/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *করমন্ডল দুর্ঘটনায় আটক ৩ রেলকর্মী* West Bengal Bangla
*করমন্ডল দুর্ঘটনায় আটক ৩ রেলকর্মী*


করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২ জুন । এই ঘটনার জেরে তদন্তে নামে সিবিআই । এই ভয়াবহ দুর্ঘটনার টানা ১০ দিন পর সোমবার সিবিআই তিনজন রেল কর্মীকে আটক করে । জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে সিবিআই । কোনও যান্ত্রিক, ত্রুটি, সিগন্যাল বিভ্রাট, অন্তর্ঘাত না কি রেলকর্মীর গাফিলতি? ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন করা শুরু করেছে সিবিআই । 

উল্লেখ্য , এরআগে একাধিক বার রেল কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই । অন্যদিকে তদন্তের খাতিরেই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । অন্যদিকে সিবিআই দলগুলি। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা। ফলে এই তদন্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বলে জানাচ্ছে রাজনৈতিক দলগুলি। 

গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৮৮ জন এবং আহত হয়েছিলেন ১২০৮ জন । এই ঘটনার জেরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকেই বাহানাগা বাজার স্টেশনে উদ্ধারকাজের তদারকিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ।

*ঠাকুরনগরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি শান্তনু ঠাকুরের*


নবজোয়ার কর্মসূচিতে অভিষেক আসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ঠাকুরনগর। নষ্ট করা হয় সরকারি সম্পত্তি এবং চাঁদপাড়া স্বাস্থ্য কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা এই ঘটনায় পুলিশ আট জনকে গ্রেফতার করে , যার মধ্যে রয়েছে বিজেপির একাধিক কার্যকর্তা ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়,জ্যোতিপ্রিয় মল্লিক,ব্রাত্য বসু সুজিত বসুদের মদতে পুলিশ অনৈতিকভাবে মারধর করে এবং গ্রেফতার করেছে পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবী জানিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ।

রবিবার ঠাকুরনগরের যারা আহত হয় তাদেরকে ভর্তি করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীসহ বিজেপির বেশ কিছু কর্মকর্তা গেলে পুলিশের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে সেই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে সিবিআই তদন্তের দাবি করল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

*অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রে জারি ১৪৪ ধারা নির্বাচন কমিশনের*


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে লাগাতার চলছে অশান্তি । তাই এবার অশান্তি রুখতে পথে নামলো নির্বাচন কমিশন । সোমবার থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সূত্রের খবর, মনোনয়ন কেন্দ্রের মধ্য়ে প্রার্থী সহ মাত্র ২জন ঢুকতে পারবেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও হিংসা না ছড়ায় সেকারণে এই সিদ্ধান্ত। তাছাড়া মনোনয়নকে কেন্দ্র করে যাতে জমায়েত না হয় সেকারণে কড়়া নির্দেশ। মূলত হিংসা বিহীন ভোট করাটা এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য , জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এইবছর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রক্ত ঝরেছে বাংলায় । মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। ডোমকলে অস্ত্র সহ ধরা পড়েছিল তৃণমূল নেতা হাসিম মোল্লা। একেবারে বিডিও অফিসের সামনে ধরা পড়েছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল। এবার এটাই দেখার ১৪৪ ধারা জারি হওয়ার পর আদৌ কি শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা দিতে পারবে প্রার্থীরা । তবে এই ধারা জারি নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি ।

*পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপির অন্দরে কোন্দল*


পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী নিয়ে কোন্দল বিজেপির অন্দরে। মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বিজেপির নেতা উকিল মন্ডল এবং বিজেপির বহিস্কৃত নেতা নিতাই মন্ডলের নেতৃত্বে ১২ জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মনোনয়নের জন্য ডি সি আর কাটলেন নির্দল প্রার্থী হিসেবে। জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত ১২ জন বিজেপি নেতারা।

অন্যদিকে, দলের অন্দরে ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপস গুপ্ত। তাপস গুপ্ত বলেন,দলের অন্দরে ক্ষোভ আছে। বিজেপির মনোভাবাপন্ন কর্মীরা নির্দলে দাঁড়ালে দলের ক্ষতি হবে।তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

ইতিমধ্যেই বিজেপির অন্দরের কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল। পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সুশান্ত কুন্ডু বলেন, এই ঘটনা থেকে প্রমাণ হয় যে বিজেপির অন্দরে কোন্দল আছে। তার কেবলমাত্র তৃণমূলের বিরোধিতা করে চলছে।

*পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা! জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণ ভারতে বর্ষার আগমনবার্তা এসে পৌঁছলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। সোমবার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। স্বস্তির বৃষ্টির আশায় জেলাবাসী। কিন্তু বঙ্গে মৌসুমী বর্ষা কবে নামবে হাওয়া অফিস তার পূর্বাভাস এখনও দিতে পারেনি।

সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই কেরালায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতেও ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার পশ্চিমবঙ্গের পালা। সোমবার থেকেই প্রবেশ করবে মৌসুমী বায়ু ফলে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১২ ই জুন ( সোমবার) *


