Mar 09 2023, 10:23
বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার
উত্তর ২৪ পরগনা: পাড়ায় পাড়ায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে বিধায়ক অভিযোগ। আরো অভিযোগ খাস জমির কোটি কোটি লিজ টাকা কৃষকদের না দিয়ে আত্মসাৎ করেছে বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে বিধায়ক, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে বিধায়ক। বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং সেই পোস্টটার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে এই পোস্টারে।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হাজী নুরুল ইসলাম। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। বর্তমানে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন এই তৃণমূল নেতা এলাকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। আজও পর্যন্ত কাউকে চাকরি দিতে পারেনি এই তৃণমূল নেতা। সম্প্রতি হাড়োয়ায় বিভিন্ন জায়গায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে এই তৃণমূল নেতা হাজী নুরুল ইসলাম।
পাশাপাশি ,হাড়োয়ায় খাস জমির মালিকদের জমির লিজ টাকা না দিয়ে মেছো ভেড়ির মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বুথ স্তরের তৃণমূল কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে তৃণমূলের এই বিধায়ক হাজী নুরুল ইসলাম।
এমনটাই নানান অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং এই পোস্টার তৃণমূলের পক্ষ থেকেই মারা হয়েছে তা পরিষ্কার, কারণ পোস্টারের নিচেই লেখা রয়েছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ। বৃহস্পতিবার সকালে হাড়োয়ার বিভিন্ন জায়গায় এই পোস্টটার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Mar 09 2023, 18:55