*অস্থায়ী উপাচার্যদের বেতন বন্ধ করে রাজভবনকে কড়া বার্তা রাজ্যের*
ফের শুরু রাজ্য এবং রাজ্যপালের সংঘাত । বর্তমানে রাজ্যে কল্যাণী , যাদবপুর সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগকে 'বেআইনি' ঘোষণা করে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্য। এই নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না।
এবার আরও একধাপ এগিয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব রেজিস্ট্রারের কাছে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজভবনের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিক্ষামন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, রাজভবন সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছিলেন ব্রাত্য। উল্লেখ্য , বর্তমানে ১৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে রাজভবন ।
রাজ্যপালের নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের দায়িত্বভার না নেওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। কিন্তু, ব্রাত্যর অনুরোধের তোয়াক্কা না করে একজন ছাড়া বাকি সকলেই উপাচার্য পদের দায়িত্ব নেন। তা নিয়েই বর্তমানে শুরু হয়েছে তরজা । তাই , রাজ্যপালের এই অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে ।
Jun 13 2023, 13:21