/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *এবার জমি দখলের অভিযোগ উঠলো 'কালীঘাটে কাকুর' বিরুদ্ধে* West Bengal Bangla
*এবার জমি দখলের অভিযোগ উঠলো 'কালীঘাটে কাকুর' বিরুদ্ধে*

প্রথমে নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার তাঁর বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার জানা গেল, এনজিও-র নামে জমি দখলের অভিযোগ রয়েছে এই সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। ২০২০ সালে এই অভিযোগ তুলেছিল বেহালার বিখ্যাত রায় পরিবার। এই রায় পরিবারের এক সদস্যের দাবি, যে তাঁরা রাজ্য সরকারের ‘দিদি কে বলো’তেও ফোন করে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

যদিও কাজের কাজ কিছু হয়নি বলেও অভিযোগ তুলেছে এই রায় পরিবার। অন্যদিকে এই ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করার পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে তাঁর মাথায় কার হাত রয়েছে? কার প্রভাবে তিনি এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন? তবে এককথায় বলাই যায় , এই তথ্য সামনে আসার পর আরও চাপে পড়লেন 'কালীঘাটের কাকু'।

*বঙ্গ জুড়ে তাপপ্রবাহ! জেনে নিন আজকের আবহাওয়া*


লাগাতার বাড়ছে সূর্যের তেজ । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থে কেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। আজ থেকে অন্তত ২ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে রাজ্যে। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রি পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতায় পারদ পৌঁছবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। উপকূলের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

*আজকের রাশিফল ২রা জুন ( শুক্রবার) *


মেষ: বিনিয়োগ থেকে লাভ করবেন। সঞ্চয়ের কথা ভাবুন। মানসিকভাবে অস্থির এবং মনে আঘাত অনুভব করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হতে পারেন। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ: সহকর্মীর সহায়তা পাবেন । আপনি ইতিবাচক গ্রহ দ্বারা প্রভাবিত হবেন এবং আপনি কিছু অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আপনি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি পাওয়ার আশা করতে পারেন৷ 

মিথুন: সাংসারিক জটিলতা মিটে যাবে। অস্বস্তিকর পরিস্থিতিতে কিছু উন্নতির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার কাজে মনোযোগী থাকবেন। পারিবারিক জীবনে সম্প্রীতি ভালো থাকবে। 

কর্কট: মানসিক স্থিতিতে সমস্যা আসতে পারে। স্থগিত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। আপনি কাজের সাথে সম্পর্কিত একটি ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

সিংহ: স্ত্রীর সাহায্যে বিপদ মুক্ত হবেন। পরিবারের সঙ্গে সমস্যা ভাগ করে নিন। আপনি একঘেয়েমি এবং অস্থিরতা অনুভব করতে পারেন। চারপাশের সকলের গুজব এড়াতে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এই পরিস্থিতি আপনার লক্ষ্য অর্জনকে প্রভাবিত করবে। 

কন্যা: আর্থিক লাভ হতে পারে। আপনি আপনার পেশাগত দক্ষতা উন্নত করতে উচ্চ শিক্ষায় প্রবেশের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি একটি নতুন দায়িত্ব পেতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে। 

তুলা: সন্তানের জন্য গর্বিত হবেন। আপনার অন্তরের শক্তি ভালো থাকবে, যা আপনাকে খুশি করতে পারে। ভাইবোনের সাথে বিবাদের সমাধান হতে শুরু করবে। আপনি আপনার লক্ষ্যের প্রতি মনোযোগী এবং সতর্ক 

বৃশ্চিক: স্বাস্থ্যের নিয়ে সমস্যা হতে পারে। সময়ের আগে আপনার কাজ শেষ করতে প্রস্তুত থাকবেন, যা আপনার আত্মবিশ্বাসকে উন্নত করতে সক্ষম হবে। আপনি আপনার বাড়ি বা কর্মক্ষেত্রের সংস্কারের পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনার সৃজনশীলতা পরীক্ষা করা হবে।

ধনু: বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। আপনি শুষ্কতায় ভুগবেন, প্রকৃতিতে ধৈর্যের অভাব অনুভব করতে পারেন যা আপনার দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করতে পারে। আপনার প্রকল্প বিলম্বিত হতে পারে। 

মকর: আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যাবেন। নেতিবাচক গ্রহের প্রভাবে থাকবেন। কিছুটা উত্তেজনা এবং দুঃখ অনুভব করবেন। দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবেন। আপনার অভদ্রতা ব্যক্তিগত জীবন এবং অভ্যন্তরীণ সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে।

কুম্ভ: নতুন প্রকল্প শুরু হতে পারে। ব্যবসায় ভালো কাজের অর্ডার পাওয়ার আশা করতে পারেন। আপনার সহকর্মীদের সাহায্যে আপনি ব্যবসায় কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। কোনও আগন্তুক আপনাকে খুশি করবে। 

মীন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। মনে সুখ এবং শান্তি অনুভব করতে পারেন। লাভের দিক থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। অনর্থক বিষয়ে অর্থ ব্যয় করলে আপনার সঞ্চয়কে প্রভাবিত হবে।

 

*পুনর্নির্মাণ বাতিল! মুখ্যমন্ত্রীর এলাকার সেতু নিয়ে অন্য ভাবনা কেএমডিএর*


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছের সেতুটি নিয়ে অন্য ভাবনা কেএমডিএ-র। প্রথমে কালীঘাট সেতুর পুনর্নির্মাণের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পরিবর্তে সেতু মেরামতের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই সেতু দিয়ে প্রচুর সংখ্যক যান চলাচল করে। সেতুর পুনর্নির্মাণ হলে দীর্ঘ সময় বন্ধ রাখতে হবে যান চলাচল। বিকল্প রুটও নির্বাচন করতে হবে। বিপাকে পড়বেন নিত্য যাত্রীরা। তাই আপাততো মেরামতের মাধ্যমেই সেতুর শক্তিবৃদ্ধির কথা ভাবা হচ্ছে।

