গিতে জানিয়েছেন, কুন্তলের সঙ্গে তাঁর কোনও লেনদেন হয়নি। ইডি সূত্রে খবর, সায়নীর কাছে চার পাতার একটি প্রশ্নমালা দেওয়া হয়। তার জবাব নিজে হাতে লিখে দিয়েছেন সায়নী। তবে সায়নীর অনেক জবাবই গ্রহণযোগ্য মনে হয়নি গোয়েন্দাদের। তবে তাঁকে কী কী প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

WestBengalBangla

Jun 30 2023, 13:10

*নবান্নের আবেদন মঞ্জুর কেন্দ্রের,আগামী ৬ মাস মুখ্যসচিব পদে থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী*


শুক্রবার অবসর নেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। তার আগেই এক্সটেনশন পেলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী। রাজ্য কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দফতরে হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের ফাইল পাঠায়। তাতে বলা হয়েছিল বর্তমান মুখ্যসচিবকে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হোক। আর তাতেই সম্মতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর ফলে তাঁর পদে বহাল থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না ।

অন্যদিকে দ্বিবেদীর মেয়াদ বেড়ে যাওয়ার ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল প্রয়োজন হচ্ছে না। সেদিক দিয়ে আশ্বস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ, প্রশাসনে দ্বিবেদী তাঁর 'আস্থাভাজন' বলেই পরিচিত।উল্লেখ্য, ২০২১ সালে তত্‍কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর ওই চেয়ারে বসেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস অফিসার। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছিলেন। অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন দ্বিবেদী।

WestBengalBangla

Jun 30 2023, 12:43

*তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী*


নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির দফতরে হাজির হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 

এদিন নির্ধারিত সময়ের সামান্য আগেই সেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পর থেকেই তাঁর সন্ধান মিলছিল না । তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সায়নীকে ইডি তলব করেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।' সেইসঙ্গে তিনি বলেন, '১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’তবে , ইডির দফতরে তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

WestBengalBangla

Jun 30 2023, 12:43

তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী


নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির দফতরে হাজির হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এদিন নির্ধারিত সময়ের সামান্য আগেই সেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পর থেকেই তাঁর সন্ধান মিলছিল না । তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী।

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সায়নীকে ইডি তলব করেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।' সেইসঙ্গে তিনি বলেন, '১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’তবে , ইডির দফতরে তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

WestBengalBangla

Jun 30 2023, 07:54

*কলকাতায় ফের বাড়বে ভ্যাপসা গরম? জেনে নিন আজকের আবহাওয়া*


ফের বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ ও কাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে বলে পূর্বাভাস।

আজ দক্ষিণবঙ্গের ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে গতকাল থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস।