*রাজ্যের ১৪ জায়গায় চলছে সিবিআই তল্লাশি*
পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই। দেড় মাস আগে প্রথম এফআইআর দায়ের করে এই দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বুধবার দেখা গেল রাজ্যের ১৪টি জায়গায় এই দুর্নীতি তদন্তে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই প্রথম সিবিআই পুর নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় গিয়ে নথি সংগ্রহ করছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে সিবিআই জানতে পারে যে, পুর নিয়োগেও দুর্নীতি হয়েছে! অফিস ও বাড়ি থেকে এমন কিছু তথ্য উদ্ধার হয়, যা থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা নিশ্চিত হন যে এই নিয়োগেও বড় গরমিল হয়েছে।
সিবিআই তদন্তে নেমে জানতে পারে, পুর-নিয়োগ প্রক্রিয়া হয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা বলেছে, যে কায়দায় অয়ন শীলের সংস্থা ওএমআর শিট বিকৃত করে নিয়োগ দুর্নীতি করেছিল তাতে সরকারি অফিসারদেরও যোগ থাকার সম্ভাবনা প্রবল।
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি।
জানা গেছে, সল্টলেকের নগরোন্নয়ন দফতর, দক্ষিণ ও উত্তর দমদম পুরসভা, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, টিটাগড়, চুঁচুড়া, শান্তিপুর সহ বিভিন্ন পুরসভাতে হানা দিয়েছে সিবিআইয়ের বিভিন্ন দল। এছাড়াও অয়ন শীলের বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই।
Jun 07 2023, 13:18