*সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে চলা মামলার শুনানি হবে এক ছাতার তলায়*
কলকাতা: এবার থেকে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে চলা মামলার শুনানি হবে এক ছাতার তলায়। একই আদালতে সারদা, রোজভ্যালি, এমপিএস সহ বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া করাতে হবে বলে নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। গত কয়েক বছরে একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের হয়েছে।
তার ভিত্তিতে রাজ্যের ভিন্ন আদালতে এই সব মামলা বিচারাধীন।এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র সহ ৩ জন হাইকোর্টে মামলা দায়ের করে তাদের আবেদন জানান, রাজ্যের ভিন্ন আদালতে নানান অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মোট ২৮ টি মামলা চলছে। এগুলির তদন্ত করছে সিবিআই। তাই বিচারের সুবিধার জন্য সমস্ত মামলা এক জায়গায় আনা হোক।
সেই আবেদনের নিষ্পত্তি করে ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে হাইকোর্ট রেজিস্ট্রারকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিচার প্রক্রিয়া এক আদালতে করার ব্যবস্থা করবেন। সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার প্রক্রিয়া যাতে বিচার ভবনে থাকা সিবিআই আদালতে করা হয় তার ব্যবস্থা করবেন রেজিস্ট্রার।
![]()
Apr 20 2023, 14:46