জাতীয় খেলা কবাডিকে আরো জনপ্রিয় করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ উদ্যোগ
উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে জাতীয় খেলা কবাডি তাকে আরো জনপ্রিয় করে তুলতে এবং পুলিশের সাথে অঞ্চলের মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে কমিশনারেট অঞ্চলে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এই কবাডি প্রতিযোগিতা শুরু হয় ভাটপাড়া থানা অঞ্চলে আজ এই কবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় দক্ষিণেশ্বর থানার অন্তর্গত মেঘনাথ স্পোর্টিং ক্লাবের মাঠে । আজকের এই সেমিফাইনালে পুরুষ এবং মহিলা বিভাগ অনুষ্ঠিত হয় ।
আগামীকাল জগদ্দল থানা অন্তর্গত প্রগতি সংঘের মাঠে মহিলা বিভাগে ছিল ৬টি টিম এবং পুরুষ বিভাগের ছিল ৮টা টিম । আজ সেমিফাইনালের শুরু হওয়ার আগে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া সম্বর্ধনা দেওয়া হয় পুলিশ ব্যান্ডের মধ্যে দিয়ে তারপরে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া উনি মাঠে যান খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হয় ।তারপর টচের মধ্যে দিয়ে খেলা শুরু হয়।
আজ এই সেমিফাইনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা দ্রোণাচার্য কুন্তল রায় জাতীয় ফুটবল খেলা ভাস্কর গাঙ্গুলী এবং দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশলচৌধুরী আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিকরা সহ বিভিন্ন থানার আইসিরা এই খেলা মাঠে উপস্থিত ছিলেন এবং অঞ্চলের মানুষের মধ্যেও এই খেলাকে কেন্দ্র করে উদ্দীপনা দেখা যায়। এবং এলাকার মানুষের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতন।
![]()
Mar 10 2023, 10:36