*উচ্চমাধ্যমিকের ফলাফল দেখুন এখানে*
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করেন ১২টার সময়। এরপর সাড়ে ১২টা থেকে অনলাইনে প্রকাশিত হয় রেডাল্ট। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখা যাবে wbresults.nic.in, wbchse.nic.in - ওয়েবসাইটে।
![]()
May 24 2023, 16:04