জয়নগরে বিজেপির শক্তি বৃদ্ধি, সিপিআইএম, তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান ২০০ জনের

এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসাত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের আমির আলি মন্ডলের সহযোগিতায় জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ের উদ্বোধন হল। পাশাপাশি,২০০ জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ডাঃ অশোক কান্ডারী হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। এরি সিপিআইএম পার্টি,এস ইউ সি আই পার্টি, তৃনমুল কংগ্রেস পার্টি সহ একাধিক বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে ছিলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রার্থী নিজে। নতুন পার্টিতে যোগদান করে,আমির আলি মন্ডল বলেন,"সিপিআইএম পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন ।এটি একটি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পার্টি।"জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন," আজ আমি খুব আনন্দিত হলাম আমির আলি মন্ডল কে দক্ষিণ বারাসাত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামে পদ্মের হাট হসপিটাল মোড়ে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত করার জন্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।আমি পদ্মের হাট গ্ৰামে বিশিষ্ট বুদ্ধিজীবী আমির আলি মন্ডলকে কাছে পেয়েছি। তাই বলবো আমি অবশ্য অবশ্যই জয়নগর লোকসভার কেন্দ্র থেকে জয়ী হয়ে দিল্লীতে যাব। এই টুকুই আশাকরি জনসাধারণের কাছ থেকে।

অন্যদিকে,পদ্মের হাট হসপিটাল মোড়ে ভারতীয় জনতা পার্টি অফিস শুভ উদ্বোধন নিয়ে দক্ষিণ বারাসত অঞ্চলের তৃণমুলের যুব সভাপতি সামিম আহমেদ ঢালী সাংবাদিকের  বলেন," মমতা ব্যানার্জি ৬৭টি প্রকল্প দিয়ে পশ্চিমবঙ্গকে উন্নয়ন করেছেন ।তিনি আরো দাবি করে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল কে সাধারণ মানুষ দুই হাত দিয়ে আশির্বাদ করবেন।আমি  বলছি আমরা প্রতিমা মন্ডলকে এবার ডাঃ অশোক কান্ডারী কে প্রায় ৩ লক্ষের বেশি ভোটে হারাবো এবং প্রতিমা মন্ডল কে আমরা এমপি হিসাবে দিল্লীতে পাঠিয়ে মমতা ব্যানার্জির হাত কে শক্তিশালী মজবুত করতে পারবো।
আম আদমি পার্টির অভিযোগ -'স্বাতি মালিওয়াল বিজেপির ষড়যন্ত্রের অংশ'

এ এন আই: সাংসদ স্বাতি মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করলআম আদমি পার্টি।অ্যাপের মুখপাত্র অতীশি বলেন, অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর থেকেই বিজেপি আতঙ্কে রয়েছে এবং একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে, বিজেপি 13 মে স্বাতিকে কেজরিওয়ালের বাড়িতে পাঠিয়েছিল।খুব ভোরে পাঠানো হয়েছিল। কেজরিওয়ালের পিএ-র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্বাতি মালিওয়াল। বিজেপির এই ষড়যন্ত্রের মুখ ও মোহনা ছিলেন স্বাতি। তিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চেয়েছিলেন। অতীশির দাবি স্বাতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চেয়েছিলেন। AAP নেতা অতীশি দাবি করেছেন, স্বাতি মালিওয়াল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চেয়েছিলেন। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা।অভিযোগ করলেও ওই সময় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। সে কারণেই তাকে রক্ষা করা গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর পিএ-র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্বাতি মালিওয়াল। এই অভিযোগ ওঠে স্বাতি মালিওয়ালের বিরুদ্ধে অতীশি বলেছেন যে স্বাতি মালিওয়াল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পিএকে হুমকি দিয়েছেন। তিনি বলেছিলেন যে তার চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা তার আছে। স্বাতী বিভাব কুমার তার সাথে খারাপ ব্যবহার করেন। অতীশি বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিভাব কুমার স্বাতীআজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের সামনে ১৩ মে এর পুরো ঘটনা তুলে ধরেছেন বিভাব। তিনি বলেছিলেন যে স্বাতীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সাথে দেখা করার কোনও অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তাকে থামানো হলে তিনি হুমকি দেন এবং পুলিশকে বলেন, তিনি এমপি। কাজটা আমি নেব। সঞ্জয় সিং সম্পর্কে এই বিবৃতি দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে অতীশি বলেন, সাংসদ সঞ্জয় সিং যা বলেছিলেন, সেই সময় তাঁর কাছে শুধুই স্বাতী ছিল।এটি শুধুমাত্র মালিওয়ালের পক্ষ ছিল; উভয় পক্ষের সম্পর্কে তার কাছে সম্পূর্ণ তথ্য ছিল না। এবার পুরো সত্য বেরিয়ে এসেছে।
ভারত এবং রাশিয়া একটি বড় চুক্তি স্বাক্ষর হতে চলেছে, এখন থেকে রাশিয়ায় ভারতীয়দের জন্য ভিসার জন্য কোন প্রবেশ মূল্য দিতে হবে না

