/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের উপহার প্রদান কাউন্সিলরের* West Bengal Bangla
*আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের উপহার প্রদান কাউন্সিলরের*

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস।রাজ্য সহ সারা দেশ-বিদেশে পালিত হচ্ছে শ্রমিক দিবস। ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার এই বিশেষ দিনে তার ওয়ার্ডের অসংগঠিত সম্মানীয় শ্রমজীবী মানুষের হাতে কিছু উপহার তুলে দিলেন।এই অনুষ্ঠানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক এবং দলের তরফ থেকে উপহার তুলে দেওয়া হল তাদের হাতে।

ছবি: প্রবীর রায়

*VISION 2028 FOURTH PHASE CONCLUDES*

Sports

Khabar kolkata sports Desk : The fourth phase of Vision 2028, which began on April 21, concluded today at the JU 2nd Campus Ground, Salt Lake.

On Wednesday, on the last day of the camp, the first session was attended by Bengal Under-16 boys where Manoj Tiwary was the batting coach, while the bowling department was looked after by Ashok Dinda. Coach Ajay Verma was also present to guide the boys.

The second session on the day, which was scheduled for Under-19 boys, was cancelled due to heavy rain.

The fourth phase of the camp was divided into two sessions every day.

On every session, Tiwary and Dinda delivered inspirational and motivation words to the young boys. The duo told the boys to use the camp as a learning experience.

The coaches looked at the proceedings and watched the boys’ practice with hawk eyes. As sessions went on, the coaches talked to the talents individually.

The short-term goal of Vision 2028 will be to get the various age group squads ready for the domestic season by improving their skills while the long-term goals will be to nurture the future talents and make them fit for various Bengal age group squads.

Pic Courtesy by: CAB

*সুপার কাপে হার মোহনবাগানের*

খেলা

ডেস্ক : কলিঙ্গ সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমি ফাইনালে ৩-১ গোলে জয় পেল এফসি গোয়া। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল সবুজ-মেরুন। সুপার কাপ জিতলে এই মরসুমে ৩টি ট্রফি জিততে পারত মোহনবাগান।এই মরসুমে আইএসএল লিগ এবং কাপ জিতেছে তারা। কিন্তু সুপার কাপ জয় সম্ভব হল না।

ছবি :সৌজন্যে X.

*এ বছর একই মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ – রইলো বিস্তারিত তথ্য*

ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ ঘটবে। প্রথমটি চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর তারপর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। জানুন গ্রহণের তারিখ ও সময়। ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর ঘটবে। এর সময় রাত ৯ টা ৫৮ টা থেকে ১ টা ২৬ মিনিট পর্যন্ত। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে।

# চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে –

এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যাবে।

# সূর্যগ্রহণের সময় –

চলতি বছরে চন্দ্রগ্রহণের পর ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ ঘটতে চলেছে। শুরু হবে রাত ১১টা থেকে। এটি ২২ সেপ্টেম্বর ভোর ৩ টে ২৪ মিনিটে শেষ হবে। কিন্তু এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণেই এর সূতকও বৈধ নয়। তবে এই গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। তাই এর জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব আরও বেড়ে যাবে।

# সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে –

সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং আটলান্টিক মহাসাগর থেকে।

*দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন*

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উদ্ভোধন হল দীঘার জগন্নাথ মহাপ্রভুর মন্দির। বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মন্দিরের দ্বারোৎঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। এদিন সকালেই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি পৌঁছে দেওয়া হবে তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে।

*অক্ষয় তৃতীয়ায় যে রাজযোগ তৈরী হচ্ছে, তাতে কয়েকটি রাশির জাতকদের অর্থলাভ হবে*

ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই আড়ম্বরের সঙ্গে পালন করেন এই বিশেষ দিনটি। চলতি বছর অক্ষয় তৃতীয়া আজ বুধবার। এই বিশেষ দিনে এক বিরল রাজযোগ তৈরি হচ্ছে। আর যে কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। একশো বছর পর বৃহস্পতিও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে ‘গজকেশরী রাজযোগ’। অক্ষয় তৃতীয়ায় এই রাজযোগ তৈরি হওয়ায় কিছু রাশির ব্যক্তিদের ভাগ্য খুলছে।

# ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। অক্ষয় তৃতীয়া থেকে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সাফল্য নিশ্চিত। এই সময় অর্থপ্রাপ্তি হবে আপনার। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সফল্য আসবে। দেবী লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। পরিবারে সুখ,সমৃদ্ধি বাড়তে থাকবে।

# সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তাছাড়া চাকরিজীবীদের সুখের সময়। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। যানবাহন, নতুন গাড়ি, বাড়ি কেনার স্বপ্নও আপনার পূরণ হবে। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই শুভ সময় আপনি যদি বাড়ি কিনবার চেষ্টা করেন, করতে পারেন।

# বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। ধর্মীয় ক্ষেত্রে আপনার ইচ্ছা বাড়তে থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনারা আরও ভালো

কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসাতে বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন।

*Bengal Pro T20 League Women’s draft featured 188 cricketers*

Sports

Khabar kolkata sports Desk: A total of 128 women players were drafted from a pool of 188 cricketers in the second edition of the Bengal Pro T20 League at a glitzy ceremony at a city hotel on Monday.

