*অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রে জারি ১৪৪ ধারা নির্বাচন কমিশনের*
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে লাগাতার চলছে অশান্তি । তাই এবার অশান্তি রুখতে পথে নামলো নির্বাচন কমিশন । সোমবার থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সূত্রের খবর, মনোনয়ন কেন্দ্রের মধ্য়ে প্রার্থী সহ মাত্র ২জন ঢুকতে পারবেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও হিংসা না ছড়ায় সেকারণে এই সিদ্ধান্ত। তাছাড়া মনোনয়নকে কেন্দ্র করে যাতে জমায়েত না হয় সেকারণে কড়়া নির্দেশ। মূলত হিংসা বিহীন ভোট করাটা এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য , জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এইবছর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রক্ত ঝরেছে বাংলায় । মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। ডোমকলে অস্ত্র সহ ধরা পড়েছিল তৃণমূল নেতা হাসিম মোল্লা। একেবারে বিডিও অফিসের সামনে ধরা পড়েছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল। এবার এটাই দেখার ১৪৪ ধারা জারি হওয়ার পর আদৌ কি শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা দিতে পারবে প্রার্থীরা । তবে এই ধারা জারি নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি ।
Jun 12 2023, 15:27