এ এন আই: ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আগে থেকেই খুব মজবুত ছিল ।কিন্তু এখন এই সম্পর্কের মধ্যে আরেকটি মাত্রা যোগ হতে চলেছে। ভারত ও রাশিয়ার মধ্যে একটি বড় চুক্তি হতে পারে। রাশিয়া এবং ভারত একে অপরের দেশের মধ্যে নাগরিকদের চলাচল সহজ করার জন্য জুন মাসে একটি দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে চিন্তাভাবনা শুরু করবে। রাশিয়ার এক মন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন ,রাশিয়া এবং ভারত পর্যটনকে শক্তিশালী করতে দলে দলে পর্যটকদের ভিসা-মুক্ত ভ্রমণের বিষয়ে একটি চুক্তির কাছাকাছি রয়েছে। দুই দেশের মধ্যে অগ্রগতি হয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল আরটি নিউজ রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা কনড্রাতিয়েভকে উদ্ধৃত করে বলেছে যে এই বিষয়ে ভারতের প্রভুত অগ্রগতি হয়েছে। ভারত ও রাশিয়া প্রস্তুতি নিচ্ছে কাজানে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, "রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজান ফোরাম 2024" এর পাশে মন্ত্রী বলেন, খসড়া চুক্তিটি জুনে আলোচনা করা হবে এবং বছরের শেষ নাগাদ এটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, "রাশিয়া এবং ভারত তাদের পর্যটন সম্পর্ক জোরদার করার জন্য উন্মুখ, কারণ তারা ভিসা-মুক্ত গ্রুপ ট্যুরিস্ট এক্সচেঞ্জ চালু করার প্রস্তুতি নিচ্ছে।"বছরের শেষ নাগাদ দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনা জুনে অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য পর্যটন প্রচার করা নিকিতা কোন্দ্রাতিয়েভের মতে, রাশিয়া ইতিমধ্যে চীন এবং ইরানের সাথে ভারতের সাথে এই ধরনের চুক্তির পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে। রাশিয়া ও চীন গত বছরের ১ আগস্ট ভিসামুক্ত গ্রুপ ট্যুর বিনিময় শুরু করে। একই দিনে রাশিয়ানতুন যুগের পর্যটন সহযোগিতার জন্য ইরানের সাথেও একই ধরনের চুক্তি বাস্তবায়িত হয়েছে।
ভারত এবং রাশিয়া একটি বড় চুক্তি স্বাক্ষর হতে চলেছে, এখন থেকে রাশিয়ায় ভারতীয়দের জন্য ভিসার জন্য কোন প্রবেশ মূল্য দিতে হবে না

এ এন আই: ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আগে থেকেই খুব মজবুত ছিল ।কিন্তু এখন এই সম্পর্কের মধ্যে আরেকটি মাত্রা যোগ হতে চলেছে। ভারত ও রাশিয়ার মধ্যে একটি বড় চুক্তি হতে পারে। রাশিয়া এবং ভারত একে অপরের দেশের মধ্যে নাগরিকদের চলাচল সহজ করার জন্য জুন মাসে একটি দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে চিন্তাভাবনা শুরু করবে। রাশিয়ার এক মন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন ,রাশিয়া এবং ভারত পর্যটনকে শক্তিশালী করতে দলে দলে পর্যটকদের ভিসা-মুক্ত ভ্রমণের বিষয়ে একটি চুক্তির কাছাকাছি রয়েছে। দুই দেশের মধ্যে অগ্রগতি হয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল আরটি নিউজ রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা কনড্রাতিয়েভকে উদ্ধৃত করে বলেছে যে এই বিষয়ে ভারতের প্রভুত অগ্রগতি হয়েছে। ভারত ও রাশিয়া প্রস্তুতি নিচ্ছে কাজানে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, "রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজান ফোরাম 2024" এর পাশে মন্ত্রী বলেন, খসড়া চুক্তিটি জুনে আলোচনা করা হবে এবং বছরের শেষ নাগাদ এটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, "রাশিয়া এবং ভারত তাদের পর্যটন সম্পর্ক জোরদার করার জন্য উন্মুখ, কারণ তারা ভিসা-মুক্ত গ্রুপ ট্যুরিস্ট এক্সচেঞ্জ চালু করার প্রস্তুতি নিচ্ছে।"বছরের শেষ নাগাদ দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনা জুনে অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য পর্যটন প্রচার করা নিকিতা কোন্দ্রাতিয়েভের মতে, রাশিয়া ইতিমধ্যে চীন এবং ইরানের সাথে ভারতের সাথে এই ধরনের চুক্তির পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে। রাশিয়া ও চীন গত বছরের ১ আগস্ট ভিসামুক্ত গ্রুপ ট্যুর বিনিময় শুরু করে। একই দিনে রাশিয়ানতুন যুগের পর্যটন সহযোগিতার জন্য ইরানের সাথেও একই ধরনের চুক্তি বাস্তবায়িত হয়েছে।
চারধাম যাত্রার সময় মোবাইল ফোন নিষিদ্ধ করল স্থানীয় প্রশাসন

