Nadia

May 25 2023, 17:30

*জামাইষষ্ঠীর দিনে জামাই হিসাবে আদর পান গৌরাঙ্গ মহাপ্রভু*

সারা বছর ভগবান রূপে পূজিত হলেও আজ জামাইষষ্ঠীর দিনে জামাই হিসাবে আদর পান গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াদেবীর পরিবারের কাছে ঘরের জামাই। সেই ভাবনা থেকে ষষ্ঠীতে আপ্যায়ন করা হয় জামাই হিসাবে গৌরাঙ্গকে। গৌরাঙ্গ পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের গোস্বামী বংশের সদস্যরা ষষ্ঠীর সকালে জামাই গৌরাঙ্গকে বরণ করার সমস্ত আয়োজন করেন তারা। 

এদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই বেশে সাজানো হয়েছিল। পরানো হয় গরদের ধুতি আর পাঞ্জাবি। গায়ে উত্তরীয়। গলায় বিভিন্ন ফুলের মালা, হাতে ফুলের বালা আর মাথায় হলুদ রঙের পাগড়ি। এই ভাবেই প্রথা মেনে ঘরের জামাই গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজিয়ে তোলা হয়। 

বৃহস্পতিবার জামাইষষ্ঠীর সকালে বিষ্ণুপ্রিয়ার পরিবারের গোস্বামী বংশের মহিলারাএকে একে প্রথা মেনে ধান, দুর্বা, ,বাঁশ পাতা ইত্যাদি দিয়ে পাখার বাতাস দেন ঘরের জামাই গৌরাঙ্গকে।

Nadia

May 25 2023, 17:28

*৭২ ঘন্টা পার! হয়নি গ্রেফতার, প্রতিবাদে বিজেপি*

নদিযার বিজেপি নেতা খুনের ৭২ ঘন্টা পার হয়ে গেল এখনো গ্রেপ্তার হয়নি অপরাধী, তারই প্রতিবাদে বিজেপির বিধায়করা অভিযোগ জানাতে হাজির হলেন কৃষ্ণগঞ্জ থানায়।

নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার একটি আমবাগানে গত পরশু অর্থাৎ মঙ্গলবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন পিপুল বেরিয়া বিজেপি বুথ সহ-সভাপতি নকুল হালদার। গতকাল রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি এ খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম। আজ মৃত নকুল হালদারের বাড়িতে দেখা করতে আসেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আসিস বিশ্বাস সহ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মুকুট মণি অধিকারী এছাড়াও নদীয়া জেলা উত্তর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তথা রানাঘাটের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

এই খুনের পেছনে সরাসরি তৃণমূল জড়িত আছে বলেই বিজেপি জেলা সভাপতি পার্থ সারথি চ্যাটার্জী অভিযোগ করেন। ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের কাউকে গ্রেফতার করতে না পারায় এরা বৃত্তের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পৌঁছে যান কৃষ্ণগঞ্জ থানায়। সেখানে বিজেপির বিধায়করা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হয় তার জন্য দাবি তোলেন অন্যথায় আগামী দিনে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের পথেই হাঁটবেন এই সক্রিয় বিজেপির বিধায়করা।

Nadia

May 24 2023, 18:13

*গোষ্ঠী কোন্দলের জেরে ধর্মীয় নবদ্বীপের মণিপুরের গৌড়ীয় মঠের ভক্তরা*

এবার গোষ্ঠী কোন্দলের ফলে ধর্ণায় নদীয়ার নবদ্বীপ মনিপুর দেবানন্দ গৌড়ীয় মঠের ভক্তরা। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ।

 মন্দিরে ঢুকতে না পেরে নবদ্বীপের মনিপুর দেবানন্দ গৌড়ীয় মঠের বেশ কিছু শিষ্য সেবকেরা গেটের সামনে ধরনায় বসলো আজ। একই মঠের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এলো। বর্তমান মঠের দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠী আয় ব্যয়ের হিসাব-নিকাশ দিচ্ছেন না বলে অভিযোগ তোলে কিছু ভক্ত। একই সাথে তাদের মন্দিরে প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মন্দিরের বর্তমান দায়িত্বে থাকা কিছু ব্যক্তি। জোর করে ক্ষমতা দখল এবং বর্তমান ক্ষমতাসীন মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এদিন মঠের গেটের সামনে ধরনায় বসলো অপর একটি গোষ্ঠী।

