/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী West Bengal Bangla
তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী


নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির দফতরে হাজির হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এদিন নির্ধারিত সময়ের সামান্য আগেই সেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পর থেকেই তাঁর সন্ধান মিলছিল না । তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী।

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সায়নীকে ইডি তলব করেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।' সেইসঙ্গে তিনি বলেন, '১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’তবে , ইডির দফতরে তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

*কলকাতায় ফের বাড়বে ভ্যাপসা গরম? জেনে নিন আজকের আবহাওয়া*


ফের বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ ও কাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে বলে পূর্বাভাস।

আজ দক্ষিণবঙ্গের ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে গতকাল থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৩০ শে জুন ( শুক্রবার)*


মেষ:​ গম্ভীর মনোভাব বর্জন করুন। চারপাশে একঘেয়েমি অনুভব করবেন এবং কিছু সমস্যার সম্মুখীন হবেন। অনিদ্রায়, ক্লান্তিতে দৈনন্দিন কাজে দেরি হতে পারে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃষ:অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটি প্রকল্পে কাজ শুরু করতে পারেন যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে। সামাজিক খ্যাতি বাড়াতে আপনার সামাজিক যোগাযোগ বাড়ানো দরকার।

মিথুন:আপনার ভদ্র স্বভাব আজ আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়িয়ে তুলবে। গার্হস্থ্য বিষয়ে মনোযোগ দিতে প্রস্তুত থাকুন এবং ঘরোয়া ব্যাপারে সিদ্ধান্ত নিতে স্ত্রীর সাহায্য নেবেন।

কর্কট: কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তন হতে পারে। আপনি আত্মবিশ্বাসী এবং খুশি হবেন। আপনি সুস্থ বোধ করতে পারেন। আপনার আশপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানে আপনার সাহায্য নিতে পারে, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারের।

সিংহ:​ আজ নিজেকে বোঝা খুব দরকার। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনি আপনার কাজে অগ্রগতি হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আশা করতে পারেন।

কন্যা: আপনার অর্থ নিরাপদ রাখুন। জীবনে অগ্রগতি অনুভব করবেন। আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কোনও কারণে বন্ধ থাকা প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে।

তুলা:আপনার ব্যবসায়ে নতুন চিন্তার বাস্তবায়ন করবেন। প্রতিপক্ষ এবং গোপন শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃশ্চিক: কাজ সঠিক সময়ে করুন। চলতে থাকা কাজ বন্ধ হতে পারে। আপনাকে যোগাযোগ সম্পর্কে সচেতন হতে হবে যা আপনার সামাজিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

ধনু:ব্যবসার কথা কারওকে বলবেন না। আপনি সুখী এবং আত্মবিশ্বাসী থাকবেন। গত সপ্তাহের জটিল পরিস্থিতি শেষ হবে। চারপাশের লোকদের সাহায্য করবেন। যা সমাজে আপনার অবস্থান উন্নত করবে।

মকর: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিপক্ষ এবং শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ভুলের উপরও আপনার নিয়ন্ত্রণ থাকবে, যা আপনাকে চারপাশের নেতিবাচক পরিবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস দেবে।

কুম্ভ:আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন। আপনার একাগ্রতা বাড়বে। আপনি কাজে আপনার সেরাটা করতে সক্ষম হবেন। কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

মীন: কারওকে ছোট করে কথা বলবেন না। অভদ্রতার শিকার হতে পারেন। যোগাযোগ শৈলী নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হবে, কঠোর কথা বলায় চারপাশে সমস্যা তৈরি করতে পারেl

*ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা! জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তর থেকে দক্ষিণ গোটা পশ্চিমবঙ্গেই জাঁকিয়ে বসেছে বর্ষা।আজও সেই রেশ বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান হ্রাস পাবে। বৃহস্পতিবার কলকাতার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। শেষ দু-তিনদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও আজ থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আজ থেকে ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে উত্তরে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জোর বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রার পারদও বেশ কিছুটা পড়বে বলে পূর্বাভাস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৯ শে জুন ( বৃহস্পতিবার)*


মেষ:​ গম্ভীর মনোভাব বর্জন করুন। চারপাশে একঘেয়েমি অনুভব করবেন এবং কিছু সমস্যার সম্মুখীন হবেন। অনিদ্রায়, ক্লান্তিতে দৈনন্দিন কাজে দেরি হতে পারে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃষ:অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটি প্রকল্পে কাজ শুরু করতে পারেন যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে। সামাজিক খ্যাতি বাড়াতে আপনার সামাজিক যোগাযোগ বাড়ানো দরকার।