এ এন আই: উত্তরাখণ্ডের চারধাম যাত্রার সময় মোবাইল ফোন নিষিদ্ধ করল স্থানীয় প্রশাসন। এছাড়াও ঠাকুর দর্শনের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।রাজ্যের মুখ্য সচিব এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ইতিমধ্যেই চারধাম যাত্রায় লক্ষাধিক ভক্ত পৌঁছে গিয়েছেন দেবভূমি উত্তরাখণ্ডে। প্রতিদিন ভক্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনও শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এদিকে, উত্তরাখণ্ড সরকার চরধামের 200 মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে।এটি যাত্রীদের জন্য করা ব্যবস্থায় সমস্যা তৈরি করায় এটি নিষিদ্ধ করা হয়েছে। উত্তরাখণ্ড সরকারের মুখ্য সচিব রাধা রাতুরি এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন। সেই সাথে তিনি সকল ভক্তদের রেজিস্ট্রেশন করেই চারধাম যাত্রায় আসার জন্য অনুরোধ করেছেন। যদি তা না করা হয়, তবে সেই ভক্তদের পথে ফিরিয়ে দেওয়া হবে। উত্তরাখণ্ড সরকারের নির্দেশ অনুযায়ী এখন কেদারনাথ, বদ্রীনাথ,যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের 200 মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করে মুখ্যসচিব রাধা রাতুরি বলেছেন, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি জানিয়েছেন, চারধাম যাত্রায় প্রচুর সংখ্যক ভক্ত আসছেন। এই সময়ে, এমন অনেক লোকও সেখানে পৌঁছেছে যাদের বিশ্বাস নেই কিন্তু সেখানে শুধু আড্ডা দেওয়ার জন্য।আর তাদের কিছু কাজের কারণে মানুষের ঈমানে আঘাত হচ্ছে। বলেন, এখানে কেউ যেন বিশ্বাসে আঘাত না পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। সেজন্য মোবাইল ফোন নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যসচিব চারধাম যাত্রা নিয়ে মিথ্যা অপপ্রচার এবং যাত্রা নিয়ে ভুয়া খবর বা ভিডিও তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাত্রার প্রতিটি স্টপেজে যাত্রীদের জন্য খাবার, পানি, টয়লেট ইত্যাদির সুব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও পদদলিত হয়নি। কেউ এ ধরনের গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সময় মুখ্যসচিব রাধা রাতুরি জানিয়েছেন যে তীর্থযাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছেঅনিবন্ধিত যানবাহনে বা অনিবন্ধিত কোনো ভক্ত যেন না আসে সে জন্য চিঠি দেওয়া হচ্ছে। অত্যন্ত কঠোর তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, যদি কোনো যানবাহন নিবন্ধন ছাড়াই দেখা যায় বা যাত্রীরা নিবন্ধন ছাড়াই উত্তরাখণ্ডে পৌঁছায়, তদন্তে ধরা পড়ার সাথে সাথেই তাদের ফিরিয়ে দেওয়া হবে। সরকার যাতে ভক্তের সংখ্যা অনুযায়ী ব্যবস্থা রাখতে পারে সেজন্য নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে বিদায়ী সাংসদ শতাব্দী রায় ও অভিনেত্রী কল্যাণী মণ্ডল

এসবি নিউজ ব্যুরো: ভোটের প্রচারের শেষ বেলায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সব দলের প্রার্থীদের প্রচার জমে উঠেছে। শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন জনপ্রিয় অভিনেত্রী এবং বিদায়ী সাংসদ শতাব্দী রায়। তিনি পানপুর মাখনলাল স্কুল থেকে এক বিশাল পদযাত্রা নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এবং কাঁকিনাড়া ব্রিজ পর্যন্ত গিয়ে এই  পদযাত্রা শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম,পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী, বিল্টু লাহিড়ী সহ তৃণমূল কর্মীবৃন্দ।