ফলে তীর্থ নগরী নবদ্বীপের দেবানন্দ গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ থেকে শুরু করে শিষ্য সেবকদের মধ্যে শুরু হয় উত্তেজনা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবদ্বীপ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। একই মঠের দুই গোষ্ঠীর মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে। মূলত মন্দিরের দায়িত্ব ও ক্ষমতা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছে বলে জানান স্থানীয় লোকজন।

Nadia

May 24 2023, 17:15

*বিজেপি নেতা খুন! থানায় অভিযোগ জানালো বিধায়ক*

বিজেপি নেতা খুনের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় গিয়ে অভিযোগ জানালেন বিধায়ক মুকুট মুনি অধিকারী।

বিজেপি নেতা কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ।আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন মৃতের পরিবার। মৃত ব্যক্তির নাম নকুল হালদার (৫৫)। অভিযোগ,নদিয়ার হাঁসখালি থানার পেপুলবেড়ীয়ার ফতেপুর এলাকার বাসিন্দা নকুল হালদার গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেন নি। এরপর পরিবারের লোক অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আম বাগানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

এরপর মৃত নকুল হালদারের পরিবারকে খবর দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।পাশাপাশি খবর যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে।খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত নকুল হালদার এলাকায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে হাঁসখালি ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের ২২৮ বুথের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। এলাকায় একনিষ্ঠ বিজেপি কর্মী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ মৃতের পরিবারের।এছাড়াও নকুল হালদারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন রানাঘাট পূর্ব বিধানসভার বিধায়ক ডক্টর মুকুটমনি অধিকারী ।

আজ তিনি হাসখালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভয় প্রদর্শন করাবার জন্যই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের কর্মীকে ।এই বিষয়ে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় নকুল হালদারের পরিবারের পক্ষ থেকে। যদিও তৃণমূলের সাফাই এই খুনের পেছনে তাদের কোন যোগাযোগ বা হাত নেই কোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Nadia

May 24 2023, 17:12

*রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন করলো কেন্দ্রীয় প্রতিনিধি দল*


কল্যাণী পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ২ এ পিকনিক গার্ডেন সুস্বাস্থ্য কেন্দ্র পরদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক কল্যাণী এইমস্ হাসপাতালের একাধিক আধিকারিক কল্যাণী মহকুমা শাসক সহ অন্যান্যরা।

আজ প্রথমে মদনপুরের আলাইপুর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এরপর কল্যাণী পিকনিক গার্ডেন এই সুস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসেন।

এরপর চাকদহের রাউতারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য রওনা দেন ওই প্রতিনিধি দল। রাজ্যের বেহাল হসপিটাল গুলির অবস্থা দেখতেই মূলত কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের ভিজিট।

Nadia

May 24 2023, 12:10

নদীয়ার রানাঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একশ বছরের পুরনো বাড়ি, আতঙ্কিত পথ চলতি মানুষ


রানাঘাট শহরের প্রাণকেন্দ্র সুভাষ এভিনিউয়ে ভেঙে পড়ল একটি পাকা দোকান।বন্ধ হয়ে গেল যান চলাচল।ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ। করিবর্গার ছাদযুক্ত এই দোকানটি প্রায় ১০০ বছরে পুরনো। দোকান ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বহু মানুষ। সুভাষ এভিনিউ এমনিতেই রানাঘাটের ব্যস্ততম রাস্তা।কিন্তু এই দোকান ভাঙার ঘটনায় কোন হতাহতের খবর নেই। চাপা পড়েছে বেশ কিছু মোটর সাইকেল।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।এবিষয়ে রানাঘাটের পুরপ্রধান কুশল দেব জানালেন এর আগেও একাধিকবার এই ভগ্ন প্রায় বাড়ির মালিককে ডাকা হয়েছিল তা সত্ত্বেও উনি যোগাযোগ করেননি। আর আজকে এ ধরনের বাড়িটা ভেঙে পড়ায় আতঙ্কিত রানাঘাটবাসী তাই ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করব বলেই জানালেন পুরো প্রধান।