The players were picked by the eight franchisees namely Sobisco Smashers Malda, Adamas Howrah Warriors, ServoTech Siliguri Strikers, Harbour Diamonds, Rarh Tigers Burdwan| Birbhum, Lux-Shyam Kolkata Tigers, Murshidabad Kueens and Reshmi Medinipur Wizards.

CAB Office bearers led by President Snehasish Ganguly, CAB Joint Secretary Debabrata Das, women’s cricket icon Jhulan Goswami, CAB Tour, Fixture and Technical Committee Chairman Sanjay Das were present along with Chairpersons of various CAB committees, former international players and former office bearers.

Also present were Bengal Pro T20 League committee members - Deep Chatterjee, Subhradeep Ganguly, Lopamudra Banerjee, Keya Ray, Surajit Lahiri, Ambarish Mitra, Soumendu Chatterjee, Joydeep Mukherjee, along with other CAB members.

Speaking about the draft, CAB President Mr Ganguly said: “A warm welcome to all former office bearers, international players, CAB members, all franchises for the women’s draft. The League has surely helped to uplift the standard of the game specially in the limited overs, the results in the last BCCI domestic season shows.

Pic Courtesy by: CAB

"অনন্তকাল ধরে লালন করা এক সেরা মুহুর্ত"--মুখ্যমন্ত্রী

ডেস্ক: দীঘার জগন্নাথ মন্দিরে আজ ধ্বাজা উত্তোলানা এবং মহা যজ্ঞা অনুষ্ঠিত হল।আগামীকাল বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে প্রাণ প্রতিষ্ঠা।দীঘার জগন্নাথ প্রভুর পবিত্র আবাসে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে দীঘার মানুষ।

*দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে শুভ কামনায় বিশেষ পুজো পৌর পিতার*

প্রবীর রায় : দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির। শুভ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার খুলে যাবে জনগণের জন্য।তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মন্দির উদ্বোধনের কর্মসূচি যজ্ঞের মধ্যে দিয়ে।এদিনই পৌর পিতার উদ্যোগে ব্যারাকপুর গঙ্গোত্রী পাড়ায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয়েছিল ।এই বিশেষ পুজোয় এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্রাট তপাদার, ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা রমেশ সাউ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন মন্দিরের পুজোর শেষে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

*বিমান বন্দরে একটি কলার দাম ৫৬৫ টাকা*

ডেস্ক: শুনে অবাক লাগলেও এই তথ্য সত্য। পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দরে অস্বাভাবিক খাদ্যের দাম। খাদ্য সামগ্রীর সবচেয়ে বেশি দাম তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে। ইস্তাম্বুল বিমানবন্দরে সাধারণ খাদ্যদ্রব্যের দামও প্রচুর। কলার দাম ৫৬৫ টাকা। বিয়ারের দাম দেড় হাজার টাকা। ৯০ গ্রাম ওজনের লাজানিয়া খেতে গেলে খরচ করতে হবে ২১ হাজার টাকা। ইস্তাম্বুল বিমানবন্দরে খাবারের এই দাম শুনে অনেক পর্যটকদের মনেই প্রশ্ন উঠেছে, ‘খাবারের ন্যায্য দাম নেওয়া হচ্ছে কি?’ ঘুরতে আসলেও যাঁদের টানটান বাজেট, তাঁদের জন্য অবশ্যই এত দাম দিয়ে খাবার কেনা সম্ভব নয়। এমনকি দামের নিরিখে খাবারের মানও নাকি অনেকটাই কম, অভিযোগ করেছেন যাত্রীদেরই একাংশ।

জানা যাচ্ছে, ইস্তাম্বুল এয়ারপোর্টের অবস্থান এবং জনপ্রিয়তা চড়া দামের নেপথ্যে অন্যতম বড় কারণ। এটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। বিশ্বের সেরা পর্যটনকেন্দ্রগুলির মধ্যে একটি ইস্তাম্বুল। প্রতিদিন ২ লক্ষেরও বেশি যাত্রী এই বিমানবন্দরে ওঠা নামা করে। অন্যদিকে, কেনাকাটায় বেশি বিকল্প না থাকায় খাওয়ার দিকেই যাত্রীদের অধিক খরচ হয়। তবে এই চোখ ধাঁধানো দামের কারণে, এটি তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে যাদের বাজেট কম। ২০২৩ সালেই বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। আমেরিকার পর্যটন ও বেসামরিক বিমান চলাচলের ম্যাগাজিন গ্লোবাল ট্রাভেলারের সমীক্ষায় এই স্বীকৃতি পেয়েছে তুর্কি বিমানবন্দরটি।