অন্যদিকে, ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের নেতৃত্বে বিশেষ প্রচার অভিযান চলল। এই প্রচারে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী কল্যাণী মন্ডল। তিনি বলেন, "তৃণমূলের আমলে বাংলার অনেক উন্নতি হয়েছে। এটা আপনারও জানেন। সবাই কে তৃণমূলের প্রার্থী কে ভোট দেওয়ার অনুরোধ রাখছি।"

উল্লেখ্য,আগামী ২০ মে দেশের পঞ্চম দফার ভোট। ওইদিনই ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট।এই কেন্দ্রে হাড্ডহাড্ডি লড়াই তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ কোন প্রার্থী জয় পাবেন তার মূল ফ্যাক্টর হতে পারেন। বি: প্রবীর রায়
ব্যারাকপুরে রোড শোতে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী
নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে প্রচারে মিঠুন চক্রবর্তী। এদিন তিনি হালিশহর নবনগর স্টেশন রোড থেকে প্রচার শুরু করলেন।রোড শোতে রাস্তার দু'ধারে জনজোয়ার লক্ষ্য করা গেল। *ছবি: প্রবীর রায়।*
হাতির আক্রমনে মৃত্যু মহিলার, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে

এসবি নিউজ ব্যুরো: হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার।শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ সংলগ্ন নধাবাড়ি এলাকায়।মৃতার নাম বিউটি রায়(২৬)।মহিলার মৃত্যুর পর এলাকায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।ধস্তাধস্তিতে আহত হন ৪ জন বনকর্মী।এছাড়াও বনদপ্তরের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকজন মহিলা নধাবাড়ি সংলগ্ন এলাকায় এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। তবে ওই মহিলা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন কিনা তা এখনো পরিষ্কার নয়। যদিও পরিবারের দাবি, ওই মহিলা কোনো কাজে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেসময় হাতি তাকে আক্রমণ করে। এছাড়াও তাদের অভিযোগ, বনকর্মীরা সঠিকভাবে এলাকায় টহলদারি করেনা।যে কারণেই এই ঘটনা ঘটেছে।

ঘটনার পর পুলিশ ও বনদপ্তরের কর্মীরা পৌছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।দেহটি উদ্ধার করতে বনকর্মীদের অনেক কষ্ট করতে হয়েছে।পরে ঘটনাস্থলে পৌছায় ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী।অবশেষে দেহ উদ্ধার করতে সমর্থ হয় বনকর্মীরা।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বন আধিকারীক মঞ্জুলা তিরকী। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। দেহ নিয়ে আসতে প্রথমে বাধা দেয় গ্রামবাসী।  সেই সময় গ্রামবাসীর পক্ষ থেকে মারধর করা হয় বনকর্মীদের।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে দেহ ও বনকর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়।  এর ফলে আহত হয় বেশ কিছু বনকর্মী।  বনকর্মী তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।  এই বিষয়ে বন আধিকারিক মঞ্জুলা তিরকী জানায় বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের অধীন নোধাবাড়ি জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। সম্ভবত মহিলা জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে গ্রামের মানুষ। ঘটনাস্থলে বনকর্মীরা গেলে বিক্ষোভের মুখে পড়তে হয়। গ্রামবাসীর পক্ষ থেকে মারধর করা হয় বণকর্মীদের। বনদপ্তর এর তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর ফলে আহত হয়েছে বেশ কিছু বন কর্মী।  বর্তমানে পরিস্থিতি শান্ত করে দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নতন্ত্রের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে দেহ। মৃত মহিলার পরিবারের কে সরকারি ভাবে সাহায্য করা হবে।
AITC Barasat Lok Sabha Candidate Kakoli Ghosh Dastidar Campaigns in Madhyamgram on Friday.
AITC Barasat Lok Sabha Candidate Kakoli Ghosh Dastidar Campaigns in Madhyamgram on Friday.

Khela Hobe! Bongaon AITC Candidate Biswajit Das Hits Sixers On Campaign Trail While Playing Cricket With Locals

SB News Bureau:While campaigning in the Ranghat area of Bagda on Friday, AITC Bongaon Lok Sabha candidate Biswajit Das was approached by locals, who urged him to join for a friendly match. Seizing the opportunity, Das hit a magnificent boundary in the first delivery that was bowled to him. The youth and locals gathered there predicted this was just a trailer of what is going to transpire on Monday when Das will be hitting boundaries from every booth.