টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের নির্দেশ প্রশাসনের, প্রতিবাদে থানায় বিক্ষোভ এলাকার মানুষে
Khabar kolkata: উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে ক্ষুব্ধ পুজো কমিটির লোকজন এবং স্থানীয় মানুষেরা। তারা সম্মিলিত ভাবে এদিন প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, "৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য ১০ দিন চাওয়া হয়েছিল। কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না।"
পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, "পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।"
লেখা ও ছবি:প্রবীর রায়।
34 min ago