*শহরের জনবহুল এলাকায় আগুন*


বৃহস্পতিবারের ব্যস্ত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহরে। আগুন লেগেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বহুতলে। ৪৫ নং সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত ওই বহুতলের পাঁচতলায় আগুন লেগেছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অফিসে। জানলা থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। যুদ্ধ তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

*নিশীথকে খোঁচা উদয়নের*


রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ওয়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি! ভাবছেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন? না। তবে, নিশীথ ছবিতে একা নেই। তার সঙ্গে দেখা যাচ্ছে এক যুবককে। ছবি পোস্ট করে তৃণমূল নেতা ক্যাপশানে যা লিখেছেন তাতে মাদক যোগ স্পষ্ট। উদয়ন যা লিখেছেন তা হল, "স্যার মন খারাপ করবেন না, ব্যবসায় লাভ ক্ষতি আছে, একবার ধরা পড়েছে গাঁজা, বারবার পড়বে না"।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে অ্যাম্বুল্যান্সের ভেতরে থাকা কফিনের মধ্য থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়। কোচবিহারের সাংসদের ডেরা সমাজবিরোধীদের আশ্রয়স্থল বলে সুর চড়ান উদয়ন। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি বিজেপি নেতা। নিশীথের সঙ্গে যে যুবকের ছবি পোস্ট করেছেন উদয়ন তা গাঁজা উদ্ধার হওয়া অ্যাম্বুল্যান্সের চালকের বলে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে শাসকদল বিরোধীদের বিরুদ্ধে একটা অস্ত্র পেল বলেই মনে করছে তৃণমূল সমর্থনকারীরা।

*৩০-৪০ কিলোমিটার বেগে আসছে ঝড়! জেনে নিন আজকের আবহাওয়া*


সূর্যের প্রচন্ড দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। তারইমধ্যে আজ রাজ্যের আট জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, ৬ জেলায় আবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রার ৪০ ডিগ্রি পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

*আজকের রাশিফল ১লা ( বৃহস্পতিবার)*


মেষ: কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। তাই সব দিকে সাবধানী নজর রাখা দরকার। পরিবারের সদস্যদের আচরণে আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু যথাসম্ভব শান্তি বজায় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন।

বৃষ: ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে। এর ফলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন কাজ পেতে সাহায্য করবে। কোনও নতুন কাজ শেখার চেষ্টা করতে পারেন। এটি থেকে পরে উপার্জন হতে পারে।

মিথুন: আপনার ব্যবসা ভালো চলবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোনও পুরনো সমস্যা মিটে যাবে। এর ফলে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলকে গুরুত্ব দিন।

কর্কট: বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করা দরকার। কারওকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করবে।

সিংহ: আপনাকে কোনও পুরানো দিনের ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা দিন। পরে টাকা ফেরত নাও পেতে পারেন।

কন্যা: সন্তানদের সাথে সময় কাটান। এতে মন হালকা হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উপায়ের সন্ধান পাবেন।

তুলা: আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা অসহযোগী। তবে বাড়ির বড়দের এবং বিশেষ করে আপনার বাবা-মায়ের সমর্থন পাবেন।

বৃশ্চিক: নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার কাছে অর্থ থাকবে, তবে কোনও জিনিস কেনার কারণে এটি আপনার পক্ষে যথেষ্ট হবে না।

ধনু: আপনি কম পরিশ্রম করেও শুভ ফল পেতে সক্ষম হবেন। অনেক শিক্ষার্থীরই কাঙ্ক্ষিত কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা। এতে মনোবল যেমন বাড়বে আত্মবিশ্বাস আর সাহস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মকর: আপনার নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিনিয়োগের সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন।

কুম্ভ: জীবনের প্রতিটি সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভালো যাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মীন: ছোট বিনিয়োগে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটিই আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং এর ফলে ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবেন। ভাগ্যের সমর্থন পাবেন।

*দিল্লিতে কুস্তীগিরদের হেনস্থা, কলকাতায় পথে নামলেন মমতা*


দিল্লির যন্তর মন্তরে আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিরদের লাগাতার আন্দোলনকে সরগরম দেশ। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে এই কুস্তীগিরদের সঙ্গে অভব্য আচরণ, হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনারই প্রতিবাদে কুস্তীগিরদের পাশে দাঁড়িয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘We Want Justice’ প্ল্যাকার্ড হাতে আজ বুধবার কলকাতার রাজপথে নামলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। হাজরা থেকে রবীন্দ্র সরোবর অবধি এই মিছিল করবেন মুখ্যমন্ত্রী বলে খবর।

*এই শিক্ষাবর্ষ থেকেই শুরু ৪ বছরের স্নাতক কোর্স*


চলতি শিক্ষা বর্ষ থেকেই চার বছরের স্নাতক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্যের। সেই মতোই হবে ভর্তি প্রক্রিয়া। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে উচ্চ শিক্ষা দফতর।

এর পাশাপাশি, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকেও পিছিয়ে এল রাজ্য।এবছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া নয়। গত বছরের মতোই ভর্তি প্রক্রিয়া শিক্ষা হবে প্রতিষ্ঠান ভিত্তিক। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অনলাইনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এমনই নির্দেশিকা জারি হচ্ছে উচ্চশিক্ষা দফতরের তরফে।

শিক্ষা দফতর জানিয়েছে, ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করলে আমাদের ৭ লক্ষ ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারতো না। তাই এই বছর থেকে বদল হল নিয়ম।