Eastmedinipur

Nov 16 2023, 20:06

*লোকসভা নির্বাচনের আগে হলদিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান*


হলদিয়া: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে সভা সমিতির মধ্যদিয়ে।তারই মাঝে এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসকদল তৃণমূলে যোগদান করায় তাদের শক্তি অনেকটা বৃদ্ধি পেলো বলে মনে করছে শাসকদলের নেতৃত্বরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ার ২৫০ নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস ও আইমা রাজনৈতিক দল থেকে শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি আজগর আলি।

শিল্প শহর হলদিয়ায় ২১ শের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়লাভ করে বিজেপি। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথি লক্ষাধিক ভোটে বিজেপি জয়লাভ করবে এমনই বার্তা তুলে ধরছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জেলায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শাসকদলের ছত্রছায়া যাওয়ায় রাজনৈতিক জল্পনা শুরু।

তাপসী মন্ডল একদিকে হলদিয়ার বিধায়ক অন্যদিকে জেলা বিজেপির সভাপতি। আর তার এলাকায় এইভাবে দল ছেড়ে শাসকদলে যোগদান করায় দলের অন্দরেই শুরু হয়েছে।

Eastmedinipur

Nov 16 2023, 19:00

*কথা বলা বন্ধ হয়ে গেলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী,বিধায়কের*


তমলুক: গতকাল ছিলো ভাতৃদ্বিতীয়া। ৯২ বছর বয়স্কা দিদি অশ্রুকনা ভট্টাচার্যের কাছে ফোটা নিয়ে বাড়ি ফিরে এসে ঘটলো বিপত্তি। গুরুতর আহত হয়ে চিকিৎসাধিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক।

বাড়িতে আচমকা পড়ে গিয়ে আহত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। তমলুকে তাঁর প্রাথমিক চিকিৎসা ও বেশকিছু পরীক্ষা করার পর অবস্থার বেগতিক দেখে আহত প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ভর্তি করা হল কলকাতার অ্যাপেলো হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে পোষাক খোলার সময় পা প্যান্টের দড়ি পায়ে জড়িয়ে যায়। পা পিছলে খাটের পড়ে যান প্রাক্তন মন্ত্রী। আঘাত লাগে গলায়। প্রাক্তন মন্ত্রীর গলায় রক্ত জমে গিয়েছে বলে খবর। এদিন দুপুরে তমলুকের নার্সিহোমে পরীক্ষা নিরিক্ষার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। নেতার এই ধরনের ঘটনায় চিন্তায় নেতৃত্বরা।

রাজ্য মন্ত্রী সভার পর জেলা সভাপতির পদ থেকে দল সরিয়ে দেয়। তার পর এই ধরনের ঘটনায় চা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামনেই লোকসভা নির্বাচন তার আগে জেলার হেবিওয়েট নেতার এই ধরনের অসুস্থতায় চিন্তায় জেলা নেতৃত্বরা।

নানসিক চাপের কারনে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এর আগেও বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। আবার এই ধরনের ঘটনায় চিন্তায় পরিবার থেকে অনুগামীরা।।

Eastmedinipur

Nov 16 2023, 18:59

*"এইতো সবে শুরু- সামলে থেকো গুরু" নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর হুংকার নওশাদের*


নন্দীগ্রামঃ লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধী রাজনৈতিক দলের পাখির চোখ ডাইমন্ড হারবার। লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তাল মিলিয়েছে আই এস এফ বিধায়ক নওশাদ। তিনিও জানিয়েছে দল যদি অনুমোদন দেয় তাহলে সে লড়াই করে দেখিয়ে দেবে। একদিকে শুভেন্দু অন্যদিকে নওশাদ দুজনেই বিভিন্ন সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলে চলেছেন।

এবার শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠানোর হুংকার দেন নওশাদ। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলিয় সভায় যোগদান করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সভামঞ্চ থেকে তিনি বলেন, আমি যেই বলেছি ডায়মন্ড হারবারে দাঁড়াবো তৃণমূল কংগ্রেসের ছোট বড় যত ধরনের নেতা আছে আমার পেছনে পড়েগেছে। আবার বলছে জামানত বাজেয়াপ্ত হবে পাঁচ লক্ষ ভোটে হারবে।এতো কথা যখন বলছেন তাহলে ভয় পাচ্ছেন কেনো?।

"এইতো সবে শুরু- সামলে থেকো গুরু" নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কালীঘাটে পাঠানোর কথা বলেন তিনি। পিসিকে নন্দীগ্রামের মানুষ হারিয়েছে তাই নন্দীগ্রামের দিকে পেছন ঘুরে তাকায়নি তেমনি ডায়মন্ড হারবারে অভিষেক আর পেছন ঘুরে দেখতে পারবে না সোজা কালীঘাটে চলে যাবে।

রাজ্যে সব থেকে বেশি অত্যাচারীত হয়েছে নন্দীগ্রাম আর ভাঙ্গড়। তাই নন্দীগ্রামের মানুষ একজোট হয়ে আশীর্বাদ করবেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠাতে পারি।।

Eastmedinipur

Nov 16 2023, 15:40

*ঘন মেঘা ঢাকলো দিঘা সহ জেলা, বৃষ্টি নামার অপেক্ষা*


দিঘা:রামনগর,দীঘা,কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টি।সকাল থেকেই আকাশের মুখ ভার।গতকাল রাতে উপকূলবর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরী হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ এদিন ঘন্টায় ১৩ কিমি বেগে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৬২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এ রাজ্য পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭৭০ কিমি দক্ষিণে।

আজ ১৬ ই নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর  ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে।

নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। উপকূল অঞ্চল ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। তবে আজ থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ ৮ জেলা, দক্ষিণবঙ্গের কলকাতা , হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Eastmedinipur

Nov 15 2023, 20:00

*ফানুশের আগুনে অগ্নিকান্ড, চাঞ্চল্য এলাকায়*


নন্দকুমার: পাঁশকুড়ার পর এবার অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নন্দকুমারে। দমকল আসায় ভয়াবহ ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে নন্দকুমার বাজার, ব্যাঙ্ক সহ বেশকিছু ঘরবাড়ি। বুধবার সন্ধ্যা নাগাদ নন্দকুমার বাজারের পেছনে জমা স্তুপের মধ্যদিয়ে আগুন আর ধোঁয়া বেরাতে থাকে স্থানীয় দোকানদার।

তাদের চেস্টায় জল দিয়ে আগুল নেভানোর চেস্টা করা হলেও আগুনের মাত্রা বেশি থাকায় কন্ট্রোলে আনা যায়নি। খবর দেওয়া হয় নন্দকুমার থানা ও দমকল দপ্তরকে। দমকলের একটি ইঞ্জিনের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। সঠিক সময়ে দমকল না এলে নন্দকুমার বাজার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেশ কয়েকটি বাড়ি আগুনে ভষ্মীভূত হয়ে যেতো।

আগুন লাগার কারন হিসাবে স্থানীয়রা জানাচ্ছেন, ফানুশ বাজি উড়ে এসে পড়ে গিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকার বন জঙ্গল পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। নন্দকুমার থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।।

Eastmedinipur

Nov 15 2023, 14:59

*ভাই ফোঁটার সকালে ঘটলো অঘটন, আগুনে পুড়লো দোকান*


পাঁশকুড়া: ভাই ফোঁটার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহারগ্রাম এলাকার পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া এক ব্যবসায়ির ফল আড়তের গোডাউনের মধ্যে আচমকাই আগুন লাগে। সকাল ১১ টা নাগাদ আগুন লাগলে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ফলের গোডাউনটি। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় কোনো রকম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পরে পাঁশকুড়ার দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কোনরকম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারো কোনো ক্ষতি না হলেও বহু মূল্যের দামি জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খটিয়ে দেখছে।

পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র ঘটনাস্থলে যান। তিনি জানান, আজ ভাই ফোঁটা তাই সকাল সকাল বোনের বাড়িতে ফোঁটা নিতে চলে যাই। খবর পাই দোকানে আগুন লাগার। শোনা মাত্রই ছুটে আসি। এসে দেখি দমকল আধিকারীকরা আগুন নেভানোর কাজ করছে৷ এর জন্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার তিনি যদি পাঁশকুড়ায় দমকল দপ্তর গড়ে না তুলতেন তাহলে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। তবে চিন্তার কিছু নেই আমরা দোকান মালিকের পাশে আছি।।

Eastmedinipur

Nov 15 2023, 11:07

*থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে ক্যালেন্ডার করে সেচ্ছাসেবী সংস্থাগুলিকে রক্তদান শিবির করার আহ্বান জেলাশাসকের*


তমলুক: ১৪ ই নভেম্বর শিশু দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হয় দিনটি। শিশু দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘায়ু কামনায় রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমাজ কর্মীরা এক যোগে তাদের সাথে। তমলুক ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন তমলুকের রক্ত করবী সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশুদিবস পালন করা হয়। শিশুদের উপহার তুলেদেন জেলাশাসক তানবীর আফজল। 

এদিন জেলাশাসক তানবীর আফজল বলেন, এই সমস্ত রুগিদের প্রতিনিয়ত রক্ত দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই যাতে আক্রান্তদের রক্ত প্রদান করা যায় তার জন্য এক সাথে রক্তদান শিবিরের আয়োজন না করে ক্যালেন্ডার তৈরি করে যদি রক্তদান শিবিরের জন্য জেলার সেচ্ছাসেবী সংস্থাগুলি এগিয়ে আসেন তাহলে আক্রান্তদের সুস্থ জীবন উপহার দেওয়া যায়। তাই সকলের কাছে আবেদন ক্যালেন্ডার বানিয়ে পর্যায়ক্রমে রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসুন।

তমলুক ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন, আক্রান্ত রুগিদের রক্ত দেওয়ার ব্যবস্থা শুধু জেলা বা মহকুমা ব্লকে নয় ব্লকে ব্লকে যাতে করা যায় তার ব্যবস্থা যেনো জেলা প্রশাসন করেন।

সংস্থাটি সারা বছর ধরে সাধারণ মানুষের রক্তের চাহিদা পুরনের জন্য কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।।

Eastmedinipur

Nov 14 2023, 18:12

*প্রসাদি ভোগের পাহাড় সাজিয়ে কোলাঘাটে পালিত হল অন্নকুট মহোৎসব*


কোলাঘাট: অন্নকুট মানেই খাদ্যের পাহাড়সম স্তুপ। 

নানান রকম সব্জি তরকারি, ভাজি, পিঠে-পায়েস, মিষ্টান্ন , ডাল-রসা-বড়ার মত ছাপান্ন দফা ভোগ এবং ছত্রিশ রকম ভাজি ও সব্জির স্তরে স্তরে প্রসাদি সাজিয়ে অন্যান্য জায়গার মত কোলাঘাট রাধামাধব আশ্রমে অন্নকুট মহোৎসব পালিত হল উৎসাহ এবং উদ্দিপনার সহযোগে।

কৃষ্ণকালে মথুরা ও বৃন্দাবনের ব্রজভূমী ছিল চাষবাস ও গোবলয় এলাকা।

 গো পালন ও -চাষের জন্য বৃষ্টি চাই। আর ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা। বৃন্দাবনবাসী তখন বৃষ্টির কামনায় ইন্দ্রদেবের পূজা করতেন।

সমুদ্রের মাঝেও বৃষ্টি হয়। সেখানে কিন্তু কেউ ইন্দ্র পূজা করেন না। 

আমাদের জীবিকা যে গো-পালন, গাভী বর্ধনের জন্য আমরা গোবর্ধনের কাছে ঋণী। ইন্দ্রের কাছে নয়। চলো আমরা গোবর্ধনের পূজা করি।” 

 এরপর থেকে ইন্দ্ররাজ রাগান্বিত হয়ে প্রবল বর্ষণ শুরু করলেন। ব্রজবাসীদের রক্ষায় শ্রীকৃষ্ণ গিরিধারীরূপে কড়ে আঙ্গুলের মাধ্যমে গোবর্দ্ধন পাহাড়কে শূন্যে ধারণ করলেন। ব্রজবাসী সেই গোবর্দ্ধন পাহাড়ের নিচে আশ্রয় নিয়ে দূর্যোগের হাত থেকে রক্ষা পান।

অহংকারী ইন্দ্ররাজ লজ্জিত হন। পাশাপাশি ব্রজবাসীরা গোবর্দ্ধন পূজার আয়োজন করেন। ব্রজবাসীদের সেই পূজার উপাচার অন্নের পাহাড়ের রূপ ধারণ করে। অন্নের পাহাড়টি গোবর্দ্ধনকে নিবেদন করা হয়। উপস্থিত সবাই দেখলেন শ্রীকৃষ্ণ অন্ন ভোজন করছেন। এই অনুষ্ঠান থেকেই গোবর্দ্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের সূচনা হয় বলে কথিত।

দামোদরব্রত মাসে এদিন অন্নকুট এবং গিরিগোবর্ধন পূজায় কোলাঘাট রাধামাধব আশ্রমে ভিড় হয়েছিল নজরে পড়ার মত। 

ভোররাত থেকেই দূরদূরান্তের ভক্তরা সমবেত হন। নামসংকির্তন সহযোগে শুরু হয় পূজার্চনা।

পাশাপাশি প্রায় ১০জন রাঁধুনি ২৫জন জোগাড়ের মাধ্যমে ভোররাত থেকেই শুরু হয় ছাপান্ন রকমের ভোগ এবং ছত্রিশ রকমের ভাজি ও সব্জির রন্ধন প্রনালী। 

এর মধ্যে শুক্ত, মোচা-ঘন্ট, রসা, ডাল-ডালনার সাথে নানাবিধ ভাজি, ক্ষির -পায়েস এবং হরেক রকমের মাষ্টান্ন ছিল উল্লেখযোগ্য।

শেষে অগনিত ভক্তমন্ডলীর মধ্যে এই ভোগ প্রসাদ বিতরণ করা হয়।

আশ্রমের পক্ষে কল্যাণ সামন্ত জানান, নানাবিধ নিয়ম পালনে কঠোর কৃচ্ছসাধন এবং ত্যাগের মাধ্যমে দামোদরব্রত উদযাপন চলছে একমাস ব্যাপী। তারমধ্যেই আজকের এই অন্নকুট মহোৎসবে অন্যান্য বারের থেকে এবছর ভিড় হয়েছিল অনেক বেশী।

Eastmedinipur

Nov 14 2023, 18:11

*পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে জুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন*


পূর্ব মেদিনীপুর জেলায় সিনি অর্থাৎ চাইল্ড ইন নিড ইনস্টিটিউট ও আরোগ্য ওয়ার্ল্ড, ব্লক স্বাস্থ্য, ব্লক শিক্ষা ও ব্লক আই সি ডি এস এর যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে স্কুল, আই সি ডি এস সেন্টার ও হোমের শিশু, কিশোর কিশোরী ও অভিভাবক দের নিয়ে শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।

স্বাস্থ্যই সম্পদ। আবার শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই এই গুরুত্বপূর্ণ দিনে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত ও সুস্থ রাখতে আমাদের কি কি করা দরকার তা নিয়ে আজ সিনির পক্ষ থেকে সিনিয়র প্রোগ্রাম অফিসার মাননীয় আশুতোষ মল্লিক মহাশয় , ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মুনমুন হালদার,

এবং ব্লক ইনচার্জ মৌমিতা ভৌমিক রায়, সুরজিৎ পাল, ঋতুপর্ণা মন্ডল, মধুমিতা ভূঁইয়া, প্রবীর প্রামাণিক, শুভঙ্কর মন্ডল ও সঞ্চিতা মাইতি রা জেলার বিভিন্ন ব্লকের শিশু, কিশোর কিশোরী ও অভিভাবকদের সচেতন করে।

আজকের এই দিনের গুরুত্ব নিয়ে অভিভাবকদের উদ্দীপনা ও উৎসাহ লক্ষণীয়।

বিভিন্ন জায়গায় নৃত্য, গান, কুইজ, ছবি আঁকা সহ নানান সংস্কৃতিক অনুষ্ঠান ও ডায়াবেটিসের লক্ষণ, ক্ষতিকারক দিক ও প্রতিকার বিষয়ে সচেতনতার মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করা হয়।

Eastmedinipur

Nov 14 2023, 18:08

*থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে ক্যালেন্ডার করে সেচ্ছাসেবী সংস্থাগুলিকে রক্তদান শিবির করার আহ্বান জেলাশাসকের*


তমলুক: ১৪ ই নভেম্বর শিশু দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হয় দিনটি। শিশু দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘায়ু কামনায় রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমাজ কর্মীরা এক যোগে তাদের সাথে। তমলুক ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন তমলুকের রক্ত করবী সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশুদিবস পালন করা হয়। শিশুদের উপহার তুলেদেন জেলাশাসক তানবীর আফজল। 

এদিন জেলাশাসক তানবীর আফজল বলেন, এই সমস্ত রুগিদের প্রতিনিয়ত রক্ত দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই যাতে আক্রান্তদের রক্ত প্রদান করা যায় তার জন্য এক সাথে রক্তদান শিবিরের আয়োজন না করে ক্যালেন্ডার তৈরি করে যদি রক্তদান শিবিরের জন্য জেলার সেচ্ছাসেবী সংস্থাগুলি এগিয়ে আসেন তাহলে আক্রান্তদের সুস্থ জীবন উপহার দেওয়া যায়। তাই সকলের কাছে আবেদন ক্যালেন্ডার বানিয়ে পর্যায়ক্রমে রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসুন।

তমলুক ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন, আক্রান্ত রুগিদের রক্ত দেওয়ার ব্যবস্থা শুধু জেলা বা মহকুমা ব্লকে নয় ব্লকে ব্লকে যাতে করা যায় তার ব্যবস্থা যেনো জেলা প্রশাসন করেন।

সংস্থাটি সারা বছর ধরে সাধারণ মানুষের রক্তের চাহিদা পুরনের জন্য কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।।