মেষ: অন্যের কথায় বিনিয়োগে ক্ষতি হতে পারে। ভ্রমণের সময়ে নতুন বন্ধু পেতে পারেন। পত্নীর সাথে সুখকর সময় কাটবে। কোনও নতুন বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে যাচাই করুন।

বৃষ: মনের জোর বজায় রাখুন। কোনও ধর্মীয় স্থানে গিয়ে আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেন। আজ যথেষ্ট পরিমাণে অর্থলাভ হবে। মনেও শান্তি থাকবে। নিজের মূল্যবান সময় অকারণে ব্যয় করবেন না।

মিথুন: বাড়িতে নতুন কিছু করার আগে সকলের অনুমতি নিন। আপনার আত্মবিশ্বাস আজ সকলকে অনুপ্রাণিত করবে। ব্যবসায়িক লাভের সম্ভাবনা। সাজ পোশাকের দিকে নজর দিন। বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে।

কর্কট : অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক খারাপ করতে পারে। আজ খেলাধূলায় কিছু সময় কাটাতে পারেন। সন্তানদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। প্রিয়জনের সাথে ঘুরতে যেতে পারেন।

সিংহ : জমি বা বাড়িতে বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকায় আজ বন্ধুদের সাথে খেলাধূলায় কিছু সময় কাটবে। অন্যের কথায় কান দেবেন না। সংসারে শান্তি বজায় থাকবে

কন্যা: কাছের মানুষের বিরুদ্ধে মামলার জন্য খরচ হতে পারে। সমস্ত সমস্যা মিটে যাবে। অবসর যাপনের সুযোগ পাবেন আজ। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আনন্দ পাবেন। পরিবারের কারওর শারীরিক সমস্যা হতে পারে।

তুলা: আপনার বেহিসেবি চালচলন বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হবে। নতুন কোনও বিনিয়োগের আগে সতর্ক থাকা প্রয়োজন। কমবয়সীদের জীবনে নতুন প্রেম আসতে পারে। সময়ের অপচয় করবেন না। ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক: অকারণ ব্যয়গুলিকে কমিয়ে ফেলার চেষ্টা করুন। আজ হতাশা কাটিয়ে উঠে নতুন উদ্যমে সব কিছু শুরু করবেন। কর্মক্ষেত্রে সুনাম হবে। অপর মানুষকে সাহায্য করবেন।

ধনু: নতুন প্রেমের জন্য পকেট খালি হতে পারে আজ। আজ শরীরচর্চা করে স্বাস্থ্যকে ঠিক রাখুন। বিবাহিতদের জন্যও দিনটি ভালো। দাম্পত্যপ্রেম নতুন উচ্চতা পাবে। কাজে ভালো পারিশ্রমিক পাবেন।

মকর: কারওকে টাকা ধার দিলে পরে ক্ষতি হতে পারে। পুরনো দিনের স্মৃতিচারণে মন ভালো থাকবে। পুরনো বন্ধুদের সাথে সাক্ষাতে মনোরম সময় কাটবে। কাজ আপনার নতুন পরিচয় তৈরি করবে।

কুম্ভ: বন্ধুদের সাথে পার্টিতে দিয়ে প্রচুর খরচ হতে পারে। নিজেকে সৃষ্টিশীল কাজে নিযুক্ত রাখুন। নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন। ভবিষ্যতের কথা ভেবে সাশ্রয় করুন। যে কোনও রকম তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।

মীন : বিনোদনের খরচ কমানো দরকার। পুরানো বন্ধু বা পরিচিত কারোর সাথে অবসর সময় কাটিয়ে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে। বন্ধুদের কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। 

*মতুয়াগড়ে ঠাকুরবাড়িতে না পেরে শান্তনুকে চ্যালেঞ্জ অভিষেকের*


তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসার পথে বাধার মুখে পড়লেন অভিষেক বন্দোপাধ্যায় । পুজো দেওয়ার পাশাপাশি বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার ঘর সহ গোটা মন্দির এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। আর তার আসার আগেই এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা গিয়েছিল মন্দির চত্বর এলাকায়। এবার রীতিমতো ঠাকুর বাড়িতে নব জোয়ার যাত্রা আটকাতে ময়দানে নামল মতুয়ার সম্প্রদায়ের এক অংশের মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরেই দেখা যায় নাক মন্দিরে বসে বিক্ষোভ প্রদর্শন করতে মতুয়াদের। 

ঘনঘন স্লোগান তোলা হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর তা নিয়েই উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর ঠাকুরবাড়ি। উল্লখ্য , সেই সময় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের পাশে ছিলেন প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের পত্নী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায়ের আসার কথা শুনেই পথে নামেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। দুই দলের সমর্থকদের মধ্যে বাদানুবাদের মধ্যেই মূল মন্দিরে ঢুকে পড়েন শান্তনু। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ফলে অভিষেকের আর মন্দিরে প্রবেশ করা হয়নি । অবশেষে , বাধ্য হয়েই মন্দিরের বাইরেই পুজো দেন অভিষেক ।

এই ঘটনা নিয়ে অভিষেক বলেন 'প্রতিবার কর্মসূচি শুরু করার আগে বা কর্মসূচির শেষে ঠাকুরবাড়িতে এসে পুজো দিই। আমার রাজনৈতিক কর্মসূচি রয়েছে হাবড়ার। এখান থেকে প্রায় কুড়ি কিমি দূরে। আমরা এখানে আসার কথা ছিল, পুজো দেওয়ার জন্য। আমি কী করে ঢুকতে না পারি, জোরজবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোক দিয়ে। এই মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়। যে কোন ধর্মের মানুষ এখানে আসতে পারে। গুরুচাঁদ বা হরিচাঁদ ঠাকুরের যে লড়াই, সেটাকে পুরোপুরি কলুষিত করল শান্তনু ঠাকুর ও তাঁর গুন্ডাবাহিনী'।তবে অভিষেক চলে যেতেই মন্দিরের বাইরে আসেননি শান্তনু। বেশ কিছু ক্ষণ ভিতরেই ছিলেন। উল্লেখ্য , বিজেপির বিক্ষোভ ঘিরে সংঘাতের আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

*ডোমকলে পিস্তল সহ ধৃত তৃণমূল নেতার জেল হেফাজত*


মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের অঞ্চল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে পিস্তল সহ ৪ রাউন্ড গুলি পুলিশ বাজেয়াপ্ত করে । এই ঘটনার জেরে তৃণমূলের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ১২৫/১/বি অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য , শনিবার তৃণমূল নেতার কাছ থেকে অস্ত্র পাওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় ডোমকলে। অন্যদিকে রবিবার বহরমপুর জেলা আদালতে শুনানি চলাকালীন সময় ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সরকার পক্ষের আইনজীবী ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। 

অন্যদিকে পুলিশের তরফ থেকে রবিবার কোর্টে কোন আবেদনও পেশ করা হয়নি । উল্লেখ্য , শনিবার এই ঘটনা নিয়ে বামেদের অভিযোগ, তারা মনোনয়ন জমা দিতে গেলে বিডিও অফিসের সামনে আটকে দেন তৃণমূলের লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। অন্য দিকে, বাসির মোল্লার দায় নিতে চায়নি তৃণমূল। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, আইন আইনের পথে চলবে। দল এই কাজের বিরুদ্ধে ।

*অভিষেক আসার আগেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ মতুয়াদের*


তৃণমূলের নবজোয়ার কর্মীসূচিতে আজ ঠাকুরনগরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই ঠাকুরবাড়িতে কালো পতাকা নিয়ে জমায়েত করল মতুয়াদের একাংশ। ঠাকুরবাড়ির অধিকাংশ জায়গায় পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পোস্টার। অভিষেককে ঠাকুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও দাবি উঠছে বিজেপির তরফে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস-প্রশাসন। এমনটি মন্দিরের গেটেও লাগিয়ে দেওয়া হল তালা।

অভিষেকের কর্মসূচিকে কেন্দ্র করে দুভাগ ঠাকুরবাড়ির মতুয়ারা। একদল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি। অন্যদিকে, অন্য একটি দল কালো পতাকা নিয়ে হাজির হয়ে যান ঠাকুরবাড়িতে। এনিয়ে উত্তজনার সৃষ্টি হয় ঠাকুরবাড়িতে। অভিষেকের কর্মসূচির বিরোধিতা করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহসংঘের ব্যানারে।

*পরিবেশবান্ধব আতশবাজি তৈরি নিয়ে বৈঠকে মুখ্যসচিব*


মঙ্গলবার পরিবেশবান্ধব আতশবাজির ক্লাস্টার নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। রাজ্যে লাগাতার বেআইনিভাবে তৈরি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তড়িঘড়ি বৈঠকে বসছেন মুখ্যসচিব ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে আতশবাজির বেআইনি ব্যবসা তুলে দিয়ে পরিবেশবান্ধব আতশবাজি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করেন। সূত্রের খবর, যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার পর আগামী মঙ্গলবার প্রশাসনের শীর্ষকর্তা এবং আতশবাজি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যসচিব।

ইতিমধ্যেই পরিবেশবান্ধব আতশবাজি তৈরি করতে নাগপুর থেকে ন্যাশনাল এনভায়রমেন্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে ২২ জনের একটি প্রতিনিধি দল রাজ্যে এসে উপস্থিত হয়েছেন জুনের প্রথম সপ্তাতে । তাই পরিবেশবান্ধব আতশবাজি তৈরি করতে বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্যসচিব ।

সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির তরফ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, প্রশিক্ষণ পর্ব শেষ হলে আগামী কয়েক মাসের মধ্যেই তারা উৎসবের মরসুমের জন্য বাজির তৈরির কাজে হাত দেওয়া হবে । উল্লেখ্য , মঙ্গলবার মুখ্যসচিবের সঙ্গে এই বৈঠককে পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই দিকেই তাকিয়ে আছে বাজি ব্যবসায়িরা ।