Eastmedinipur

Apr 15 2023, 15:50

স্কুলের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর নজরে গোপাল দলপতি


পূর্ব মেদিনীপুর: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এর নজরে গোপাল দলপতি। গোপাল দলপতির বাড়িতে সিবিআই । পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে সিবিআই আসে।আজ পূূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতেও হানা দিল সিবিআই।

গোপাল বাড়িতে না থাকায়, তাঁর মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গোপালের গ্রামের বাড়িতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও নথি মেলে কি না, তারও খোঁজ চলছে।

Eastmedinipur

Apr 15 2023, 11:13

*বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দির এর উপচে পড়া ভিড়। চলছে পুষ্পাঞ্জলী পুজো দেওয়ার পালা। সাথে ব্যবসায়ীদের খাতা পুজো।*


পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির, পুরান মতে সীতার বাঁ পায়ের গুল্ফ পড়েছিল এখানে। ৫১ পীঠের একপিঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে মন্দিরে। বাংলা বছরের প্রথম দিন পহলা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা।

মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই যাতে সারা বছর সুখ-শান্তিতে কাটে সেই কারণেই বছরের প্রথম দিনে লম্বা লাইন মন্দিরে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই ভক্তরা আসেন মন্দিরে ভোর চারটা থেকে শুরু হয়েছে পুজো ও পুষ্পাঞ্জলি। শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন।

মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয় সেই কারণে রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে তমলুক শহরের রাস্তায় টোটো এবং বড় যানবাহন ঢোকা বন্ধ করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে।

Eastmedinipur

Apr 13 2023, 19:57

*ভয়াবহ অগ্নিকাণ্ড*

হলদিয়া রাজনগরে একটি বাড়িসহ দোকানে আগুন। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সাইফুল মাইতির বাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে পালিয়ে যায়। হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে ভবানীপুর থানা পুলিশ।

Eastmedinipur

Apr 13 2023, 16:58

*দিঘার উপকূলে মাইকিং করে সর্তকতা*

তীব্র দাবদাহে হাসফাঁস বঙ্গবাসী। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে লু বইবার সতর্কতা জারি করা হয়েছে।এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দিঘাতেয় পুলিশ প্রশাসন এর উদ্যোগে সমুদ্রতীরবর্তী এলাকায় মাইকিং করে পর্যটক ও স্থানীয় বাসিন্দা-ব্যাবসায়ীদের সতর্ক করা শুরু হল। 

রোদের তেজে বাড়ির বাইরে বের হওয়া মুশকিল। ইতিমধ্য়ে রাজ্যে গরমে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের আশঙ্কা শুক্রবার থেকে এই বিপদ বাড়বে। কারণ, আগামী চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহ চলবে। একই পরিস্থিতি হবে উত্তরের তিন জেলাতেও। 

তাই সৈকত নগরীতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না হয় তাপপ্রবাহর সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার সৈকতনগরী দিঘাতে পর্যটক সহ দোকানদার দের সতর্ক করতে শুরু হলো সমুদ্রতীরে মাইকিং।বৃহস্পতিবার সকাল থেকে দিঘা মোহনা থানার তরফে ওল্ডদীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রতীরে চলছে মাইকিং।

Eastmedinipur

Apr 12 2023, 19:50

*উদ্বোধন হল ঝিকুরখালী জুনিয়ার হাই স্কুল*

হলদিয়া এনার্জি লিমিটেড নির্মিত ঝিকুরখালী জুনিয়ার হাই স্কুল আজ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদ্বোধন হলো । উদ্বোধন করেন শ্রী রবি চৌধুরী , ম্যানেজিং ডিরেক্টর সি ই এস সি লিমিটেড ও হলদিয়া এনার্জি লিমিটেড । উপস্থিত ছিলেন অ্যা: ইন্সপেক্টর অফ স্কুল শ্রী জানা ও অন্যান্য অতিথিসহ শ্রী সোমনাথ দ্ত্ত, প্লান্ট হেড হলদিয়া এনার্জি লিমিটেড ।

তপসিলী জাতি, সংখালঘু জনজাতি ও অন্যান্য পিছিয়ে পরা জাতি অধ্যুসিত এই এলাকায় অনেক দিনের প্রয়োজন ছিল এই ধরনের বিদ্যালয়ের যাতে কম খরচে ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার প্রাথমিক পাঠ গ্রহন করতে পারে ।

2018 সালে এই বিদ্যালয় অনুমোদিত হলেও কোনো ক্লাসরুম বা বিদ্যালয় ভবন না থাকায় এলাকায় খুবি দরকারি ক্লাস এইট পর্যন্ত শুরু পঠন পাঠন কোনো মতেই শুরু করা যাচ্ছিল না। হলদিয়া এনার্জি লিমিটেড চল্লিশ লক্ষ টাকা খরচ করে নতুন এই স্কুল ভবন ও ক্লাস রুমের জন্য আসবাবপত্র ব্যবস্থা করে দেওয়ায় ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা শুরু করা সম্ভব হচ্ছে ।

Eastmedinipur

Apr 12 2023, 12:03

*মহিলাদের স্বনির্ভর করতে,মাছ চাষের পাশাপাশি মাছ দিয়ে নানা পদ তৈরির অভিনব কর্মশালা নন্দীগ্রাম-১ ব্লকে*

নন্দীগ্রাম: নারীদের জন্যও কর্মসংস্থান এর পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ। মাছ থেকে উপজাত দ্রব্য তৈরিতেও কর্ম-সংস্থানের ক্ষেত্র তৈরি করতে এবং মাছ-চিংড়ি চাষের বাইরেও মাছের মূল্য সংযোজিত পণ্য বা মাছের নানা পদ বিক্রি করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের অভিনব প্রশিক্ষন কর্মশালা।

জাতীয় মৎস্য উন্নয়ন নিগমের অর্থায়নে নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নন্দীগ্রাম-১ মৎস্য বিভাগের উদ্যোগে সামসাবাদ প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের সভাগৃহে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির এলাকার বাছাইকরা পঞ্চাশ জন মহিলাদের নিয়ে শুরু হয়েছে হাতেকলমে শেখার এই বিশেষ প্রশিক্ষন শিবির। কর্মশালায় আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু, চেয়ার প্রফেসর ও ডিন মৎস্য বিজ্ঞান বিভাগ, নেওটিয়া বিশ্ববিদ্যালয় তথা কেভিএএফএস ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার, ডিন ও ডিরেক্টর ডাঃ এইচ শিবানন্দ মূর্তি সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

মাছ থেকে উপজাত দ্রব্য তৈরি ও মাছের মূল্য সংযোজন পণ্য বা মাছের নানা পদ তৈরি হাতে কলমে দেখান শেখান নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক শ্রী সুমন কুমার সাহু, পশ্চিমবঙ্গ প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী স্বর্ণদ্যুতি নাথ, নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নীরজ পাঠক। অংশগ্রহন কারী মহিলাদের মধ্যে সূপর্না পাহাড়ি বলেন, “এই ট্রেনিংয়ে আমরা শিখছি হরেক পদ। সেই তালিকায় যেমন আছে চিংড়ির আচার, মাছের মোমো, ফিশ সামোসা, ফিশ ফিঙ্গার, ফিশ বলের মতো জনপ্রিয় পদ, তেমনই মৎস্যজাত ও উপজাত দ্রব্য যেমন একদম নতুন একটি সার যেটা মাছ-সার বা ফিশ ফার্টিলাইজার ও মাছের আঁশের অলংকার” ।

এই অভিনব প্রশিক্ষন কর্মশালার প্রসঙ্গে, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু “আমাদের মূল লক্ষ্য মৎস্যকেন্দ্রীক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করা ও আত্মকর্মসংস্থান বাড়ানো তার জন্য মহিলা, যুব সকলকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে স্বনির্ভর দলের মহিলারা মাছকে কেন্দ্র করে কর্মসংস্থানের দিশা খুঁজে পান, সেটাও আমাদের লক্ষ্য। আর এই স্বনির্ভর দলের মহিলাদেরও মাছের পদ তৈরি ও বিক্রির কাজে উৎসাহ দেওয়া যায়, তার জন্যই প্রশিক্ষন কর্মশালা”। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি বলেন, “সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং পাচ্ছেন মহিলারা। সঙ্গে কর্মশালায় আসা যাওয়ার খরচও পাচ্ছে । প্রশিক্ষন শেষে শংসাপত্রও দেওয়া হবে”। অংশগ্রহন কারী মহিলা মুন বানু, আয়েশা খাতুন, রীনা মাইতি, সীতা ভুইয়া, সোলেমা বিবি, রোজেনা খাতুন, মনসুরা বিবি,সুচরিতা হাজরা প্রভৃতিরা জানান, মাছের আঁচার, চিংড়ির আঁচার এই ধরনের প্রোডাক্ট আমাদের দেশ পাড়াগাঁয়ে ছিলনা , আমরা জানলাম, তৈরি করে নিজেরা খেয়েও দেখলাম বেশ সুস্বাদু । তাই মাছের মূল্য সংযোজন পণ্য তৈরি করে নতুন এক উদ্যোগ আমরা গ্রহন করব একে আমাদের বিভিন্ন মেলায় পাঠানোর চেষ্টা করব।

