*কমিশনার মনোনয়নকে ঘিরে মমতা- রাজ্যপাল সংঘাত*
রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপর ক্ষুব্ধ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি সি ভি আনন্দ বোস। ফলে ওই পদে আর রাজীব সিনহার কার্যকরিতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে শাসক দল তৃণমূল। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সাফ বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। মুখ্যমন্ত্রী রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নিয়ে বলেন,'আমাদের কাছে এই ব্যাপারে কোন খবর নেই ।
এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা সাংবিধানিক পদ। তাঁকে শপথ নিতে হয়। উনি ফাইল ক্লিয়ার করেছিলেন।সবকিছু এত সহজ নয়। রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন। কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি। কমিশনারকে সরাতে হলে বিচারপতিদের ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।' উল্লেখ্য, এদিন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। বিচারপতি এই বিষয়ে জানতে চেয়েছিলেন। কমিশনার আদৌ দায়িত্বে আছেন কি না? জবাবে কমিশনের তরফে বলা হয়েছিল, কমিশনার নিজের দায়িত্বে আছেন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনারে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্যপাল জানান, 'রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে মন্ত্রিসভার সুপারিশক্রমেই নিয়োগ করেছিলাম। ভেবেছিলান উনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করাতে পারবেন। কমিশনারের নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু ওনার কাজে বাংলার মানুষ হতাশ।' উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত।
Jun 22 2023, 18:42