মিথুন:আপনার ভদ্র স্বভাব আজ আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়িয়ে তুলবে। গার্হস্থ্য বিষয়ে মনোযোগ দিতে প্রস্তুত থাকুন এবং ঘরোয়া ব্যাপারে সিদ্ধান্ত নিতে স্ত্রীর সাহায্য নেবেন।

কর্কট: কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তন হতে পারে। আপনি আত্মবিশ্বাসী এবং খুশি হবেন। আপনি সুস্থ বোধ করতে পারেন। আপনার আশপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানে আপনার সাহায্য নিতে পারে, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারের।

সিংহ:​ আজ নিজেকে বোঝা খুব দরকার। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনি আপনার কাজে অগ্রগতি হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আশা করতে পারেন।

কন্যা: আপনার অর্থ নিরাপদ রাখুন। জীবনে অগ্রগতি অনুভব করবেন। আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কোনও কারণে বন্ধ থাকা প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে।

তুলা:আপনার ব্যবসায়ে নতুন চিন্তার বাস্তবায়ন করবেন। প্রতিপক্ষ এবং গোপন শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃশ্চিক: কাজ সঠিক সময়ে করুন। চলতে থাকা কাজ বন্ধ হতে পারে। আপনাকে যোগাযোগ সম্পর্কে সচেতন হতে হবে যা আপনার সামাজিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

ধনু:ব্যবসার কথা কারওকে বলবেন না। আপনি সুখী এবং আত্মবিশ্বাসী থাকবেন। গত সপ্তাহের জটিল পরিস্থিতি শেষ হবে। চারপাশের লোকদের সাহায্য করবেন। যা সমাজে আপনার অবস্থান উন্নত করবে।

মকর: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিপক্ষ এবং শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ভুলের উপরও আপনার নিয়ন্ত্রণ থাকবে, যা আপনাকে চারপাশের নেতিবাচক পরিবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস দেবে।

কুম্ভ:আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন। আপনার একাগ্রতা বাড়বে। আপনি কাজে আপনার সেরাটা করতে সক্ষম হবেন। কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

মীন: যোগাযোগ শৈলী নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হবে, কঠোর কথা বলায় চারপাশে সমস্যা তৈরি করতে পারেl

*হেলে পড়ল চারধাম যাত্রার গোপীনাথের মন্দির! আতঙ্কিত পুণ্যার্থীরা*


আচমকাই হেলে পড়ছে চারধামের ঐতিহাসিক মন্দির। উত্তরাখণ্ডের চামোলি জেলায় চারধাম যাত্রাপথে রয়েছে গোপীনাথের মন্দির। সূত্রের খবর, প্রাচীণ এই মন্দিরের একাংশ হেলে পড়েছে। ইতিমধ্যেই মন্দিরের সেবায়েত এবং জনপ্রতিনিধিরা পুরাতত্ত্ব বিভাগের কাছে এই সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গোপীনাথ মন্দিরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে এই হেলে পড়া অংশটি দেখাচ্ছেন মন্দিরের সেবায়েত এবং স্থানীয়রা। জানা গিয়েছে, ব্যপার সংঘের অধ্যক্ষ অঙ্কোলা পুরোহিত এবং গোপীনাথ মন্দিরের সেবায়েত হরিশ ভট্ট ইতিমধ্যেই পুরাতত্ত্ব বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছেন, এই মন্দিরের ভিতর ছাদ থেকে জল পড়ে।

নাগাড়ে জল পড়ার জেরে মন্দিরের উপরিভাগে একাংশ ধসে পড়ার উপক্রম হয়েছে। কিছুটা অংশ হেলে পড়েছে বলেও দাবি তাঁদের। অবিলম্বে মন্দিরের সংস্কার না হলে বড় বিপত্তি হতে পারে বলে জানাচ্ছেন সেবায়েত।এদিকে, এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন পুণ্যার্থীরা।

*উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল*


উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল। রাজ্যপালকে ঘিরে গো-ব্যাক স্লোগান। বৈঠকের আগেই তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর। এই মূহুর্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ চলছে।

*দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাত! জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তরের পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। গত সপ্তাহের শেষ থেকেই রাজ্য জুড়ে বর্ষার যথেষ্ট দাপট লক্ষ্য করা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এবার পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঢুকে গেছে বর্ষা। গতকালই সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আজও সেই ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

হাওয়া অফিস তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের পর বুধবারেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ। বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ শহর কলকাতার একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২ ৮ শে জুন ( বুধবার)*


মেষ: স্ত্রীর ভালোবাসা নতুন করে অনুভব করবেন। সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যাগুলি এখন সমাধান হয়ে যাবে। আইনি বিষয়ে আপনি বিজয়ী অবস্থানে থাকতে পারেন। শত্রু এবং আপনার লুকানো শত্রুদের নিয়ন্ত্রণে থাকবে।