Nadia

May 23 2023, 19:54

*পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন দম্পতি*


পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন স্বামী এবং স্ত্রী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর থানার ফুলিয়া মালিপতোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,আজ দুপুরে হঠাৎই আত্মঘাতী হন তারা। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না মেলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন স্ত্রী মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, অন্যদিকে ওপরের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে স্বামী।

স্বামীর নাম সমীর বিশ্বাস বয়স আনুমানিক ৩২ বছর স্ত্রী আঁখি বিশ্বাস। 

একটি বিউটি পার্লারের দোকান চালাতেন স্ত্রী আঁখি, স্বামী করতেন ছোটখাটো একটি ব্যবসা। তাদের ছ বছরের একটি সন্তান রয়েছে, যদিও এ সময় সে এক প্রতিবেশীর বাড়িতে ছিলো । কি নিয়ে এই অশান্তি তা জানা সম্ভব হয়নি প্রতিবেশীরা শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে দুই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তে পাঠানোর জন্য। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

Nadia

May 23 2023, 18:56

* বাংলাদেশকে ২০টি ট্রেন উপহার দিল ভারত*

ভারত থেকে প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশকে কুড়িটি রেল ইঞ্জিন উপহার দিল ভারতীয় রেল মন্ত্রক।

বাংলাদেশকে ফের কুড়িটা ডিজেল রেল ইঞ্জিন উপহার দিল ভারত সরকার। যা বাংলাদেশের রেল দপ্তরের বিভিন্ন সেক্টরে কাজে লাগবে। এদিন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে স্টেশন থেকে ভারত সরকার মারফত উপহার স্বরূপ কুড়িটি রেল ইঞ্জিন গিয়ে পৌঁছাবে বাংলাদেশের আন্তর্জাতিক চুয়াডাঙ্গা দর্শনা রেলস্টেশনে। পাশাপাশি ভারত সরকারের রেলমন্ত্রী ও বাংলাদেশের রেলমন্ত্রী উভয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল ইঞ্জিন গুলি উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে দুই দেশের রেল দপ্তর সূত্রে। এদিনের রেল ইঞ্জিন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতবর্ষের রেল দপ্তরের উচ্চ আধিকারিক গ্রনসহ উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ভারতবর্ষের থেকে রেল ইঞ্জিন উপহার স্বরূপ রেল ইঞ্জিন দেখতে দুই দেশেরই রেল স্টেশনে হাজির হয়েছেন উভয় দেশের অগণিত উৎসাহী মানুষজন থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা।

Nadia

May 23 2023, 14:01

সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সাংসদ ত্রাণ তহবিল থেকে নদীয়ার শান্তিপুরে শববাহী যাত্রী প্রদান করলেন নদীয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সর


আজ রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের সাংসদ তহবিল হইতে একটি শববাহী যান প্রদান করা হইল বিবেকানন্দ নগর প্রগতি সংঘকে । এই ধরনের সামাজিক কাজে দুস্থ পরিবারে অনেক সুবিধা হবে বলেই জানালেন স্থানীয়রা।

Nadia

May 23 2023, 13:58

আড়াই কুইন্টাল বিপুল পরিমাণের নিষিদ্ধ বাজি উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ


নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত কৃষ্ণনগর কালিনগর এলাকার সাহ স্টোর নামে উত্তম কুমার সাহার তার নিজস্ব গোডাউন থেকে আনুমানিক ২৫ টি পেটি যার ওজন মোট আনুমানিক আড়াই কুইন্টাল মতন নিষিদ্ধ বিপুল পরিমাণের বাজি উদ্ধার হয়েছে, উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ।

সেগুলিকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এই বিপুল পরিমাণ শব্দবাজি গুলি আপাতত জলে ভিজিয়ে রাখা হয়েছে । যদিও এই ঘটনায় অভিযুক্ত দোকানের মালিক পলাতক, অভিযুক্তের খোঁজে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ ।