/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ২৫শে জুন ( রবিবার)* West Bengal Bangla
WestBengalBangla

Jun 25 2023, 07:41

*আজকের রাশিফল ২৫শে জুন ( রবিবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন।

WestBengalBangla

Jun 25 2023, 07:35

*প্রবল বৃষ্টিতে ভাসতে চলছে দক্ষিণবঙ্গে! জেনে নিন আজকের আবহাওয়া*


অবশেষে পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। তবে অস্বস্তিকর গরম কবে কাটবে? আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে আজ সকালের দিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আপাতত এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে । কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,বৃষ্টির জেরে  আগামী তিন দিনে রাজ্যের  দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

WestBengalBangla

Jun 24 2023, 13:34

*নিজাম প্যলেসে সংশোধনাগারের চিকিৎসককে তলব তদন্তকারী সংস্থার*

প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব সিবিআইয়ের। ২৬ জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে, প্রেসিডেন্সি জেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই।

অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। এরপর কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই,ইডি। সেই একই নির্দেশ বহাল রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। গত ২০ মে সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। কুন্তলের বিতর্কিত চিঠিকে কেন্দ্র করে গত ৯ জুন প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। নঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, ‘‘গোটা বিষয়টি বিচারাধীন। আদালতের নির্দেশ ছাড়া মন্তব্য করা ঠিক নয়।’’

WestBengalBangla

Jun 24 2023, 07:20

*রাজ্যে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*

গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের মতো প্রবল বর্ষণ না হলেও এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঢুকে যাবে বর্ষা। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজই দক্ষিণবঙ্গেরও সমস্ত অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Jun 24 2023, 07:18

*আজকের রাশিফল ২ ৪শে জুন ( শনিবার)*


মেষ : আর্থিক অসুবিধায় পড়ে আজ ভবিষ্যতের অর্থ সঞ্চয়ের জন্য পরিকল্পনা করবেন। প্রেমিকা বা স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। তাদের দায়িত্ব নিতে শিখুন। কোথাও ঘুরতে গিয়ে ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে।

বৃষ : হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া আপনার চিন্তার কারণ হবে। অতিরিক্ত খাওয়াদাওয়া আপনার শরীরের ক্ষতি করতে পারে। নিয়মিত শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখুন। একান্তে কিছুটা সময় কাটান।

মিথুন : সাম্প্রতিক কিছু ঘটনা আপনাকে ব্যস্ত রাখবে। মনের শান্তি বিঘ্নিত হবে। ভবিষ্যতের জন্য সম্পদ বাড়ানোর পরিকল্পনা করুন। প্রেমিকাকে অযথা উপদেশ দেবেন না। তিক্ততা বাড়তে পারে।

কর্কট : আপনার অকপট মতবাদ আপনার বন্ধুদের মনে আঘাত করতে পারে। এর ফলে সম্পর্কের অবনতি হবে। কাউকে সাহায্য করতে গিয়ে নিজে আর্থিক সমস্যায় পড়তে পারেন। সন্ধ্যায় পরিবারের জন্য কোনও সুখবর আসবে।

সিংহ : আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হওয়ার অনেক কাজ সহজ হয়ে যাবে। পরিবারের গুরুজনদের সহায়তায় অনেক সুবিধা হবে। ভ্রমণ আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে।

কন্যা : বন্ধুদের সাথে কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বাড়িতে অপ্রত্যাশিত অতিথি আসতে পারে। বিনোদনে বেশি খরচ করবেন না। কর্মক্ষেত্রে সকলের সমর্থন পাবেন।

তুলা: আজ আপনি অসুস্থতা কাটিয়ে উঠবেন। কোনও প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারেন। পরিবারের সদস্যদের উপার্জন ভালো হবে। নতুন ধারণাকে পরীক্ষা করার পক্ষে আজ ভালো দিন।

বৃশ্চিক : অনেক দিন ধরে চলে আসা সমস্যার আজ সমাধান হবে। দুগ্ধজাত শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। অফিসের কাজ ব্যস্ত থাকায় বাড়িতে সময় দিতে পারবেন না। অবসর সময়ে নিজের পছন্দের কাজ করুন।

