*গঙ্গাসাগর মেলার প্রস্তুতির জন্য কী কী করতে হবে তা জানালেন মুখ্যমন্ত্রী*
Khabar kolkata News Desk : ২০২৫ সালের গঙ্গাসাগর মেলার আর বেশিদিন বাকি নেই। তার আগে মঙ্গলবার নবান্ন সভাঘরে সব দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা আয়োজনের জন্য সর্বস্তরের প্রস্তুতি কেমন চলছে সেটাই জানলেন তিনি। পাশাপাশি, প্রস্তুতির জন্য আর কী কী করতে হবে তাও বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি জানান, এবার ২ হাজার ২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি ব্যবহার করা হবে। এবার সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যা করা হবে ইসরোর সাহায্যে। যাতে ইন্টারনেট না থাকলেও সমস্যা না নয়। আর গঙ্গাসাগরের মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে। এদিনের বৈঠকে গঙ্গাসাগর নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রত্যক্ষভাবে কাউকে নিশানা না করলেও বলেন, গঙ্গাসাগর অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখতে হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর আশঙ্কা, এমন শক্তি আছে যারা গঙ্গাসাগর মেলা বানচাল করার চেষ্টা করতে পারে। এছাড়াও মুড়িগঙ্গার সেতু তৈরির জন্য ডিপিআর করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই কাজ শেষ করতে ৪ বছর সময় লাগবে এবং সরকারিভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে জানান তিনি। এই সেতু ৫ কিমি লম্বা এবং ৪ লেনের হবে। এই সেতুর নাম হবে গঙ্গাসাগর সেতু বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে গতবারের যে পরিমাণ বাস, ভেসেল, লঞ্চের ব্যবস্থা ছিল, এবার সে তুলনায় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য সংখ্যাটা বাড়ানো হচ্ছে। তাছাড়া হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে একটি টিকিটেই সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেসেল ধরার জন্য আর টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের।
Dec 18 2024, 04:24