Mar 12 2023, 19:11
খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার
উত্তর ২৪ পরগনা:খড়দহ স্পোর্টস একাডেমির তরফে ও বেঙ্গল ফুটবল একাডেমির আই লিগের অনুর্দ্ধ ১৫ ফুটবল দল নিয়ে আয়োজিত আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।প্রয়াত প্রখ্যাত ফুটবলার পরিমল দে ও চিন্ময় চ্যাটার্জীর স্মরণে খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারী শুরু হয়ে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার।এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি ও মহামাডেন স্পোর্টিং ক্লাবের সাথে এই ফাইনাল খেলায় এক এক গোল করার পর ট্রাইবেকারে জয় লাভ করে এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি।
এই সমগ্র অনুষ্ঠানে খেলোয়াড় ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার পৌরপ্রধান নীলু সরকার,প্রখ্যাত ভারত সেরা ফুটবলেরারা।উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলি,রঞ্জিত মুখার্জী,মনোরঞ্জন ভট্টাচার্য,জগদীশ ঘোষ,কবির বসু,অনন্ত ঘোষ,মহ রফিক,পিনাকী দত্তের মত ফুটবল মাঠ কাঁপানো প্রতিভাবান প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত,ফুটবল খেলোয়াড় শেখ সাহিল,অনুর্দ্ধ ১৭ ভারতীয় দলের খেলোয়াড় জুলফিকার গাজী।এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।আমন্ত্রণ মূলক এই ফুটবল প্রতিযোগিতাকে নিয়ে বলতে গিয়ে খড়দহ স্পোর্টস একাডেমির সম্পাদক পিনাকী দত্ত জানান
অন্যদিকে এই ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে বলতে গিয়ে ফুটবলার রঞ্জিত মুখার্জি ও জগদীশ ঘোষ জানান।

Mar 14 2023, 10:21