*করমন্ডল দুর্ঘটনায় আটক ৩ রেলকর্মী*
করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২ জুন । এই ঘটনার জেরে তদন্তে নামে সিবিআই । এই ভয়াবহ দুর্ঘটনার টানা ১০ দিন পর সোমবার সিবিআই তিনজন রেল কর্মীকে আটক করে । জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে সিবিআই । কোনও যান্ত্রিক, ত্রুটি, সিগন্যাল বিভ্রাট, অন্তর্ঘাত না কি রেলকর্মীর গাফিলতি? ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন করা শুরু করেছে সিবিআই ।
উল্লেখ্য , এরআগে একাধিক বার রেল কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই । অন্যদিকে তদন্তের খাতিরেই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । অন্যদিকে সিবিআই দলগুলি। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা। ফলে এই তদন্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বলে জানাচ্ছে রাজনৈতিক দলগুলি।
গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৮৮ জন এবং আহত হয়েছিলেন ১২০৮ জন । এই ঘটনার জেরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকেই বাহানাগা বাজার স্টেশনে উদ্ধারকাজের তদারকিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ।
Jun 13 2023, 06:57