Eastmedinipur

Apr 12 2023, 12:05

*ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই*

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১১৬ হলদিয়া মেছেদা জাতীয় সড়কে সোনাপেত্যা টোল প্লাজায় দুই মাদক পাচার কারি কে কয়েকলক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার করলো পুলিশ। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সুত্রে খবর পেয়ে ওত পেতে বসেছিল। টোল প্লাজার কাছে আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ধরে তল্লাসি চালয় গাড়ীতে। গাড়ী থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে ।

তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন খড়গপুর থেকে ব্রাউন সুগার নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কুলবেরিয়ার দুই যুবক মাদক নিয়ে আসছিলো সেই খবর আগে থেকেই ছিলো। সেই গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ দুজন কে গ্রেফতার ও কয়েকলক্ষ টাকার ব্রাউন সুগার ও একটি গাড়ী বাজেয়াপ্ত করেছে।

Eastmedinipur

Apr 12 2023, 06:56

*নতুন বছরের আগে বিধায়কের হাত ধরে আলোকিত এলাকা, খুশি এলাকার মানুষ*


মহিষাদল : মাঝে মাত্র কয়েকটা দিন, তার পর নতুন বাংলা বর্ষের পথচলা। তার আগে এলাকা আলোকিত করলো বিধায়ক।হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকুল্যে লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকাকুন্ডু,চাঁপি, বক্সিচক সহ বেশ কয়েকটি এলাকায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হাইমাস্ট ও পথবাতির শুভ উদ্বোধন করেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, লক্ষ্যা-২ এর প্রধান সীমা মাইতি, উপপ্রধান সুদর্শন মাইতি, অঞ্চল সভাপতি ছবিলাল মাইতি সহ অন্যান্যরা।

এদিন বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান,এই সরকারের আমলে বাংলার মানুষ সরকারি প্রকল্পের পরিষেবা যেমন পাচ্ছে তেমনি ঝাঁ চকচকের রাস্তার পাশাপাশি এলাকা আলোকিত। বাড়ি বাড়ি বিদ্যুৎ সরবরাহ করা হলেও এতোদিন রাস্তাঘাটে সেইভাবে আলোর ব্যবস্থা ছিলো না। আমাদের সরকার সাধারণ মানুষের চলাফেরা সুবিধের জন্য পাড়ায় পাড়ায় পথবাতির ব্যবস্থা করেছে। বিরসধীদের কাজ বিরোধীতা করা।

কারন লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কথা বলেছিলো। কিন্তু তা বন্ধ হয়নি। তেমনি এলাকা আলোকিত যখন হয়েছে তা সারা বছর আলোকিত হবে।দিকে দিকে উন্নয়ন দেখে মাঠে ময়দানে ঠিকে থাকার জন্য সরকারের কাজের বিরোধীতা করে চলেছে।

Eastmedinipur

Apr 11 2023, 18:59

*কেক কেটে ঠাকুমার ১০১ তম জন্মদিন পালন করলো নাতি নাতনীরা*


 রামনগর: বয়স ১০১ বছর। ১০১ বছর বয়সে কেক কেটে ঠাকুমার জন্মদিন পালন করলো নাতি নাতনীরা। সেঞ্চুরি ছাড়িয়ে মনের জোর কে সঙ্গে করে এখন তরতাজা ১০১ বছর বয়সী অন্নপূর্ণা মাইতি। চোখে মুখে বার্ধক্যর ছাপ স্পষ্ট। কিন্তু তাতে কি ! ১০১ বছরেও তাকে কেউ বৃদ্ধা বললে তার শরীরের ভাষা বুঝিয়ে দেন তিনি ঠিক আছেন এবং সুস্থ আছেন। কাপড় কাচা বাসন মাজা রান্না করা কি পারেন না তিনি। তার মনের জোর , আর ইচ্ছা শক্তি যৌবনকেও যেন হার মানায়। 

