kolkata

Mar 11 2023, 18:55

*শান্তনু আপডেট*



১৯কোটি টাকা শান্তনুর কথায় তাপস মণ্ডলকে দিয়েছিল কুন্তল। আদালতে জানালো ইডি।
কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হয়েছে বলে আদালতে দাবী ইডির।

kolkata

Mar 11 2023, 15:15

আদালতে শান্তনুর দাবি 'সে টাকা নেয়নি'


কলকাতা: আদালতে ঢোকার মুখে শান্তনু বলেন, "আমি টাকা নিইনি। জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। যা বলার কোর্টে বলব।" এরপরই আদালতে ঢুকে যান শান্তনু। চলছে জোর সওয়াল জবাব। সূত্রের খবর, শান্তনুকে ১৪ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

kolkata

Mar 10 2023, 18:52

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


State Mahila Senior Vice President Arpita Ghosh during interaction with locals at Udaypur GP, Kushmandi Block.

kolkata

Mar 10 2023, 18:50

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


JDA Chairman Ganga Prasad Sharma during his visit to Ramjhora Bazar Hindi High School at Lankapara GP, Madarihat Block.

kolkata

Mar 10 2023, 18:48

গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


কলকাতা: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওএমআর শিটে কারচুপি করে নিয়োগে দুর্নীতির প্রমাণে তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আজ, শনিবারের মধ্যেই তাদের চাকরি বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশ, শনিবার দুপুর ১২ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কমিশন সুপারিশপত্র বাতিল করবে। বিকাল ৩ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে তাদের নিয়োগপত্র বাতিল করবে মধ্য শিক্ষা পর্ষদ।

প্রথম পর্যায়ে ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনকে। বাকি ৫৭ জনকে কোন সুপারিশ পত্র দেওয়া হয়নি বলে জানায় কমিশন। এই ৫৭ এবং ৭৮৫ জন মিলে মোট ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, এরা আর কেউ স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোন জিনিসে এরা হাত দিতে পারবেন না।

পাশাপাশি, নিয়োগ বাতিল হওয়ায় ৮৪২ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদের বেতন ফেরতের বিষয়টি আদালত পরে সিদ্ধান্ত নেবে। এদিন থেকেই এই ৫৭ জনের চাকরি বাতিল বলে জানিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষন, কমিশনের মধ্যে থাকা ব্যক্তিদের কারণেই এই দুর্নীতি হয়েছে। দুর্নীতির কারণে চাকরি পাওয়া ব্যক্তিরাও তাদের দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিচারপতি। তিনি বলেন, এই দুর্নীতির জন্যই আজকে যোগ্য প্রার্থীরা যন্ত্রণা নিয়ে রাস্তায় বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, এদের চাকরি চুরি করা হয়েছে। কমিশনের কর্তারা এবং শিক্ষা দপ্তরের কিছু কর্তার দুর্নীতির জন্যই চাকরি প্রার্থীদের এই দুরবস্থা। এই কর্তারা নিয়োগ দুর্নীতির ফল খেয়েছেন। বিচারপতি জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ২৫ শে মার্চের মধ্যে তাদের কাউন্সিলিং শেষ করতে হবে। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, তালিকা সহ অন্য কোন দুর্নীতির কারণে কেউ যদি ওয়েটিং লিস্টে থাকে, তাদের এই কাউন্সিলিং - এ ডাকা যাবে না।

kolkata

Mar 10 2023, 15:11

নিয়োগ দুর্নীতিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট


কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুরের মধ্যেই অবৈধ নিযুক্তদের তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গেপাধ্যায়। এদিন স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সিতে ৫৭ জন চাকরি করছেন, এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়েন বিচারপতি। এদিন বিকালের মধ্যেই ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি জানতে চান, এই ৫৭ জন কি করে চাকরি পেলেন। এদের সুপারিশ পত্রকে দিয়েছেন তা জানতে চান তিনি। নিজেই মন্তব্য করেন, শান্তি প্রসাদ সিনহা কি। প্রসঙ্গত, গত ৩ রা মার্চ গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কমিশন জানায়, ওএমআর মূল্যায়নকারি সংস্থা নাইসার সার্ভারে প্রার্থীর প্রাপ্ত নম্বর ৪০, কিন্তু কমিশনের সার্ভারে রয়েছে ১০।

এই নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা কি করে সম্ভব বলে প্রশ্ন করেন বিচারপতির। কমিশন জানায়, সেই সময় কমিশনের থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমন করে থাকতে পারে। বিচারপতি নির্দেশ দেন ৯ মার্চের মধ্যে গ্রুপ সি ওএমআর শিট প্রকাশ করতে।

kolkata

Mar 10 2023, 13:06

নারী দিবস উপলক্ষ্যে একটি আলোচনা চক্র


কলকাতা: কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে,মহিলা শিল্পীদের একটি সংগঠন 'দ্যা গ্রুপ' নারী দিবস উপলক্ষ্যে একটি আলোচনা চক্রের আয়োজন করেছিল।এই আলোচনায় চক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা বিনতা রায়চৌধুরী, সমাজসেবী আয়েশা খাতুন্ ও মাকু হেমব্রম, কবি অনন্যা বন্দোপাধ্যায় এবং জনপ্রিয় গায়িকা ঋতচেতা গোস্বামী সহ আরও বিশিষ্ট মানুষজন।

মহিলাদের নানাবিধ বিষয়ের ওপরে আলোচনা করা হয় এই সভায়। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

kolkata

Mar 09 2023, 19:18

*খেলা* কলকাতা হকি লীগের ডার্বি ম্যাচে জিতল মোহনবাগান


কলকাতা: আজ মহামেডান স্পোর্টিং এর মাঠে কলকাতা হকি লীগের ডার্বি ম্যাচে দ্বিতীয় বারের জন্যে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। উল্লেক্ষ্য , গত ১৯ শে ফেব্রুয়ারি প্রথমর্থে মোহনবাগান ১-০ গোলে এগিয়েছিল।

সেই ম্যাচ দুই দলের দর্শকদের মধ্যে গন্ডোগোলের জন্যে অমীমাংসিত ভাবে শেষ করে দেওয়া হয়েছিল, যায় দ্বিতীয় পর্যায়ের ম্যাচ ছিলো আজকে। খেলার শুরুতেই ইস্ট বেঙ্গল গোল শোধ করলেও মোহনবাগানের হয়ে রাজিন কান্দুনলা র করা ওপর গোলে মোহনবাগান জয়লাভ করে।

kolkata

Mar 09 2023, 13:12

প্রয়াত হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী তথা ব্যারিষ্টার সমরাদিত্য পাল


কলকাতা: প্রয়াত হলেন প্রখ্যাত আইনজীবী তথা ব্যারিষ্টার সমরাদিত্য পাল। কলকাতা হাইকোর্টের সঙ্গে পেশাগত দিক দিয়ে যুক্ত থাকা এই ব্যক্তিত্ব বাচ্চু পাল নামেই খ্যাত ছিলেন। বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। রেখে গেলেন স্ত্রী রুমা পালকে। তিনি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। সমরাদিত্য আইনের জগতে প্রসিদ্ধ ছিলেন সংবিধান বিশেষজ্ঞ হিসাবে। কোম্পানি বিষয়ক ও জমি সংক্রান্ত মামলায় তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তৃণমূল সরকারের আমলে সিঙ্গুর জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি লড়াইয়ে তিনি টাটা মোটর্সের হয়ে প্রতিনিধিত্ব করেন।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি সেই সময়েও শক্ত হাতে রাজ্য নির্বাচন কমিশনের হয়ে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন সমরাদিত্য। তাঁর মৃত্যুতে শোকাহত বিচারপতি, আইনজীবী মহল। মৃত্যুর খবর পেতেই সকাল থেকে বন্ধ থাকে কলকাতা হাইকের্টের স্বাভাবিক কাজকর্ম। আইনজীবীদের বড় অংশ শেষ বিদায় জানাতে ছুটে যান আলিপুরে তাঁর বাড়ি ও নার্সিংহোমে।

kolkata

Mar 07 2023, 11:10

দোল আসলে মনের রঙ , ভালোবাসার বহিঃপ্রকাশ


কলকাতা: দোলের আগে দোল আসে। রঙে মেখে চেনা মুখ অচেনা হয়ে ওঠে, সুন্দর লাগে দেখতে । দোলে দোল , রঙের দিনে রঙ মেখে করি শুধু গোল । দোলের আগে দোলের আনন্দ দোলের মতো। দোলের শেষও থেকে যায় ‌দোল । পথ ঘাট হয়ে যায় রঙীন, গোলাপের পাপড়ির মতো সুন্দর , সুবাসিত। রঙ মেখে আবির ছড়ানো পথে হাঁটতে কেমন লাগে! যুবরাজের রাজ্যাভিষকের মতো ।

স্থলে জলে আকাশে লাগে দোল। তখন পৃথিবীটা রঙীন ভালোবাসার দেশ হয়ে যায়। দোলে রঙ না মাখলেও মনে লাগে দোল। আসলে দোল ভালোবাসার রূপ । তাই এতো মাধুর্য্য যেন সোহাগ ভরা। দোল আসে , বসন্ত আসে, কোকিল ডাকে। পলাশ,পাকুড় লাল হয়ে আনন্দে আবির খেলে ।

তাদের সৌন্দর্যের বাহারে মন কখন হারিয়ে যায়। ভালোবাসার দোলে দোল খেতে বেশ লাগে। ভালোবাসা খুঁজে পাই আবির মেখে। হোলি খেলি রঙ মাখব বলে। হোলিতে এতো রঙ আছে ! এতো প্রাণ আসে।

সুবল সরদার