Nadia

May 24 2023, 17:12

*রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন করলো কেন্দ্রীয় প্রতিনিধি দল*


কল্যাণী পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ২ এ পিকনিক গার্ডেন সুস্বাস্থ্য কেন্দ্র পরদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক কল্যাণী এইমস্ হাসপাতালের একাধিক আধিকারিক কল্যাণী মহকুমা শাসক সহ অন্যান্যরা।

আজ প্রথমে মদনপুরের আলাইপুর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এরপর কল্যাণী পিকনিক গার্ডেন এই সুস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসেন।

এরপর চাকদহের রাউতারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য রওনা দেন ওই প্রতিনিধি দল। রাজ্যের বেহাল হসপিটাল গুলির অবস্থা দেখতেই মূলত কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের ভিজিট।

Nadia

May 24 2023, 12:10

নদীয়ার রানাঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একশ বছরের পুরনো বাড়ি, আতঙ্কিত পথ চলতি মানুষ


রানাঘাট শহরের প্রাণকেন্দ্র সুভাষ এভিনিউয়ে ভেঙে পড়ল একটি পাকা দোকান।বন্ধ হয়ে গেল যান চলাচল।ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ। করিবর্গার ছাদযুক্ত এই দোকানটি প্রায় ১০০ বছরে পুরনো। দোকান ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বহু মানুষ। সুভাষ এভিনিউ এমনিতেই রানাঘাটের ব্যস্ততম রাস্তা।কিন্তু এই দোকান ভাঙার ঘটনায় কোন হতাহতের খবর নেই। চাপা পড়েছে বেশ কিছু মোটর সাইকেল।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।এবিষয়ে রানাঘাটের পুরপ্রধান কুশল দেব জানালেন এর আগেও একাধিকবার এই ভগ্ন প্রায় বাড়ির মালিককে ডাকা হয়েছিল তা সত্ত্বেও উনি যোগাযোগ করেননি। আর আজকে এ ধরনের বাড়িটা ভেঙে পড়ায় আতঙ্কিত রানাঘাটবাসী তাই ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করব বলেই জানালেন পুরো প্রধান।

Nadia

May 23 2023, 19:54

*পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন দম্পতি*


পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন স্বামী এবং স্ত্রী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর থানার ফুলিয়া মালিপতোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,আজ দুপুরে হঠাৎই আত্মঘাতী হন তারা। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না মেলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন স্ত্রী মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, অন্যদিকে ওপরের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে স্বামী।

স্বামীর নাম সমীর বিশ্বাস বয়স আনুমানিক ৩২ বছর স্ত্রী আঁখি বিশ্বাস। 

একটি বিউটি পার্লারের দোকান চালাতেন স্ত্রী আঁখি, স্বামী করতেন ছোটখাটো একটি ব্যবসা। তাদের ছ বছরের একটি সন্তান রয়েছে, যদিও এ সময় সে এক প্রতিবেশীর বাড়িতে ছিলো । কি নিয়ে এই অশান্তি তা জানা সম্ভব হয়নি প্রতিবেশীরা শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে দুই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তে পাঠানোর জন্য। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

Nadia

May 23 2023, 18:56

* বাংলাদেশকে ২০টি ট্রেন উপহার দিল ভারত*

ভারত থেকে প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশকে কুড়িটি রেল ইঞ্জিন উপহার দিল ভারতীয় রেল মন্ত্রক।

বাংলাদেশকে ফের কুড়িটা ডিজেল রেল ইঞ্জিন উপহার দিল ভারত সরকার। যা বাংলাদেশের রেল দপ্তরের বিভিন্ন সেক্টরে কাজে লাগবে। এদিন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে স্টেশন থেকে ভারত সরকার মারফত উপহার স্বরূপ কুড়িটি রেল ইঞ্জিন গিয়ে পৌঁছাবে বাংলাদেশের আন্তর্জাতিক চুয়াডাঙ্গা দর্শনা রেলস্টেশনে। পাশাপাশি ভারত সরকারের রেলমন্ত্রী ও বাংলাদেশের রেলমন্ত্রী উভয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল ইঞ্জিন গুলি উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে দুই দেশের রেল দপ্তর সূত্রে। এদিনের রেল ইঞ্জিন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতবর্ষের রেল দপ্তরের উচ্চ আধিকারিক গ্রনসহ উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ভারতবর্ষের থেকে রেল ইঞ্জিন উপহার স্বরূপ রেল ইঞ্জিন দেখতে দুই দেশেরই রেল স্টেশনে হাজির হয়েছেন উভয় দেশের অগণিত উৎসাহী মানুষজন থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা।

Nadia

May 23 2023, 14:01

সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সাংসদ ত্রাণ তহবিল থেকে নদীয়ার শান্তিপুরে শববাহী যাত্রী প্রদান করলেন নদীয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সর


আজ রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের সাংসদ তহবিল হইতে একটি শববাহী যান প্রদান করা হইল বিবেকানন্দ নগর প্রগতি সংঘকে । এই ধরনের সামাজিক কাজে দুস্থ পরিবারে অনেক সুবিধা হবে বলেই জানালেন স্থানীয়রা।

Nadia

May 23 2023, 13:58

আড়াই কুইন্টাল বিপুল পরিমাণের নিষিদ্ধ বাজি উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ


নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত কৃষ্ণনগর কালিনগর এলাকার সাহ স্টোর নামে উত্তম কুমার সাহার তার নিজস্ব গোডাউন থেকে আনুমানিক ২৫ টি পেটি যার ওজন মোট আনুমানিক আড়াই কুইন্টাল মতন নিষিদ্ধ বিপুল পরিমাণের বাজি উদ্ধার হয়েছে, উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ।

সেগুলিকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এই বিপুল পরিমাণ শব্দবাজি গুলি আপাতত জলে ভিজিয়ে রাখা হয়েছে । যদিও এই ঘটনায় অভিযুক্ত দোকানের মালিক পলাতক, অভিযুক্তের খোঁজে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ ।

Nadia

May 22 2023, 21:09

*অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান*


রাজ্যের শাসকদলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর এলাকায় তৃণমূলে বড়সড় ফাটল সাড়ে তিন হাজার তৃণমূল নেতা কর্মী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনের হাত ধরে যোগ দিলেন জাতীয় কংগ্রেসে।

নদীয়ার কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের সোনাতলা তে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা থেকে আজ সাড়ে তিন হাজার তৃণমূল সক্রিয় কর্মী সমর্থক যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূলকে যথেষ্টই চাপে ফেলল কংগ্রেস শিবির। একেতেই নদিয়া জেলা তৃণমূলের গোষ্ঠী কোন দলের জর্জরিত গতকাল তেহটটো বিধানসভার সমবায় সমিতির নির্বাচনে পরাজিত হয়েছে শাসক দল তৃণমূল। তার মধ্যে আজ আবার নতুন করে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগ দেওয়াতে পঞ্চায়েত নির্বাচনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Nadia

May 22 2023, 12:36

* কাপড়ের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড*

নদীয়ার রানাঘাটে বন্ধ কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন,জেসিপি দিয়ে দোকানের মূল দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত দুইজন পৌরসভার কর্মী।

নদীয়ার রানাঘাট পৌরসভা লগয়া শাড়ির দোকান ও গোডাউনে আগুন ডোমকলের দুটি ইঞ্জিন। এক ঘন্টায় আগুন কাবু করা যায়নি,প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন।মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ,গরম ও ধোয়াতে কাজে বাধা দমকল কর্মীদের।আগুন নেভাতে গিয়ে অসুস্থ যখম হয় পরে দুজন পৌর কর্মী।ঘটনাস্থলে রানাঘাট ফায়ার ব্রিগেড জেসিপি দিয়ে দোকানের মূল দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা।রানাঘাট পুলিশ রানাঘাট পৌরসভার চেয়ারম্যান বন্দ্যোপাধ্যায়।

Nadia

May 22 2023, 07:28

*ভর সন্ধ্যায় দুষ্কৃতির ছোড়া গুলিতে গুরুতর ভাবে জখম নদীয়ার চাকদাহ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম দাস*


আজ রাত আনুমানিক নটা নাগাদ নদীয়ার চাকদহ থানা এলাকার মিস্ত্রিপাড়ায় ব্যক্তিগত কাজে গেছিলেন এই তৃণমূল নেতা সুভম। আর তাকে লক্ষ্য করেই দুষ্কৃতির ছোড়া বেশ কয়েকটি গুলির একটি গুলি তার বাম হাতে লাগে। ভর সন্ধ্যায় গুলি চালানোর শব্দয় স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

এরপর আহত তৃণমূল নেতাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় চাকদাহ স্টেট জেনারেল হসপিটালে। সাময়িক তার চিকিৎসা করার পর তার অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জি এন এম হসপিটালে স্থানান্তরিত করা হয়। ভর সন্ধ্যায় তৃণমূল নেতার উপরে গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রস্তুত তুলছে সাধারণ মানুষ।

যদিও হাসপাতালে এসে উপস্থিত চাকদহ শহর তৃণমূলের সভাপতি দেব কৃষ্ণ মজুমদার এবং চাকদাহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ ।যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতিকারীদের কাউকে গ্রেপ্তার বা ধরতে পারেনি চাকদহ থানার পুলিশ। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবে তৃণমূল নেতার উপরে গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন।

Nadia

May 22 2023, 07:26

*আবারও নদিয়ায় সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী শাসক দল তৃণমূল, জয়ী বাম কংগ্রেস জোট*


নদীয়ার তেহট্ট বিধানসভায় কেন্দ্রের ধুবি নাগাদি কৃষি সমবায় সমিতির 58 আসন বিশিষ্ট এই সমিতির নির্বাচনে ধরাশায়ী শাসক দল তৃণমূল। আর এখানে জয়ী হয়েছে সিপিএম কংগ্রেস জোট। নদীয়ার তেহট্ট বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে ।একদিকে বিধায়ক তাপস সাহা অন্যদিকে নদীয়াজেলার জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার সঙ্গে সংঘাত চরমে।

যার ফলে দিন কয়েক আগে তেহট্টো সমবায় সমিতিতে ধরাশায়ী হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এরপর আজ আবার নতুন করে ধুবি নাগাদি সমবায় সমিতিতে ধরাশায়ী শাসক দল তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোট যে অবশ্যই এক্সট্রা অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিদরা।