*কথা বলা বন্ধ হয়ে গেলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী,বিধায়কের*
![]()
তমলুক: গতকাল ছিলো ভাতৃদ্বিতীয়া। ৯২ বছর বয়স্কা দিদি অশ্রুকনা ভট্টাচার্যের কাছে ফোটা নিয়ে বাড়ি ফিরে এসে ঘটলো বিপত্তি। গুরুতর আহত হয়ে চিকিৎসাধিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক।
বাড়িতে আচমকা পড়ে গিয়ে আহত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। তমলুকে তাঁর প্রাথমিক চিকিৎসা ও বেশকিছু পরীক্ষা করার পর অবস্থার বেগতিক দেখে আহত প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ভর্তি করা হল কলকাতার অ্যাপেলো হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে পোষাক খোলার সময় পা প্যান্টের দড়ি পায়ে জড়িয়ে যায়। পা পিছলে খাটের পড়ে যান প্রাক্তন মন্ত্রী। আঘাত লাগে গলায়। প্রাক্তন মন্ত্রীর গলায় রক্ত জমে গিয়েছে বলে খবর। এদিন দুপুরে তমলুকের নার্সিহোমে পরীক্ষা নিরিক্ষার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। নেতার এই ধরনের ঘটনায় চিন্তায় নেতৃত্বরা।
রাজ্য মন্ত্রী সভার পর জেলা সভাপতির পদ থেকে দল সরিয়ে দেয়। তার পর এই ধরনের ঘটনায় চা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামনেই লোকসভা নির্বাচন তার আগে জেলার হেবিওয়েট নেতার এই ধরনের অসুস্থতায় চিন্তায় জেলা নেতৃত্বরা।
নানসিক চাপের কারনে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এর আগেও বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। আবার এই ধরনের ঘটনায় চিন্তায় পরিবার থেকে অনুগামীরা।।
Nov 16 2023, 20:06