বৃষ: অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। অধৈর্য এবং নিরাপত্তাহীন বোধ করতে পারেন, যা আপনাকে কর্মক্ষেত্রে বা বাড়িতে নতুন কিছু করার চেষ্টা করতে বাধা দিতে পারে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করুন।

 

মিথুন: বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়টি ভালো। আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করবেন। আগে করা পরিশ্রমের ফল পাবেন। ভাইবোনদের সাথে চলমান বিবাদ এখন মীমাংসা হয়ে যাবে। যার ফলে পরিবারে খুশির পরিবেশ দেখা যাবে।

কর্কট: দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে মানসিক চাপ থাকবে। আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী বোধ করবেন। ব্যবসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত হতে পারেন। পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় উপভোগ করতে পারেন।

সিংহ: অনেক মানুষ আপনাকে প্রেম নিবেদন করতে পারে। যেখানেই প্রতারণার সম্ভাবনা থাকবে, সেখানেই আপনার বুদ্ধিমত্তা কাজ করবে। একটি নতুন প্রকল্প শুরু করার জন্য পরিকল্পনা করবেন। যা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে।

কন্যা: কোনও খারাপ খবরে মন স্থির রাখুন। আপনার আশেপাশের লোকদের প্রতি আপনার আরও শ্রদ্ধা থাকবে, আপনি আপনার যোগাযোগ দক্ষতার সাহায্যে ব্যবসা থেকে কিছু লাভ পাবেন। ফলে আপনার সঞ্চয় বাড়বে।

তুলা: বিশেষ কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনি আত্মশক্তি অনুভব করবেন। আপনার অভ্যন্তরীণ আত্মা আপনাকে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আধ্যাত্মিক সমৃদ্ধি উপভোগ করবেন।

বৃশ্চিক: সকালে কোনও সংবাদ পাবেন যাতে সারাদিন চমৎকার কাটবে। সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। দুশ্চিন্তা ও অস্থিরতা আপনাকে বিরক্ত করতে পারে। নিদ্রাহীনতায় ভুগতে পারেন, যা দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করবে।

ধনু: আপনার বিবাহিত জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে। আপনি ঘুমের অভাবে ভুগবেন, আপনাকে কিছু মানসিক চাপের সম্মুখীন হতে হবে। হতাশা আপনাকে রাগান্বিত এবং অধৈর্য বোধ করতে পারে। অধৈর্যতা ও তাড়াহুড়ার কারণে কিছু ভুল সিদ্ধান্ত নেবেন।

মকর: কর্মক্ষেত্রের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। আপনার সৃজনশীল দক্ষতা বাড়ি বা কর্মক্ষেত্র সংস্কার করতে ব্যবহার করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারে। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন, যা কর্মজীবনকে উন্নত করবে।

কুম্ভ: ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর সাথে ভালো মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। ফলে স্ত্রীর সাথে আপনার বন্ধন উন্নত হবে, যা গার্হস্থ্য জীবনে সম্প্রীতি বাড়াতে পারে। আপনি অন্যান্য ঘরোয়া বিষয়ে ব্যস্ত থাকবেন।

মীন: সন্ধেবেলায় দূরের কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন। কিছুদিন ধরে চলমান খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কাজের প্রতি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 

বিএসএফরা নিরপেক্ষভাবে কাজ করুন, কড়া বার্তা মমতার


কোচবিহারের পর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির চেকেন্দা ভাণ্ডারী মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের মত মঙ্গলবারও জনসভা থেকে তৃণমূল নেত্রী বিএসএফকে নিশানা করেন। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বিএসএফ–কে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। কোচবিহারের দিনহাটায় গুলিতে তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনা নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, 'কোচবিহারে বিএসএফের গুলিতে কয়েকজন মারা গিয়েছে। আমি মনে করি না বিএসএফের সবাই খারাপ। তবে আমি তাদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করব। মোদী আজ আছে কাল থাকবে না। কিন্তু বিএসএফকে আজীবন দেশ রক্ষা করতে হবে।

'মঙ্গলবার শুধু বিএসএফকেই নয় প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘‌মোদী আছে কাল থাকবে না। কিন্তু আপনারা সীমান্ত রক্ষার জন্য থাকবেন। তাই নিরপেক্ষ হয়ে কাজ করুন। আজও শুনলাম বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসে কোচবিহারে গুলি করে একজনকে মেরে দেওয়া হয়েছে।’‌ আর প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‌আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ছয় মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।’‌ উল্লেখ্য, দলের কাজে উত্তরবঙ্গে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে তিনি গতকাল বৈঠক করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।