*ঝড়-বৃষ্টিতে পন্ড ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ১-১*
খেলা
IPL
![]()
Khabar kolkata sports News: শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। চলতি আইপিএলের পয়েন্ট টেবলে ৫ নং এ ছিল পঞ্জাব আর ৭ নং এ কেকেআর। এ মরসুমে প্রথম লিগে পঞ্জাব কিংসের ঘরের মাঠে খেলতে গিয়ে হেরে এসেছিলেন রাহানেরা। সে হার ছিল বড়ই লজ্জার। ১১১ রানে পঞ্জাব অলআউট হওয়ার পরও কেকেআর জিততে পারেনি। এদিন প্রথমে ব্যাট করে কলকাতাকে ২০২ রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংস।কেকেআর এক ওভারে ৭ রান তোলে। এরপরই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ম্যাচ আর সম্পূর্ণ করা যায়নি।ম্যাচ বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ।ফলে পয়েন্ট ভাগাভাগি হয়।
ছবি : সঞ্জয় হাজরা ।
46 min ago