ধনু : আজ শ্বশুর বাড়ির তরফ থেকে আর্থিক এবং অন্যান্য সুবিধা পেতে পারেন। নতুন প্রকল্পের পক্ষে আজকের দিনটি ভালো। শিক্ষার্থীদের আজ নিজেদের সংযত রেখে পড়াশোনা করা উচিৎ।

মকর : আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন। অকারণ কারোর সাথে কথা বলে সময় নষ্ট করবেন না।

কুম্ভ : আজ আপনার শরীর ও মন তরতাজা থাকায় সব কাজ খুব সহজেই করতে পারবেন। কোনও পুরানো ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। পুরানো জিনিস দেখতে গিয়ে কিছুটা সময় যাবে।

মীন : শরীর আজ ভালো থাকবে। মনের অবস্থাও ভালো থাকায় কাজে উদ্যম পাবেন। অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যার সমাধান হবে। আপনার সৃজনশীল কাজ আজ প্রশংসা পাবে। আপনাকে খ্যাতি এনে দেবে।

WestBengalBangla

Jun 23 2023, 17:39

*পাটনা থেকেই ইতিহাস শুরু হবে,জোট-বৈঠক শেষে মন্তব্য মমতা*


 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার জন্য শুক্রবার পাটনায় জোট বৈঠকে মমতার নিশানায় বিজেপি। বিরোধী দলের সঙ্গে জোট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, 'আমাদের বিরোধী বলবেন না। আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখান থেকেই ইতিহাস শুরু হবে । বিজেপি চায় ইতিহাস বদলে যাক। আর আমরা চাই বিহার থেকে ইতিহাস রক্ষা হোক। আমাদের লক্ষ্য এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।'

বিরোধী বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন,'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির । রাজভবনকে বিকল্প সরকার হিসেবে গড়ে তোলা। যে কেউ ভিন্নমত পোষণ করলে ইডি, সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে ।" উল্লেখ্য , লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক হয় শুক্রবার। যেখানে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়েরই সিদ্ধান্তে একমত হন সকলে। পাটনার পর সিমলায় অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী বিরোধী বৈঠক । তবে কবে অনুষ্ঠিত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

WestBengalBangla

Jun 23 2023, 07:29

*প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গের এই ৩ জেলায়! জেনে নিন আজকের আবহাওয়া*


বর্ষার শুরুতেই বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জায়গায় যেন মেঘ ভাঙা বৃষ্টি। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অতি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী ৪৮ ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। সুতরাং পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস।

 

WestBengalBangla

Jun 23 2023, 07:26

*আজকের রাশিফল ২ ৩ শে জুন ( শুক্রবার)*


মেষ: ব্যবসা বাড়ানোর ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। বিদেশি বা শহরের বাইরের যোগাযোগ আপনাকে সফলভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতে পারে।পারিবারিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবেl

বৃষ: স্বাস্হ্যের জন্য অত্যন্ত ভালো দিন। বন্ধ থাকা প্রকল্পগুলো শুরু হবে। ব্যবসায় লাভের দিক থেকে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। কঠোর পরিশ্রমের জন্য কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন: নিজের লক্ষ্যের দিকে নজর দিন। দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন, যা সম্ভবত অদূর ভবিষ্যতে আপনাকে আর্থিক সুবিধা দেবে। কাজ এবং ব্যবসায় নতুন ধারণা বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

কর্কট: আজ যথেষ্ট অর্থের অধিকারী হবেন। ভবিষ্যতে আয় বৃদ্ধির জন্য ব্যবসায় আরও মূলধন বিনিয়োগ করতে পারেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহারিক জ্ঞান ব্যবহার করুন। এতে কাজ এবং ব্যবসার প্রসার ঘটবে।

সিংহ: ব্যস্ততা আপনাকে খিটখিটে করে তুলতে পারে। রুটিন কাজগুলিতে বাধার সম্মুখীন হবেন, যাতে আপনার অস্বস্তি বাড়বে। আপনার প্রকল্পগুলি কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে। এই সময়ের মধ্যে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