এ কোন রুপকথার গল্প নয়, এ গল্প জীবন যুদ্ধে হার না মানার গল্প। এ গল্প দীঘার অদূরে রামনগর থানার গোবরা গ্রামের। গোবরা গ্রামের বাসিন্দা অন্নপূর্ণা মাইতি এ বার ১০১ বছরে পা দিলেন। তাই বাড়িতে বেলুন সাজিয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করলেন নাতি নাতনীরা। বয়স হয়ে গেলেও তিনি পরিবারের একজন। সেই বার্তা দিতেই এই আয়োজন। তা ছাড়া ঠাকুমাকে আনন্দ দিতেও চেয়েছিলেন তারা। চারিদিক নানা রঙের বেলুনে ভরা। আত্মিয়ে স্বজনে ভরা বাড়ি। টেবিলের ওপর রাখা কেক। তাতে লেখা ১০১‌। কেক কাটলেন অন্নপূর্ণা দেবি।

অন্নপূর্ণা দেবীর ছেলে অরুন মাইতি বলেন, “এখন দেখছি অনেকে বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। যা একেবারেই উচিত নয়। সমাজে তাঁদের মূল্যই বেশি। সমাজ যাতে এই বার্তা বোঝে, তার জন্য এই আয়োজন করেছি।”

বৃদ্ধার পাঁচ মেয়ে তিন ছেলে। ভরা সংসারের এখনও মাথা অন্নপূর্ণা দেবী। লাঠি ছাড়াই হাঁটতে পারেন তিনি। চোখেও পরিষ্কার দেখতে পান। শুধু তাই নয়, বাড়িতে কাপড় কাচা বাসন মাজা রান্না করা জল তোলা সবই একা হাতে করতে পারেন তিনি।

তিনি কোনওদিনই মাংস মুখে তোলেননি। স্রেফ নিরামিশ খেয়েই কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর। তবে তাঁর ১০১ তম জন্মদিনে আয়োজনের কোনও ত্রুটি রাখেননি তাঁর ছেলেমেয়ে নাতি নাতনীরা।

জন্মদিনের কথা জিজ্ঞাসা করতেই বলে উঠলেন “ খুব ভালো লাগছে নাতি-নাতনিদের জন্য এত সুন্দর একটা দিন দেখলাম।’’

Eastmedinipur

Apr 11 2023, 17:35

*জেলায় তৃণমূলের নতুন কমিটি প্রকাশ করলো সৌমেনকুমার মহাপাত্র*


তমলুকঃ পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও চাঙ্গা করতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন কমিটি প্রকাশ করলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র। এদিন তমলুকের মানিকতলায় বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে নতুন কমিটির নাম ঘোষনা করেন সৌমেনবাবু।

মুখ্য উপদেষ্টা হিসাবে রয়েছে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি তুষারকান্তি মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল। সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, চেয়ারম্যান পীযুষকান্তি ভূইয়া। সহ সভাপতি পদে রয়েছে বিধায়ক ফিরোজা বিবি, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, সহকারী সভাপতি জেলাপরিষদ সেখ সুফিয়ান সহ অন্যান্যরা। সহ সভাপতি, সহ সম্পাদক পদে অনেকে যুক্ত হয়েছেন সেই সাথে সদস্যের তালিকায় কিছু নতুন নাম যুক্ত হয়েছে।

রাজ্যে নেতৃত্ব নির্দেশ ক্রমে তালিকা প্রকাশ করা হয় বলে জানান সৌমেনবাবু। তিনি জানান, ১০ তারিখ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মিটিং করে জানিয়ে দিয়েছেন আগামী ১২ তারিখের মধ্যে জেলা কমিটির তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ পেয়ে ১১ তারিখ আমরা তালিকা প্রকাশ করি।