পঞ্চায়েত নির্বাচন ঘোষণার হতেই শাহের কাছে শুভেন্দু
রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দিল্লিতে নর্থ ব্লকে অমিত শাহের দফতরে ৪৫ মিনিট ধরে ২ জনের বৈঠক হয়েছে বলে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে কেউই মুখ খুলতে চাননি।
সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থার কথাও অমিত শাহর কাছে তুলে ধরেন। দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে তাও বিস্তারিত শাহকে জানান তিনি।
কিন্তু এই নির্বাচনে কোনোভাবেই সব আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। যে আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি সেখানে তৃণমূলকে হারাতে অন্য দলের প্রার্থীর পাশে দাঁড়াবে জেলা নেতৃত্ব। দুর্বল সংগঠন নিয়ে লড়াই করতে হলে যে কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় নেতৃত্বই ভরসা, সেটা শুভেন্দুর দিল্লি যাত্রাতেই স্পষ্ট।
এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আদালতের পর্যবেক্ষণ, 'মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। উল্লেখ্য , রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-সিবিআইয়ের তৎপরতার মধ্যেই দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। তবে , আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা ।
Jun 10 2023, 07:18