কন্যা: আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে। বিতর্ক এড়াতে হবে, অন্যথায় এটি আপনাকে নেতিবাচক প্রভাব আনবে। স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক সমস্যাগুলি সমাধান হবে। আইনি বিবাদে বিজয়ী হতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কেরিয়ারের উন্নতির জন্য শিক্ষাগত কোর্সের পরিকল্পনা করতে পারেন। অতিরিক্ত দায়িত্ব বোঝা মনে হবে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাধা মোকাবেলা করুনl

বৃশ্চিক: আবেগপ্রবণ স্বভাব স্বাস্থ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি আপনার প্রতিপক্ষদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার মেধা বাড়বে। ভালো কর্মজীবনের জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারেন।

ধনু:​ অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে। চাকরিপ্রার্থীরা ভালো চাকরি পাওয়ার আশা করবেন। সন্তানদের শিক্ষার ফলাফল ভালো হবে। আশপাশের মানুষের মধ্যে আপনার সম্মান বাড়বেl

মকর: সমব্যথী বন্ধুর সঙ্গে দেখা হবে। ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আত্মীয়দের সাথে বিবাদ মিটে যাবে। আপনার অধস্তনরা আপনার কঠিন সিদ্ধান্তে আপনাকে সাহায্য করবে।

কুম্ভ:​ জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। সামাজিক জীবনে, আপনি আপনার চারপাশের লোকদের সাথে ভদ্র আচরণ করবেন। আপনার অতিরিক্ত প্রত্যাশা আপনাকে ক্লান্ত করবে। পরিবারের সদস্যরা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেl

মীন: সিদ্ধান্ত নেওয়ার আগে মনঃসংযোগ করুন নিজের। আপনি লিখিত বা মৌখিকভাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন। যোগাযোগ দক্ষতার সাহায্যে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেনl

WestBengalBangla

Jun 22 2023, 19:06

*বিরোধীদের বৈঠকে যোগ দিতে লালু প্রসাদের বাড়িতে মমতা- অভিষেক*


 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠনের জন্য পাটনায় লালু প্রসাদের বাড়িতে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম । দু পক্ষের মধ্যে উপহার আদান প্রদান ও হয় । এই বৈঠকে যোগদান করবেন রাহুল গান্ধী এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও । এদিন তেজস্বী যাদব বলেন, ‘আপনি পাটনা আসায় জোটের বৈঠক সাফল্য পেল।’ মমতা বন্দোপাধ্যায় বলেন, “আপনার শরীর কেমন আছে? আমি সকলের জন্য উপহার এনেছি। বাংলার মিষ্টিও এনেছি।”

তখন রাবড়ি দেবী জানান, “মধুবনী শিল্প বিখ্যাত। এটা আপনার জন্য।”জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে।

 প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে রোখার কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে। ওই বৈঠকে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে মমতার সঙ্গে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমও । উল্লেখ্য , এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা । তবে , এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তার দিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল ।

WestBengalBangla

Jun 22 2023, 18:42

*নির্বাচনে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি কমিশনের*


 পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারবার হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে ধাক্কা খাওয়ার পর হুশ ফিরল নির্বাচন কমিশনের । বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এ ব্যাপারে কলকাতা হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছিল কমিশনকে। সেই নির্দেশ অনুসারে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অন্তত সেই সংখ্যক তার বেশি আধাসেনা জওয়ান এবারের ভোটেও মোতায়েন করতে বলেছিল আদালত।

একই সঙ্গে কমিশনকে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে ওই বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে কমিশনকে। এছাড়াও এর পাশাপাশি ২০১৩ সালের তুলনায় বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করে নির্বাচন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়কে সমর্থন করে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানির বাহিনী চাইল কমিশন। যদিও ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতিই জানিয়েছেন, এ বারের পঞ্চায়েত ভোট অনেক বেশি শান্তিপূর্ণ। মমতা গত বেশ কয়েক বছরের পঞ্চায়েত ভোটের পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, এর আগে এত শান্তিপূর্ণ ভোট হয়নি রাজ্যে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ। তবে , সূত্র মারফর জানা যাচ্ছে, কাল সকাল থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিমী মোতায়েন হতে চলেছে রাজ্যে।