বাইরে বেরোলে মাস্ক পড়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে সতর্কবার্তা জারি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে বৈঠকে তিনি রাজ্যবাসীকে দিলেন বিশেষ বার্তা। বলেন, 'করোনা যাতে না ছাড়ায় সেদিকে খেয়াল রাখুন। বেসরকারি হাসপাতালগুলো আইসিসিইউ জীবাণুমুক্ত রাখুন'।

এর পাশাপাশি বাইরে বেরোলেই এখন মাস্ক পরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে বাড়ছে করোনা তাই রাজ্য বাসীদের সর্তক করলেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে: মমতা

আজ ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে ঘোষণা করতে হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, 'প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে। অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না?' বাম জামানার ব্যর্থতার অভিযোগে মমতা বললেন, 'আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে ভাবেনি।

রাজ্যের নাম বাংলা হলে কী আপত্তি, কী অপরাধ আমাদের? রাজের নাম নিয়ে বিধানসভায় পাস হয়েছে তাও আটকে আছে। বাংলাকে পিছিয়ে রাখা হয়েছে। যে কোনো জায়গায় সব থেকে শেষে সুযোগ পাই আমরা'।

*ভূমিকম্পে কাঁপল দিল্লি*

জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি । ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই  ভূমিকম্পের কারণে জারি হয়নি সুনামির সতর্কতা। তবে  আচমকাই ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

বাঁকুড়ার কোতুলপুরে অবৈধ নির্মাণ ভাঙলো প্রমীলা বাহিনী

এসবি নিউজ ব্যুরো: বাঁকুড়ার কোতুলপুরে লক্ষী আইয়ের পাড়ে রাতারাতি তৈরি হওয়া একটি অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় প্রমীলা বাহিনীর দল। প্রায় একশোর বেশি মহিলা হাতে লাঠি সোটা নিয়ে সরকারি জায়গাতে কাঠ ও টিন দিয়ে তৈরি হওয়া নির্মাণ ৩০ মিনিটের মধ্যে ভেঙে গুঁড়িয়ে ফেলেন তারা।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, কোতুলপুর লক্ষী আয়ের পাড়ে সরকারি জায়গার ওপর অবৈধভাবে বহিরাগত কেউ রাতারাতি একটি নির্মাণ তৈরি করে। তাদের দাবি স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি অর্থের বিনিময় এই কাজ করিয়েছেন। তাই তারা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দেন।

বিজেপি নেতা কেশবি নাগা বলেন, শাসক দল তৃণমূল অর্থের বিনিময়ে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছে।

অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি নবকুমার ব্রজবাসী বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

কোতুলপুর পঞ্চায়েতের উপপ্রধান কহিনুর খাতুন মিদ্যা বলেন, সরকারি জায়গার ওপর একটা বাড়ি তৈরি হচ্ছিল। বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার পর, আমরা পঞ্চায়েত থেকে নোটিশ দিয়ে ওই কাজ বন্ধ করি। এরপর কি ঘটনা ঘটেছে আমাদের কিছু জানা নেই।

সন্দেশখালি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি ED-র আধিকারিকদের উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করেন বিজেপির কিছু আইনজীবী।মামলাটি বৃহস্পতিবার উঠেছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের বেঞ্চে। শুধুমাত্র সংবাদ মাধ্যম যে খবর তুলে ধরেছে তার উপরে নির্ভর করেই এই মামলা করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেয় আদালতের। পাশাপাশি মামলাটি খারিজও করে দেওয়া হয়।

উল্লেখ্য,সন্দেশখালিতে দুর্নীতি সংক্রান্ত তদন্তে গিয়ে আক্রান্ত হন ED আধিকারিকরা। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওইদিনই বনগাঁতেও রাতে একই ঘটনা ঘটে। সোমবার সন্দেশখালি ও বনগাঁর ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি আইনজীবীদের একটি অংশ। সেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছিল আদালত।

বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ জানায় শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নিয়ে কোনও গবেষণা করা হয়নি বলে জানায় আদালত। হাইকোর্টের মন্তব্য, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারদের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তারা জানে এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না।’ স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর অনেকটাই স্বস্তিতে রাজ্য।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক

২০২৪ সালের লোকসভা ভোটের আগের আচমকাই গ্রেফতারির আশঙ্কা করছেন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক ? আচমকা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের।

২০১৮ সালে এক ব্যক্তিকে গুলি করার নির্দেশের অভিযোগ রয়েছে নিশীথের বিরুদ্ধে। এদিকে খুনের চেষ্টার মামলায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সম্প্রতি হাইকোর্টের সার্কিট বেঞ্চ আগাম জামিনের আবেদন খারিজ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। খুনের চেষ্টার অভিযোগে নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। আজ তপসিয়ায় রবারের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নেভাতে লড়াই করছেণ দমকল কর্মীরা।

ইতিমধ্যে বিপদ এড়াতে ফাঁকা করে দেওয়া হয়েছে গুদাম। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। বর্তমানে জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রাতে আতঙ্ক গ্রাস করছে পুরুষহীন গ্রামের মহিলাদের

উত্তর ২৪ পরগনা: গত ৫ই জানুয়ারী বসিরহাটের সন্দেশখালি বিধানসভার অন্তর্গত ন্যাজাট থানার সরবেড়িয়ার আকুঞ্জি পাড়ার গ্রামে সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি কর্তারা।ইডি থেকে সাংবাদিক সকলেই আক্রান্ত হন গ্রামবাসীদের দ্বারা। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা।

বিক্ষোভ হয় গোটা সরবেড়িয়া এলাকা জুড়ে। ফলে একপ্রকার সন্দেশখালীর আকুঞ্জি পাড়া থেকে ইডি আধিকারিকেরা পালাতে বাধ্য হয়।যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়।এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্যে পুলিশের ডিজিপি স্পষ্টতই জানিয়েছেন অন্যায় যারা করেছে তাদের কাউকে রেয়াদ করা হবে না। ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনায় পৃথক ৩টি এফ আই আর দায়ের হয়েছে নেজ‍্যাট থানায়।

তবে এখনো পর্যন্ত অধরাই রয়ে গেলেন সন্দেশখালীর বেতাজ বদশা শেখ শাহাজাহান।যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করছেন কেন্দ্রীয় সংস্থাগুলি। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবারের ওই ঘটনার পর এখনও পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জিপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে গিয়েছে।

আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের এমনটাই জানাচ্ছেন ওই গ্রামের মহিলারা। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা। এর পাশাপাশি আকুঞ্জীপাড়া এলাকা সহ গোটা সরবেড়িয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ ১১ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা নাগাদ একটি মিটিং আছে ওয়াই চ্যানেলে। এখানে ৬০০-৭০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বেলা ১ টা নাগাদ কাঁকুড়গাছি ক্রসিং থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২৫০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*পৌষ সংক্রান্তির আগেই বঙ্গে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


পৌষ সংক্রান্তির আগেই ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ফিরবে শীতের আমেজ। সেই সাথে থাকবে ঘন কুয়াশার দাপট।উত্তর থেকে দক্ষিণ, জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহতেও কার্যত শীতের দেখা নেই। শহর কলকাতার অবস্থাও একইরকম। রাজ্যে উত্তুরে হিমেল হাওয়া ঢুকেছে বটে তবে তার প্রভাব সেরকম নয়। যে কারণে বেলা বাড়ার সাথে সাথেই চড়ছে পারদ মাত্রা।

তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী পৌষ সংক্রান্তির আগেই ফের একবার বদলাবে বাংলার আবহাওয়া। বৃহস্পতিবারের পর থেকেই ফিরবে শীতের আমেজ। শুক্রবারের থেকেই উত্তরে হাওয়ায় আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকবে ঠান্ডার আমেজ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস।